![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষোড়শী যুবতীর উঠন্ত যৌবন ভালবাসার চা ভেজান রুটি
প্রিয় মানুষের সুডৌল বাহু যুবকের যত ভাললাগে
তেমনি যুদ্ধ করে পতাকা আনতে সৈনিকের
কৃষকের ভালবাসা, সবুজ ধানে আমনের মৌ মৌ ঘ্রানে
আর নতুন শস্যের গোলায়
যুবকের ভালবাসা কৃষকের প্রেম, যুবতীর
ব্রত আর রমণীর ধ্যান দেখানো একই চোখে, এক নিয়মে
ক্ষণিকের জুবক অশরীরী ভালবাসা।
ধানের আলে বেরে উঠা আগাছা
গাঁয়ের আমভর্তা আর কাঁচালংকা
শালুকের পিঠে এসব দেখোনা
কভু একই চোখে
ব্রত হোক কৃষকের সরস মনে সুঠাম হোক তার সাফল্য
যুবকের ব্রত হোক মুক্ত সকালের জন্য
সইনিকের সুঠাম হাতের বাহুতে
ভালোবাসার সাহস রমণীর সাড়ির পারে
সোনালি সবুজেরা উঁকিঝুকি আলপনা,
খুজে পায় একটি মুক্ত সকাল
২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩২
বিচিত্র জিসান বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০
টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল।