নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ড্রাইভারের ছেলেকে ড্রাইভিং শেখাতে বলায় ড্রাইভার রাগ করল...

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৭



১. আমার অফিসে বসের ড্রাইভার আমাকে বলল, তার ছেলে অনার্সে পড়ে। পরীক্ষা অনেক দিন পর পর হয়। এই সময়টায় যদি তাকে কোন চাকুরি দেয়া যেত, তাহলে তার উপকার হত। আমি বললাম, এত কম সময়ের জন্য কে তাকে চাকুরি দিবে? তাছাড়া তার পড়ালেখাও শেষ হয়নি এখনও। আমি উনাকে পরামর্শ দিলাম, বরং এই সময়টাতে তাকে ড্রাইভিং শিখতে বলেন, জীবনে অনেক কাজে লাগবে। চাকুরি করা লাগবে না...

২. উনি বললেন, ড্রাইভিংও তো একটা চাকুরি। তাছাড়া ড্রাইভিং-এ অনেক প্যারা, মানুষের কথা শুনতে হয়। আমি বললাম, কারো অধীনেই কেন তাকে ড্রাইভিং করতে হবে? উবার আছে, পাঠাও আছে। ড্রাইভিং-এ অনেক টাকা। চাকুরি করে আর কত টাকাই পাওয়া যায়। বয়স থাকলে আমি নিজেও ড্রাইভিং করতাম...

৩. উনি আমার কথা শুনে মনে হয় রাগ করলেন। উনার ধারণা হল, আমি চাইছি না আমার মত চেয়ার টেবিলের কাজ উনার ছেলে করুক। এটা উনার দোষ না। এটা আমাদের সামাজিক ব্যবস্থার দোষ। গ্রামে গঞ্জে গণহারে অনার্স/মাস্টার্স খোলার পর সবার এখন অফিসিয়াল চাকুরি করার ইচ্ছে হয়। অথচ একজন সাধারণ বিষয়ের মাস্টার্সের চাকুরি জীবন শুরু হয় ৮/১০ হাজার টাকা দিয়ে। তাও এত এত শিক্ষিত বেকারের ভীড়ে একটা চাকুরি যোগাড় করাও অনেক কঠিন। এরপর বিশেষ কোন স্কীল না থাকলে বয়স হয়ে গেলে সেই অফিসিয়াল চাকুরিটাও আর থাকে না...

৪. বাংলাদেশে শিক্ষিত বেকার অনেক বেড়ে গিয়েছে। এখন দরকার শিক্ষিত ড্রাইভার, শিক্ষিত মেকানিক, শিক্ষিত টেকনিশিয়ান, শিক্ষিত কৃষক, শিক্ষিত সিকিউরিটি অফিসার। একজন টাইলস মিস্ত্রি, একজন থাই মিস্ত্রি, একজন ড্রাইভারের উপার্জন একজন মাস্টার্সের চেয়ে বেশী। ব্যপারটা সবাইকে বুঝতে হবে। সামাজিক ট্যাবু ভাঙতে হবে...

৫.এখন কেউ কেউ বলবেন, আপনি এত বড় বড় কথা বলেন, আপনি কি আপনার মেয়ের বিয়ে ড্রাইভারের সাথে দিবেন, মেকানিকের সাথে দিবেন? উত্তরটা হল - এখনই দিব না। আর সামাজের মানসিকতার পরিবর্তনও কাল থেকেই বদলাবে না। কিন্তু এখন থেকে শুরু করলে ২০ বছর পর যেটা হবে সেটাতে সমাজের অনেক উপকার হবে...

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ড্রাইভারের রাগ ভাঙানোই সমাজের মূল কাজ।

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয় করে সবার জন্য মাস্টার্স সহজ করে তাদের কর্মজীবনকে কঠিন করে দিল রাষ্ট্র...

২| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর চিন্তাভাবনা।
ভালো লাগলো। আমার ডাইভিং লাইসেন্স নবায়নের আবেদন করেছি অনলাইনে। কাজ শুরু হয়ে গেছে। অনলাইনে করতে কোন ঘুষ লাগে নাই এটাই শান্তি।

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশকে সিস্টেমে আনা কঠিন না। তবে দায়িত্বপ্রাপ্তদের বদলাতে হবে...

৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: গ্রামে কোনোমতে মোটরসাইকেল চালাতে পারি। ঢাকায় সাহস হয় না। ড্রাইভিং শেখাটা আসলেই কার্যকরী।

১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকার রাস্তায় যে মোটর সাইকেল, গাড়ি চালাতে পারবে সে বিশ্বের সব জায়গায় পারবে...

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার রূপককে আমি অনেক আগে বলেছিলাম, ড্রাইভিং শিখে নিতে।



১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল পরামর্শ...

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৩

ঢাবিয়ান বলেছেন: দোষ আমাদের শিক্ষাব্যবস্থায়। ইচ্ছে মত প্রাইভেত ইউনি আর কলেজে অনার্স , মাস্টার্স খুলে একগাদা বেকার গ্র্যজুয়েট তৈরী হয় আমাদের দেশে। অথচ দরকার বেশি পলিটেকনিক ইন্সটিউটের। দক্ষ জনশক্তি নাই আছে কেবল বেকার গ্র্যজু্য়েট।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কথা অনেকদিন ধরে বলা হচ্ছে। কিন্তু কেউ শুনছে না। বরং আরো কলেজ, বিশ্ববিদ্যালয় বাড়ছে...

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশে উবার পাঠাও ইত্যাদি খুব জনপ্রিয় হচ্ছে,
মোটরসাইকেলেও যাত্রী পরিবহন হয়।
বিপুল সংখ্যক মানুষ সাইকেল এবং মোটরসাইকেলে রেস্টুরেন্টের খাবার ডেলিভারি দেয়।
উপার্জনের আরো অনেক কিছু ক্ষেত্র আছে।
ছাত্র জীবন শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত মানুষ সেলফ এমপ্লয়মেন্ট এর পথে যাচ্ছে।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনার্স/মাস্টার্স শেষ করলেই সবাই অফিস টাইপ চাকুরি আশা করে সবাই...

৭| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: শফিক রেহমান আমাকে বলেছিলেন, অন্তত ড্রাইভিং শিখে রাখো। তাহলে পৃথিবীর যে কোন দেশে কেউ না খেয়ে মরতে হবে না।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক কথা বলেছেন তিনি...

৮| ১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৯

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশ , আমার দেশে আমরা আমাদের নিজের কাজের প্রতিই সন্মান প্রদর্শন করি না । তাহলে অন্যে করবে কেনো। একমাত্র উপমহাদেশেই কাজের ছোট বড় নির্ধারন করার রেওয়াজ রয়েছে । পৃথিবির অধিকাংশ দেশেই এখন সকল কাজকে সন্মানের চোখে দেখা হয়। ইউরোপ , আমেরিকায় এসে যে কোন কাজ করতে রাজি বাঙালী কিন্তু নিজের দেশে একেবারে মান সন্মান চলে যায় ।
দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদের । শিক্ষিত বেকারের চাইতে কারিগরি বা যে শিক্ষায় কাজ করার সক্ষমতা বেশি তেমন করেই জাতি গঠন করার সময় এখন।
ভালো এ সৎ মানুষের প্রয়োজন এখন যে কোন সময়ের তুলনায় বেশি দরকার। আর শিক্ষার প্রয়োজন হলো পৃথিবির সাথে তাল মিলিয়ে চলার স্বার্থে। বিজ্ঞান ও প্রযুক্তগত শিক্ষা ব্যাবস্থা এখন সময়ের দাবি।
সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন এখন থেকে প্রতিটি কর্মক্ষেত্রেই শিক্ষার ছোয়া থাকতে হবে।
ধন্যবাদ , বি.মা.তা.আমার.।

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ধারা থেকে এই উপমহাদেশীয় জনগণ বের হতে পারছে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.