নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

এখন বোঝা যাচ্ছে বাংলাদেশ কেন উন্নত দেশ হতে পারেনি এবং ভবিষ্যতেও (সম্ভবত) হতে পারবে না…

২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২২


১. সশস্ত্র যুদ্ধের মাধ্যমে গুটিকয়েক যে কয়েকটি দেশ বিশ্বে স্বাধীনতা লাভ করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৭১ সালে এত রক্তের বিনিময়ে যে দেশ তৈরি হয়েছিল, তার সরকারে যারা ছিল তারা বিজয়ের কিছুদিন পরই লুটপাট, দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তার পর চলে বিভাজন আর ক্রেডিটের রাজনীতি। ফলস্বরূপ মাত্র ৪ বছরের মাথায় সরকার প্রধান হয়ে যান ঘৃণিত ব্যক্তি এবং পরবর্তীতে তেনার হত্যাকান্ডের পরও অনেকে এটাকে ‘যথার্থ পরিণতি’ বলে মনে করেন…
২. ১ম রাষ্ট্রপতির মৃত্যুর পর ভাল একজন রাষ্ট্রপতি আসলেও তেনাকেও কিছু অতি উৎসাহী হত্যা করে। এরপর ৩য় রাষ্ট্রপতিও দুর্নীতি, লুটপাটে জড়িয়ে ঘৃণা নিয়ে গণঅভূত্থানের মাধ্যমে ক্ষমতা ছাড়েন। ১৯৯০ সালে (স্বাধীনতার ১৯ বছর পর) একটা সুযোগ এসেছিল আবার নতুন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু আবারও যারা ক্ষমতায় ছিল বা রাজনীতিতে ছিল তারা সমঝোতার মাধ্যমে লুটপাট, দুর্নীতি, ক্ষমতায় চিরদিন থাকার রাজনীতি ও প্রতিপক্ষকে দমন করার রাজনীতি অব্যাহত রাখে। ’৯০-এর সুযোগ পাওয়ার ১৭ বছর পর ২০০৭ সালে আসে ১/১১…
৩. ১/১১ সরকার আবার আশা যোগায় দেশ এবার সঠিক পথে চলবে। তবে তারা তো চিরস্থায়ী সরকার নয়। তারা নির্বাচন দিলে যে সরকার ক্ষমতায় আসে সে অতীতের সব রেকর্ড ভেঙে পুরো সিস্টেম নিজেদের করে নেয়। কিন্তু সব কিছুর শেষ আছে। তাই ২০০৭ সালে সুযোগ পাওয়ার ১৭ বছর পর ২০২৪ সালে আসে ৩৬শে জুলাই…
৪. আমরা .দু জনতা ভেবেছি এবার অন্তত ঠিক পথে যাবে দেশ। কিন্তু আবারও মনে হয় আশা ভঙ্গ হতে যাচ্ছে জাতির। গর্ত থেকে বের হওয়া ৮০+ বছর বয়সী রাজনীতিবিদরা দ্রুত নির্বাচন চান, সংস্কার চান না। ক্ষমতায় যাওয়ার আগেই তেনারা অলরেডি সব জায়গা দখল, চাঁদাবাজি, লুটপাট শুরু করে দিয়েছেন। ওদিকে আন্দোলনকারীদের মধ্যে ধরেছে ফাটল, চলছে ক্রেডিটের রাজনীতি, সমন্বয়করা করছে নীরবে ঘুষ লেনদেন। জুলাই আহত, নিহতরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ১০০০+ শহীদের ক্ষতিপূরণ আদায় না করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে জড়িয়ে পড়েছে সদ্য সাবেক ছাত্র রা…
৫. তার মানে আরেকটি তথাকথিত গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছি আমরা। যেখানে আগের মতই সব কিছু ‘সিস্টেম’ হয়ে যাবে। আবারও আমরা জীবন যুদ্ধে পতিত হয়ে কিছু দেখেও না দেখার ভান করে নিজের পরিবারই শেষ কথা মেনে নিয়ে সময় পার করব। আসলে মনে হচ্ছে, জাতি হিসেবেও আমাদের সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সততার অভাব। যে কারণে বারবার সুযোগ পেয়েও আমরা উন্নত জাতি হতে পারিনি। অথচ আমাদের সমসাময়িক মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর আজ কোথায়…

