নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

সময় মত পক্ষ ত্যাগ - বিচক্ষণ ও বুদ্ধিমানের পরিচায়ক…

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮



১. আমার এক কলিগ অন্ধ আওয়ামী কর্মী ছিলেন। আমার কর্মজীবনে ২/৩ জন আওয়ামী সমর্থক পেয়েছি কিন্তু এই কলিগের মত সরাসরি রাজনীতি করা আওয়ামী লীগার কখনো পাইনি। তিনি এলাকার এমপি-র সাথে কাজ করতেন। স্বভাবতই ভয়, ভীতি, চাঁদাবাজি, মারামারি, মিছিল, মামলা সব কিছুরই অভিজ্ঞতা আছে। এরকম একজন ভদ্র মানুষ (অনেকটা দিনে চাকুরি, রাতে ক্যাডারগিরি টাইপ) কেন আওয়ামী লীগের মত একটা দল করতেন জিজ্ঞেস করাতে তিনি বলতেন, এলাকাতে টিকে থাকার জন্য…
২. উপরের সব বাক্যেই আমি ’অতীত’ কাল ব্যবহার করেছি। কারণ, জুলাইয়ের শেষ দিকে তিনি পরিবারের সদস্যদের কথায় ও বিবেকের তাড়নায় আওয়ামী লীগের কর্মসূচী থেকে নিজেকে গুটিয়ে নেন। ৩৬শে জুলাই বিজয়ের পর তিনি ছাত্র জনতার সাথে আনন্দ মিছিলে যোগ দেন, ছবি তোলেন, স্ট্যাটাস দেন। পরদিন থেকে অফিসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ধ্বংস কামনা করে কথা বলেন। মানে, এভাবেও ফিরে আসা যায়…
৩. জুলাই আন্দোলনে বিজয় আসবে সেটা মনে হয় না কেউই ভেবেছিল। জুলাইয়ের শেষ দিকে ফেসবুকে কোন একজনের স্ট্যাটাস দেখেছিলাম ’সময় থাকতে পক্ষ ত্যাগ করুন। নয়তো পরে বেঈমান হয়ে থাকবেন – এরকম কিছু লেখা। আমি নিজের অরিজিনাল আইডি প্রোপিক ’লাল’ করিনি, কোন রাজনৈতিক স্ট্যাটাসও দেইনি। কারণ, আমি ভীতু। তবে ফেক আইডি থেকে সরকার বিরোধী স্ট্যাটাস দিয়েছিলাম। আমার বোন, বন্ধু কাজিনদের মত আমিও কেন নিজের প্রোপিক ‘লাল’ করলাম না এ নিয়ে আমার এখনো দুঃখবোধ আছে…
৪. ১৯৭১-এ জামায়াত সময় মত পক্ষ ত্যাগ না করায় আজো কলংক বয়ে বেড়াচ্ছে। হাসনাত, সারজিস সহ অনেক সমন্বয়ক এক সময় ছাত্রলীগ করলেও সময়ের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। মিডিয়ার সব দাপুটে অভিনেতা, অভিনেত্রীরা যখন বিটিভি’র জন্য মায়া কান্না করছিল, তখন মোশাররফ করিম, বাঁধন রা ক্যারিয়ারের ঝুঁকি নিয়েই সরকারের সমালোচনায় রাস্তায় নেমেছিল। সময় মত পক্ষ ত্যাগ না করায় আজকে সোলায়মান সুখন, আফ্রিদি, রাফসানরা ঘৃণার পাত্র আর সালমান মুক্তাদির ভালবাসার। একই ভাবে ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করা তিশার স্বামী যিনি স্রোতের বিপরীতে সুশীলদের ভীড়ে আন্দোলনে সমর্থন করেছিলেন মোস্তফা সরওয়ার ফারুকী এখন উপদেষ্টা…

