নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

২০ বছর আগে থেকে রিক্সা বন্ধের পরিকল্পনা করলে আজকে কেউ রিক্সাওয়ালা হতে চাইত না...

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৯



১. ঢাকার জ্যাম নিয়ে আলোচনা, গবেষণা, পরিকল্পনা কম হয়নি। কয়েক জায়গায় সফলতা আসেনি তাও নয়। কিন্তু জনসংখ্যা, যানবাহন সমান তালে বাড়লেও, রাস্তা না বাড়ার কারণে জ্যাম সমস্যা সবসময় থেকেই যাবে। রাতারাতি রাস্তাও বাড়বে না, মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেডের কাজও শেষ হবে না। তারপরও বিদ্যমান রাস্তাতেই যানজট সহনীয় করা সম্ভব…
২. সবার প্রথমেই রিক্সা তুলে দিতে হবে। এখন আবেগ দেখিয়ে যদি বলেন, রিক্সাওয়ালাদের জন্য ভিন্ন পেশা সৃষ্টি না করে নিষিদ্ধ করলে তারা কোথায় যাবে? তারপর একটা ক্যাচাল শুরু হবে। পুলিশের গুলিতে রিক্সাওয়ালা ২/৩ টা মরে গেলে দেশে বিরোধী দল আন্দোলনের মওকা খুঁজে পাবে। ভাই থামেন, রিক্সা দুনিয়ার আর কোথাও চলে? না। তাহলে এই জিনিসরে বন্ধ বা ধীরে ধীরে নিষিদ্ধের পরিকল্পনা করছেন না কেন? ২০ বছর আগে যদি পরিকল্পনা শুরু হত তাহলে আজকে কাউকে রিক্সাওয়ালা হতে হত না। তাদের জন্য ভিন্ন পেশা দাঁড়িয়ে যেত।…
৩. হকার মুক্ত ফুটপাথ, অবৈধ বাস, ট্রাক পার্কিং মুক্ত রাস্তা হলে জ্যাম সহনীয় পর্যায়ে থাকত – এটা সবাই জানে। তাহলে বাস্তবায়ন করে না কেন কোন সরকার? কারণ, সেখানে যে হাত দিবে সে ক্ষমতায় থাকতে পারবে না। এদের এতই ক্ষমতা! এদের চাঁদাতেই রাজনৈতিক দলগুলো চলে তাই তারাও চুপ থাকে এ ব্যপারে…
৪. তাই রিক্সামুক্ত রাস্তা, গুলিস্তানের হকারমুক্ত রাস্তা, মহাখালির বাস মুক্ত রাস্তা, তেজগাঁওয়ের ট্রাক ‍মুক্ত রাস্তা পেতে হলে আর্মিকে লাগবে। এক্সট্রিম না হলে রাজধানী কোনদিন যানজট মুক্ত হবে না। সম্ভবত বিশ্বের একমাত্র রাজধানী ঢাকা যেখানে সিগনাল লাইট কাজ করে না। অথচ ৩০ বছর আগেও সিগনাল লাইট চলত এই দেশে! রাজনৈতিক সরকার প্রতি বছর ঘুষ খাওয়ার জন্য বিসিএস নিবে, বিদেশে ট্রেনিং নিতে লোক পাঠাবে, কিন্তু যানজটে পরিবর্তন আনতে পারবে না। তাই, আমাদের জন্য দরকার আর্মির শাসন, স্বৈরশাসন…

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ঢাকার জ্যামের মুল কারণ রিক্সা না, হকারও না। মূল কারণ মানুষ । এই শহরে টেনেটুন হয়তো ৫০ লাখ মানুষের বসবাস করতে পারে সেখানে বাস করে চার কোটি । আপনি যতই ফর্মূলাই কাজে লাগান না কেন, যতই বুদ্ধি দেন না কেন, ফলাফল শূন্য !
মিরপুর রোডের জ্যাম আপনি নিশ্চয় দেখেছেন ! সেখানে রিক্সা চলে?

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা ৩ লেইনের রাস্তায় সব গাড়ি চলমান থাকার পরও কেন এগুতে পারেনা? হয় সিগনালের সমস্যা, নাহয় অবৈধ পার্কিং, অপরিকল্পিত ইউ টার্ন, এসব বেসিক তো ঠিক করতে হবে। মানুষ অতিরিক্ত সেটা তো অবশ্যই কারণ, সেটা মাথায় রেখে বাকিগুলো করতে হবে...

২| ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



পরিকল্পনা করার মতো দক্ষ বাংগালী নেই বললেই চলে। যারা সরকারী চাকুরী করে, ওরা নিজের পরিবারের চুরি ডাকাতী করে, সঠিকভাবে কোন কাজই করে না।

২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রশাসনে অসৎ ও অদক্ষ লোক বেশি থাকলে দেশ পেছনেই পড়ে থাকবে...

৩| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৬

জ্যাক স্মিথ বলেছেন: এই শহরের মানুষগুলো খুবই অলস পাঁচ মিনিটের রাস্তাও তারা হেঁটে যাবে না, আধা ঘন্টা জানজটে রিকশায় বসে থাকবে কিন্তু হেঁটে যাবে না। তবে প্রেমিক যুগলের জন্য রিকশার জুড়ি মেলা ভার। :D

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। বেশিরভাগই চায় বাস যেন তার বাসা বা অফিস পর্যন্ত দিয়ে আসে। যে কারণে, যখনই কোন সিটিং সার্ভিস শুরু হয় যাত্রীদের চাপে তা লোকাল হয়ে যায়...

৪| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৮

জ্যাক স্মিথ বলেছেন: তবে রিকশার থেকে বড় সমস্যা জনসংখ্যা আর তার চাইতেও বড় সমস্যা হচ্ছে পরিকল্পনার অভাব।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনসংখ্যাকে মারা সম্ভব নয়। রিক্সা বন্ধ করা সম্ভব। তা মাথায় নিয়ে কাজ করতে হবে...

৫| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: সবাই মন্তব্যে সমাধান দিয়ে ফেলেছে।আমার জন্য আর কিছু বাকি নাই।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের খোরাকের জন্য লেখা। বাস্তবে তো কিছুই হবে না...

৬| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৩

শেরজা তপন বলেছেন: ভিক্ষুক,পাগল থেকে বিলিওনার সবাই আমরা এই শহরে থাকতে চাই কিন্তু সবাই ফাঁকা বুলি আউড়ালেও সত্যিকারে কেউ শহরটাকে ভালবাসিনা। নিজের স্বার্থ হাসিলের জন্য সব সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখাই।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের সবার দোষ যতটা তার চেয়ে বেশী প্রশাসনের। বাস, ট্রাক গুলোকে জরিমানা শুরু করলেই তো অবৈধ পার্কিং বন্ধ হবে।একই আমরাই কিন্তু বিদেশ গেলে কত সাধু হয়ে যাই...

৭| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





কথা তো ঠিকই।

৮| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি এই শহরে মোটেও থাকতে চাই না ।
আমার মোটামুটি আয়ের ব্যবস্থা থাকলে গ্রামে গিয়ে বসবাস করতাম ।
ঢাকা মানে কোন জায়গা নয় যে এখানে আমাকে থাকতেই হবে।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগেরই এই কথা। কিন্তু চাকুরি, ছেলে মেয়ের ভবিষ্যৎ এসব চিন্তা করে কেউ এই শহর ছাড়তে পারে না...

৯| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৪

নাহল তরকারি বলেছেন: রিস্কা ছাড়া আরামে যাতায়াত করবো কিভাবে?

২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিক্সা একটা অমানবিক বাহন। এটা ছাড়া সিটি সার্ভিস উন্নত আর ফুটপাথ ঠিক থাকলে অভ্যাস হয়ে যাবে...

১০| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: শিরোনাম টা দারুন হয়েছে।

২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

১১| ২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৭

BM Khalid Hasan বলেছেন: আমি আপনার সাথে সহমত। কিন্তু এটা চাইলেও বাস্তবায়ন করা হবেনা। বাংলাদেশের পাড়া মহল্লার অলিতে গলিতে সিন্ডিকেট! বিভিন্ন রাস্তায় রিকশা থাকলে রিকশাওয়ালাদের থেকে চাদা পাওয়া যাচ্ছে, হকার থাকলে তাদের থেকে টাকা আসছে! এইসব সিন্ডিকেটের লোকই আবার রাজনীতিতে নেতাদের হেল্প করে বলে এদের কখনো উচ্ছেদ সম্ভব না। মন্ত্রণালয় বা প্রশাসন এদের নামে কিছু বললে পরেরদিন অফিসারের বদলির বা ইস্তফার আদেশ আসবে! তাই সবাই নিজের ফ্যামিলিকে সুখী রাখতে ক্যাচালে যায়না।

২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাইতো বললাম, রাজনৈতিক সরকার দিয়ে হবে না, আর্মি লাগবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.