নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ভারতের কাছে হারার পর ভারতের ক্রিকেটার শেবাগ কথাটা বলেছেন। অনেকের খারাপ লাগলেও বাস্তবতা কিন্তু তাই বলে। এতগুলো বছর ক্রিকেট খেলার পরও আমরা সেই ৭/৮ (১০ দলের মধ্যে) নম্বর দল হিসেবেই রয়ে গেলাম। আফগানিস্তান যেভাবে খেলছে অচিরেই বাংলাদেশকে ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। আর আমরা পড়ে থাকব মীরপুর, বাংলাওয়াশ এসব নিয়ে...
২. জীবনের অনেকটা পর্যায় পেরিয়ে গিয়েছে। খেলা, রাজনীতি নিয়ে এক সময় যে উত্তেজনা, তৎপরতা ছিল এখন আর নেই। খেলা দেখার সময় ও ধৈর্য্য হয় না। শিরোনাম আর স্কোরই ভরসা। আরও একটি বিশ্বকাপ থেকে বাংলাদেশ খালি হাতে বিদায় নিল। এবার অনেক বাজে ভাবে হেরেছে। কারণ, খেলা তো আর মীরপুরে হয়নি...
৩. ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর থেকেই বাংলাদেশ মাঝে মাঝে বড় দলকে হারায়, আপসেট ঘটায়। কখনোই সেটা ধারাবাহিক ছিল না। নিজের দেশে ধারাবাহিক ভাবে ভাল খেললেও বাইরে গেলেই সেই ২০ বছর আগের বাংলাদেশ। হয়তো একটু উন্নত হয়েছে, কিন্তু পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা...
৪. ২০ বছর আগে থেকেই আমি শেবাগের মত বলে চলেছি, বাংলাদেশ, বাংলাদেশই। আমরা সে অর্থে বড় দল নই। কিন্তু এ কথাতে অনেকের কটু মন্তব্য শুনতে হয়েছে। অনেকেই এই পোস্টেও একমত হবেন না...
৫. কিন্তু বাস্তবতা বুঝতে হবে। ২/১ টা জয় দিয়ে পুরো দেশ যেভাবে উন্মাদ/মাতাল হয়ে যায়, বাইরে গেলে শেষ পর্যন্ত তা দুঃখেই পরিণত হয়। আমাদেরকে সব বুঝেই সমর্থন করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের কী হাল হয়েছে দেখেন। সাংবাদিকদেরও এই দিকে নজর রেখে অতিরিক্ত আদিখ্যেতা বন্ধ করতে হবে...
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বলেছেন। আমরা একটা জয় পেলেই ওভার ইস্টিমেট করে বসি নিজেদের...
২| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিচার মেনে তালগাছটা আপনাকেই ছেড়ে দিলুম। বাংলাদেশ ক্রিকেট দল আসলেই একটি দূর্বল দল। বাংলাদেশ ক্রিকেট দল বিষয়ে ভুল করে বিড়ালকে বাঘ ভাবা হয়। আমাদের বোধের যথেষ্ট সংকট রয়েছে।
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই তাই। মিডিয়া হাইপ এমনভাবে তোলা হয় মনে হয় যেন, বিশ্বকাপ জিতে যায় এক একটা জয়ে। সাক্ষাৎকার, বিজ্ঞাপন, দিয়ে কত মাতামাতি...
৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৮
অর্ক বলেছেন: আমিও ক্রিকেট সেভাবে এখন দেখি না। এই বিশ্বকাপের কিছু খেলা দেখলাম। বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ। খেলোয়াড়দের আত্মবিশ্বাসের অভাব। মানসিকভাবে অপ্রস্তুত মনে হলো। ব্যাটবল দুটোতেই নার্ভাসনেস ছিলো। মাথায় বিরাট চাপ নিয়ে খেলছে মনে হলো। আমাদেরও বাড়াবাড়ি আছে। সবার অতিরিক্ত উত্তেজনা খেলা নিয়ে। মিডিয়ার খবরটবর দেখে হতাশ হই। খেলা নিয়ে বাড়াবাড়ি আছে। খেলোয়াড়দের ওপর বিরূপ প্রতিক্রিয়া হয়।
আফগানিস্তানের খুবই ভালো লাগলো। বোলিং লাইনআপ দারুণ। খেলোয়াড়রাও পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলছে। খুব ভালো। আগামীতে বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে। শুভকামনা আফগানিস্তানের জন্য। রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশটি খেলছে দেখেই ভালো লাগছে।
খেলোয়াড়রা আমাদের এ সমাজের অংশ। খুব বেশি নেগেটিভ প্রচার তাদের মনোবল ভেঙে দিতে পারে। ব্যাপারটা সবার বোঝা উচিৎ।
ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তবে নেগেটিভ প্রচার খেলোয়াড়দের উদ্দেশ্যে যতটা না ততটা হল মিডিয়ার প্রতি। তারাই কিন্তু হাইপ তোলে। আর খেলোয়াড়দের মনোবলের জন্য লাখ লাখ টাকা দিয়ে মনোবিদ রাখা হয়েছে...
৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
এবার অনেক বাঘা বাঘা দল ভুপাতিত হয়েছে।
গতবারের চ্যাম্পিয়ান ইংল্যান্ডের অবস্থা দেখুন।
একসময়ের বাঘা শ্রিলংকাও শেষ। ৩ বারের চ্যাম্পিয়ান ওয়েষ্টইন্ডিজ তো আরো তলানিতে, ক্লইফাই পর্যন্ত করতে পারে নি।
তবে বাংলাদেশের মেয়েরা দিন দিন ভাল করছে।
১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার পয়েন্টটা শুধু এবার নিয়ে নয়। ইংল্যান্ড ধরাশায়ী হয়েছে ঠিকই তারপও আবার ঘুরে দাঁড়াবে। শ্রীলংকা, পাকিস্তানও দেখবেন ট্র্যাকে চলে আসবে। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে একটু হতাশ আমি। কিন্তু আমরা তো স্পিন আর মীরপুর ছাড়া ঘুরে দাঁড়াতেই পারিনা...
৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
ঢাবিয়ান বলেছেন: পত্রিকায় পড়লাম পাপন ও সাকিবকে পদত্যাগ করার হাইকোর্ট নোটিস পাঠিয়েছেন জনঙ্ক আইনজীবি । এই বিশ্বকাপে যে ধরনের খেলা খেলেছে ,তা আর কোন দেশ হলে সবচেয়ে আগে পাপনকে ঘারধাক্কা দিয়ে দল থেকে বের করা হত এবং সাকিবকে বসায়ে দেয়া হত।
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইনজীবির কাজও অতি আবেগী। কিছুই নিয়মের মধ্যে নাই। নিয়ম থাকলে এক সভাপতি এত বছর একটানা থাকে? এক অধিনায়ক কয়বার আসে আর যায়?
৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
১০/১৫ বছরের সাধনায় পয়দা করা পন্চপান্ডব নিয়েও ভাঙাচুরা এশিয়া কাপটাও আসেনি; আর কখনো কোনোদিন আসবে না।
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২/১ বার কাছাকাছি গিয়েছিল। কিন্তু নাগিন ড্যান্স, ওভার কনফিডেন্স, অতিরিক্ত মানসিক চাপ এর কারণে হেরে যায়। লাখ টাকার মনোবিদ, এনালিস্টও এদের ঠিক করতে পারেনি। সামনে আর কি হবে জানিনা...
৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালীর খেলাধুলা এলাকার মাঠ পর্যন্তই থাকা উচিত। এদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে জনগণের টাকার অপচর করার মানে দেখি না।
১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভাল ফল বয়ে আনে না। ক্রিকেট নিয়ে অতি মাত্রায় আবেগ আমাদের কষ্ট দিচ্ছে...
৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের মতো দেশে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিটলার নাকি জার্মানীতে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছিল?
৯| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: আমরা সবকিছুতেই এমন।আমাদের মান এই পর্যায়েই।
অলিম্পিকে ১০০ মিটার দৌড় কিংবা সাঁতারে আমার ৭৭ জনের ভিতর ৭৫ বা ৭৬ হই।
এসব নিয়ে কারো মাথাব্যথা নেই।
আছে শুধু ক্ষমতা নিয়ে কামড়া-কামড়ি।
১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন। যে কারণে আমরা এখনও সভ্যদের কাতারে যেতে পারিনি...
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার পোষ্টটি বাস্তবসম্মত:
বছরের পর বছর আমরা স্বপ্নের উপর ভাসছি। আমাদের সম্ভাবনা ছিলো, এখনো আছে। আমাদের সবচেয়ৈ বড় দুর্বলতা আমাদের আনস্মার্টনেস। নিজেদের এস্টিমেট করতে পারিনা আমরা। অতি মাত্রায় ওভার এস্টিমেট করি। আর সততার বড়ই অভাব আমাদের।
তবুও বেহায়ার মত সবার আগে নিজের দেশের দলটিকেই ভালোবাসি।