নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ধর্মভীরু পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই ইসলামের বেসিক প্র্যাকটিস গুলো পালন করা শুরু হয়। যদিও কট্টর পরিবার ছিল না। কিশোর জীবনে আমার মনে হত, দুনিয়ার সবচেয়ে নিষ্পাপ/ভাল মানুষ হল মসজিদের ইমাম এবং তার পর মুয়াজ্জিন। কারণ, তাদের ক্রাইটেরিয়া বাই ডিফল্ট তাদের বাধ্য করবে নিষ্পাপ থাকতে…
২. ইমাম/মুয়াজ্জিনের পর আমার কাছে ভাল মানুষ মনে হত দাড়িওয়ালা নামাজিদের। ঐ বয়সের কমন সেন্স কী বলে? আমরা যারা ঐ বয়সে অপেক্ষা করতাম বুড়ো হলে দাড়ি রাখব, অথচ ঐ লোকগুলো পাঞ্জাবী পরে না, প্যান্ট টাখনুর উপর রাখে না কিন্তু নামাজ পড়ে এবং দাড়ি রাখে। নিশ্চয়ই তারাও ক্রাইটেরিয়ার ফিল্টারে ভাল মানুষ হতে বাধ্য…
৩. ঘরে পত্রিকা রাখা হত নিয়মিত। আরেকটু বড় হতে হতে পত্রিকা মারফতে জানতে পারতাম খুন, ধর্ষণ, বলাৎকার, পরকীয়া, চুরি, ঘুষ দুর্নীতি সব কিছুতেই ইমাম/মুয়াজ্জিন/দাড়িওয়ালাদের কেউ কেউ জড়িত থাকে। মনকে বোঝাতাম এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মনে পড়ত কলেজের এক স্যারের কথা, তিনি বলতেন, নবীজীর (সাঃ) আমলেও চোর, বদমাইশ ছিল…
৪. কর্মজীবনে প্রবেশ করার পর প্রবাসে গেলাম, বিয়ে করলাম, দেশেও চাকুরি করছি এখন। জীবনের অভিজ্ঞতা এখন ব্যপক। কিন্তু ভাল খারাপের মানদন্ড ঐ এক জায়গাতেই থমকে আছে। নামাজ/দাড়ি। এখনও আমি নামাজীদের সহজে বিশ্বাস করি, এখনও আমি কোন কোন নামাজীকে ধার দিয়ে পস্তাই, নামাজী পুলিশ, তিতাস কর্মকর্তা, ভ্যাট অফিসার, কাস্টমস অফিসার দেখলে মনে করি উনি আর সবার মত না…
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা আল্লাহর সাথে প্রতারণা করতে পারে, তারা মানুষের সাথে কী করতে পারে চিন্তা করা যায়?
২| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যারা আল্লাহর সাথে প্রতারণা করতে পারে, তারা মানুষের সাথে কী করতে পারে চিন্তা করা যায়?
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ মানুষই সুযোগের অভাবে সৎ...
৩| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ মানুষই সুযোগের অভাবে সৎ...
কথা মিথ্যা না। অনেক ক্ষেত্রেই তাই।
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুনরায় মন্তব্যর জন্য ধন্যবাদ...
৪| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৬
নতুন বলেছেন: মানুষের ভালো মন্দ বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই।
মানুষ তার অর্জিত জ্ঞানে অনুধাবন করতে পারে যে অন্য মানুষ,প্রানী,প্রকৃতির ক্ষতি করা উচিত না তখন সে প্রকৃত মানুষ হয়। তার আগ পযন্ত যে অন্য দশটা প্রানীর মতনই আরেকটা প্রানী হিসেবেই পৃথিবিতে বাচে।
আর এই বোধটা ধর্মীয় শিক্ষা থেকেও আসতে পারে, বিশ্ব বিভিন্ন দার্শনিকের আইডিয়া থেকেও আসতে পারে।
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক...