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৩

মেঠোপথ২৩ বলেছেন: ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগতো কেবল সোস্যাল মিডিয়াতেই দেখছি এবং সবই প্রমান ছাড়া। কেবলই মৌখিক সব অভিযোগ যে যে কোটি কোটি টাকা লুটপাঠ করছে তারা!!! সোস্যাল মিডিয়ায় এখন ইচ্ছে করলেই যে কারো বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়। এক প্রাক্তন সেনা অফিসার বলেছেন যে, হাসনাত, সারজিস, নাহিস , আসিফের কথা বা কাজের মধ্যে এখন পর্যন্ত আমরা দেশবিরোধী কোন কিছু দেখি নাই। বরং এখনও তারা যেভাবে সাহসের সাথে দেশের নষ্ট রাজনীতি , ভারতীয় আগ্রাসন ও আওয়ামিলীগের সমালোচনা করছে তাতে যে কোন মুহুর্তে তাদের যে কারো যে কোন কিছু হয়ে যেতে পারে। কিন্তু তারা জীবনের পরোয়াই করছে না। এদের থামিয়ে দেয়ার উদ্দেশ্যেই এখন তাদের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এবং যেসব সোস্যাল ইনফ্লুয়েন্সাররা ও অপ সাংবাদিকেরা এই কাজগুলো করছে মুলত তারাই আসলে ম্যনেজ হয়ে গেছে। তাদের একাউন্ট ও সহায় সম্পত্তি খোজ বরং নেয়া দরকার।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কথা সত্য হলে আমি খুব খুশী হব...

২| ২৩ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২৭

চেংগিস খান বলেছেন:



আমেরিকান ক্যু'এর সময় (২০২৪ ) শিবিরকে মাঠ দখলের জন্য ভাড়া করেছিলো আমেরিকা; শেখ হাসিনার সরকার শেষ, ভাড়াটে জল্লাদদের চাকুরীও শেষ হবে শীঘ্রই; এবং উহা আমেরিকা নিজেই করবে; ট্রাম্প জংগী পালন করবে না।

২৩ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কি 'তিনি' যাকে আমি মনে করছি? 'উহা' শুধু একজনই ব্যবহার করতেন...

৩| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

রাসেল বলেছেন: বাংলাদেশ একটি প্রভাবশালী দেশে পরিণত হতে পারত, কিন্তু আমরা এখন পতিতা। এজন্যই মুরব্বিরা বলে, মেয়েদের বেশি সন্দুরী হওয়া ঠিক না। যা ঘটতেছে, তা শুধু 1757 এর পুনরাবৃত্তির বিলম্বিত হওয়া।

২৪ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ক্ষমতায় যারাই গিয়েছিল লোভ সংবরণ করতে পারেনি। সরকারের প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতি ছিল এবং আছে...

৪| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

রিফাত হোসেন বলেছেন: যেমন দেশের মানুষ তেমনি দেশের সরকার হবে! ১৯৭১ এ উল্লেখযোগ্য মানুষ পালিয়েছেন ও আশ্রয় নিয়েছেন ভারতে। হাসিনাও ব্যতিক্রম নন। পালিয়ে কাপুরুষোচিত কাজ করেছেন। নিজ মানুষকে হিটলার মারেন নাই। হাসিনা যেটা করে দেখিয়েছেন।

২৪ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের কর্তাব্যক্তিরা সৎ থাকলে দেশে পরিবর্তন আসতে বাধ্য...

৫| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০২

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রের বিকল্প আপাতত নাই।একটা সুষ্ঠু নির্বাচন পারে দেশকে রক্ষা করতে।

২৪ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই ভাবছি। এত দ্রুত এরা রক্তের সাথে বেঈমানী করতে পারে এই জাতি ভাবা যায় না...

৬| ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৩:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশকে চালাতে পারে একমাত্র শেখ হাসিনা। আর কেউ নয়।
এটা দিন দিন প্রমাণিত হচ্ছে।

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ২০০৯ এর পর ১৬ বছর শেখ হাসিনার সময়কালের বাংলাদেশ সবচাইতে সঠিক পথে ছিল। অর্থনীতি মানব উন্নয়ন সহ সকল ক্ষেত্রেই বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় ছিল।
মানুষ ভোট দিতে পারেনি এটা ভুল কথা।
রাজনৈতিক দলগুলো নিশ্চিত পরাজয় জেনে ভয়ে নির্বাচনে আসেনি। শত আহবানের পরেও নির্বাচন সিস্টেম বয়কট করেছে।

এখন কি এর চেয়ে ভালো নির্বাচন হবে বলে মনে করেন?
আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শেখ হাসিনার নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন এই বাংলায় আর চোখে দেখে যেতে পারবেন না আপনার জীবদ্দশায়।
আমার কমেন্টের স্ক্রিনশট নিয়ে রাখুন।

২৪ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একটু বেশী বেশী বলে ফেললেন। শেখ হাসিনা নির্বাচনের নামে যা করতেন তা সুস্থ কোন মানুষ গ্রহণ করতে পারবে না। আমার কনসার্ন একটা ’নির্বাচন’ নিয়ে না। আমার কনসার্ন হল, সরকারী কর্মকর্তা বা ক্ষমতাবানরা তো ঘুষ, দুর্নীতি ছাড়তে পারছে না। এরা বদলালেই দেশ বদলাবে। এটাই বড় কষ্টের...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.