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

সৈয়দ কুতুব বলেছেন: মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের মর্ডারেট মুসলিম বলে খ্যাত একটি ইসলামিক রাজনৈতিক দলের ছাত্র শাখার সাপোর্টার দের কাছে অনেক জনপ্রিয়। আপনি সহজেই বুঝে ফেলছেন কোন দলের কথা বলেছি।কিছুটা আশ্চর্য লাগতে পারে কিন্তু বাংলা আধুনিক নাটক দেখার হাতেখড়ি আমার সেই দলের সাপোর্টার বড়ো ভাইদের কাছ থেকে। তাদের থেকে ক্যাসেট এনে প্রায়ই ফারুকীর নাটক দেখতাম। বড়ো ভাইয়েরা এখন সবাই উচ্চ পদে আছেন সে দলের। জুলাই বিপ্লবের এক মাসের মধ্যে পাকিস্তানি ব্যান্ড 'জাল' বাংলাদেশে আসে। এই জালের কত সিডি আমি দলের বড়ো ভাইদের থেকে নিছি এখন ১/২ টা খুজলে পাওয়া যাবে। এরপর দেখবেন পাকিস্তানি সিঙ্গার আতিফ আসলাম এসেছে। আবার সামনে বিপিএলে আসবে। ভবিষ্যতে সামি ইউসুফ আসতে পারে।

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন তাদের সময়...

২| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এই ব্লগটি প্রথম পেজে থাকা যে কোন ব্লগের থেকে কোয়ালিটি ফুল। কিন্তু রীচ করেছে অনেক কম। সো স্যাড। ভালো জিনিসের কদর নাই।

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রকুত পাঠক ও মন্তব্যকারীরা এখনো অফিস করছে বোধহয়...

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

বাকপ্রবাস বলেছেন: আমার সৌভাগ্য আমি তখন দেশ ছিলাম, আমার আওয়ামি এলাকা তায় প্রোফাইল লাল করা হয়নি, বিজয় এর আগের দিন বোনের বাসায় গেলাম দাওয়াত খেতে, আরেক বোনের ছেলে (ভাইগনা) বুয়েটের ছাত্র, সে বলল আমাকে তাড়াতাড়ি খাবার দাও আমি চট্টগ্রাম নিউমার্কেট যাব (মিছিলে)। তাকে আগে খাইয়ে দিল, সবাই ওর আম্মুর দিকে তাকিয়ে আছে, ওর আম্মু সবার মনোভাব বুঝল কিছু বললনা, ছেলে যাবেই। আমারও ইচ্ছে হয়েছিল গিয়ে একটু দেখে আসি, ঘরনির ভয়ে যাওয়া হয়নি। মনে মনে ভাবলাম এই প্রজন্ম এই তারুন্য কী করে পেল, ভাইগানাটা লেখাপড়া ছাড়া আর কিছুই করতনা, ঘরেই থাকতো, সে বলছে মিছিল যাব, এমকী কেউ আটকাতে পারছেনা। এই তেজটা ওরা কিভাবে পেল সেদিন অবাক হলাম। পরে আরো অবাক হলাম বিজয় এর যখন সবাই রাস্তা কন্ট্রোল করছে। অনন্য দৃশ্য

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ দফা ঘোষণার পর আমি এটাকে বাড়াবাড়ি ভেবেছিলাম। কিন্তু এই তারুণ্য আমাদের দেখিয়ে দিল...

৪| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

জ্যাকেল বলেছেন: দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের প্রোডাক্ট (হোক কালচারাল) ইমপোর্ট করার জন্য নহে। দেশ স্বাধিন হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার নিশ্চিত করার জন্য।
১৯৭১ সালে এটাই ছিল মূলমন্ত্র। ২০২৪ এও এটাই।
ফারুকী আসলে টিকে থাকার জন্যই বউ তিশাকে অভিনয় করতে দিয়েছিলেন। উনি কেমন মানুষ কিছুদিন গেলেই বুঝা যাবে( যদিও জানা আছে উনি আধুনিক ঘরানার বাঙালি)

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবে ফারুকীর বিরুদ্ধে সবাই লিখছে, উনি কতদিন থাকেন সেটাই দেখার বিষয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.