৫| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৩
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে...
৬| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১:২৪
জিনাত নাজিয়া বলেছেন: আমিও একসময় হুজুরদের সহিহ ভাবতাম,একদিন পত্রিকার দেখলাম, এক মাদ্রাসার ইমাম মাত্র আট বছরের এক শিশুর সাথে অসামাজিক কাজ করে শিশুটির হাতে পবিত্র কোরান দিয়ে বললো, এটা ছুঁয়ে কসম কাট,তাইলে পাপ হবেনা।সেদিন থেকে এদের প্রতি আমার শ্রদ্ধা টা পুরোপুরি উঠে গেছে।
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মহিলাদের মধ্যে বোরকাওয়ালীদের ভাল ভাবতাম। কিন্তু সেখানেও ভেজাল আছে।যাই হোক, এদের নিয়েই আমাদের সমাজে বাস করতে হবে। পুরোপুরি বিশ্বাস, শ্রদ্ধা চলে গেলে সমাজ ধ্বংস হয়ে যাবে...
৭| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা এখনো তেলাপোকা দেখলে ভয়ে কেঁপে উঠি যেমন হুজুরদের গুটি কয়েকটা অপরাধাদ দেখে জার্জ করি হুজুরদের সবাই নষ্ট। একবার চিন্তা করে দেখেন যে সমাজ পুরোটাই নষ্ট সেখানে হুজুরদের একা করে দেখে কি লাভ!
০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ, ছোট বেলার শিক্ষা। উনারা আমাদের চেয়ে বেশী জানেন। বেশী ধর্মচর্চা করেন। আল্লাহর সাথে বেশী কানেকশান উনাদের...
৮| ০৯ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
অর্ক বলেছেন: ভালো লাগলো ভাই। কি বলবো বুঝতে পারছি না। আমাদের দেশের মানুষের চাহিদা অসীম।
হার্দিক শুভেচ্ছা থাকলো।
১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে সমস্ত ঘটনা ঘটছে আমরাও বুঝতে পারছি না কী বলব? মন্তব্যর জন্য ধন্যবাদ...
৯| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৫
মেঠোপথ২৩ বলেছেন: ধর্ম খুজতে হয় মানুষের কর্মে , লেবাসে নয়। যারা সত্যিকারের ধার্মিক , তারা দেখিয়ে বেড়ায় না।
১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোক দেখানো ইবাদত কবুল হয় না...
১০| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৩
নাহল তরকারি বলেছেন: প্রথমেই তাকে অপরাধী বানানো যাবে না। কারন সে নির্দোষ ও হতে পারে। যতক্ষন না পযর্ন্ত কোর্ট তাকে দোষী বলবে তাকে দোষী না বলাটা আমাদের নৈতিক দায়িত্ব।
১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...
১১| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:১২
করুণাধারা বলেছেন: আমি দেখেছি যারা বেশি অপকর্ম করে তারাই সাধু বেশ ধারণ করে। আমাদের সবার পরিচিত একজন আছেন, শুনেছি শেয়ার মার্কেটে কারসাজি করে কোটি কোটি টাকা আয় করেছেন এবং সেখানে এই টাকা হারিয়ে অনেকে আত্মহত্যা করেছিল। তো সেই কারসাজি করনেওয়ালা লম্বা দাঁড়ি রেখে দরবেশ সেজে থাকেন। সম্ভবত উনাকে দেখেই এইসব ড্রাইভারেরা অনুপ্রাণিত হয়।
১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে দরবেশ বাবা অনেকদিন টিকে আছে সরকারী দল করার কারণে। সরকার বদল হলে আরও কত যে দরবেশ বের হবে...
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
মূলত নামাজ/দাড়িকে ঢাল হিসেবে ব্যাবহার করা হয়। ভালো জিনিসের মধ্যে নিজেকে ঢেকে রাখে যেন কেউ সন্ধেহ না করে।
নজরুল বলেছিলেন
" পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।"