নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দাও দিকিনি দু’-ছিলিম- বুদ হই আমিও চেতনায়

০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

স্বৈরাচারী সরিসৃপ
গিলে খায় ভিন্নমত, মানবাধিকার
সংবিধান, ভোটাধিকার, সবকিছু - - -

উন্নয়নের মহাসড়কে দলান্ধদের উপচে পড়া ভীর
প্রকল্পের ভারে নূজ্ব্য শহর
রাতারাতি কোটিপতি তালিকার শীর্ষে দেশ!

শুভংকরের ফাঁকি -সাত পাঁচে চৌদ্দ !
দু আনা ফিরিয়ে দেবার কু মানসংকে
জিডিপির কাগুজে সনদ! শুন্য জনতার শুন্যথলে;

বিতারিত মায়ানমার জনগোষ্ঠি
তহবিল তসরুপের তুরুপের তাস
কমিশনের শতকরা হারে ডুবছে সার্বভৗমত্ব!!!

মধ্যরাতের ভোটে বন্দী ভাগ্য
বানরের হাতে অগ্নিদন্ড
লংকার অপেক্ষায় বাংলার ফিনিক্স চেতনা!!

পুড়ে ছাই হলে পরে, না’হয় জাগবে পুন:
আগে তো পুড়তে দাও!
আত্মঘাতি নিরবতায় স্ব-মেহনে বিরোধীদল!

'কত রবি জ্বলেরে, কেবা আখি মেলেরে'
চেতনায় সুশীল সমাজ
পশ্চাৎদেশ পোড়া গন্ধ ঢাকে ফরাসী চেতনা!

মহা বেকুব ভায়ার যেকি হয় কালে ভদ্রে
দেয় ছুটিয়ে শীতনিদ্রা!কি জ্বালা!
দাও দিকিনি দু’-ছিলিম- বুদ হই আমিও চেতনায়!




[মহা বেকুবের কথন পাঠোত্তর প্রতিমন্তব্য।
একটু এডিট করে সাজালাম। কিছু হলে আমার একারই হোক; তাই
নামোল্লেখ না করেই প্রিয় তাঁকেই উৎসর্গ করলাম।]

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সত্য বলা দেশে মহাপাপ । আইন আছে ৫৭

০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই ভুই পাইসি

ভুই দেখাইয়েন নাযে!!!

২| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




দু’-ছিলিম উৎসর্গ পেয়ে আমিও বুঁদ । :|
তবে কথা হলো, কেন যে মহাবেকুবের মাথায় অনেক বেকুবী চিন্তাই ঘুরপাক খায়!!!!!!

মাথায় কতো প্রশ্ন আসে দেয়না কেউ জবাব তার
যাই-ই বলি, তাতেই দেখি- হিসেব যার যার !

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

বুঁদ হয়েছেন দেখৈ সূখে আমিও বুঁদ হলাম :)

সেইতো দিকি, খালি ভাবনা আর ভাবনা
কত প্রশ্ন উত্তর দেবার কেউ নেই- সব ইয়া নাফসি ইয়া নাফসি . . . .

৩| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতা পড়ি, আপনি খুব বড় ভাব ধরেন; কিন্তু ভাব খুঁজে পাই না। রাজনোতিক, সামাজিক কবিতায় দর্শন থাকতে হয়, আলো থাকতে হয়, ভাবনা থাকতে হয়, পথের দিশা থাকতে হয়, আবেগ থাকতে হয়!

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারে ভাই... ভাব ধরাধরি শিখতে পারিনাই এ জনমে!

দর্শন আলো ভাবনা দিশা আর আবেগ সবই আপেক্ষিক তো!
সূখি মানুষের পলান্ন না পাবার বেদনা দিয়েতো ভূখা মানুষের যাতনা অনুভব করা যাবে না।

যদি বুঝতেই চান, নেবে আসুন না-সেই মানুষের ভুবনে!
দেখবনে সব ফকফকা

অ মানিক কি বাত্তি লাগাইলির মতো ;)

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

পদাতিক চৌধুরি বলেছেন: 'স্বৈরাচারী সরিসৃপ - শুরুতেই এমন তলোয়ার চালালে মনের অতলান্তিকে লুকিয়ে থাকা মহাবেকুবের চেতনা হয়তো কিছুটা জাগবে। কিন্তু মধ্যরাতের ভোট ভাগাভাগিতে মেতে উঠে আবার বৈপ্লবিক!! এ চাপ কি মন সইতে পারবে?
কাব্যে ভালোলাগা।++
পোস্টে লাইক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মন্তব্যে অনুপ্রানীত হলাম!

ময়দানের যুদ্ধ না হয মূলতবী। কলমেই না হয় চলুক মহারণ!
সওয়ার ব্যাপারটা আপেক্ষিক জানেনতো? সেই গল্প-
এমনি দিলে কয় কিল? বলে একটাও না
বেঁধে দিলে? আবার জিগস! যত খুশি

জাতি বাঁধা পড়ে আছে - তাই সওয়ার প্রশ্ন আপেক্ষিক বটে ;)

অনেক অনেক ধন্যবাদ আবারো। শুভেচ্ছা অফুরান

৫| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

আমি সাজিদ বলেছেন: একটা উত্তম প্লাস দেওয়ার জন্য ব্লগে লগ ইন করলাম। বুঁদ করার মতোই সত্য লিখেছেন।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা

অনুপ্রাণীত হলাম
অন্তহীন শুভেচ্ছা রইল

৬| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৫

জুন বলেছেন: আমিতো কোন ছিলিম টিলিমের মধ্যে নেই তাহলে আমি কি করে বুঁদ হবো ভৃগু B-)
কবিতায় অনেক ভালোলাগা রইলো কিন্ত ।
+

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তো ভারী মুশকিল হলো ;)

নতুন নতুন কত্তকিসু বের হচ্ছে আইস ফাইস, দেখৌ করা যায় নাকি সাইজ :P
সাথে নিয়ে এত চিমটি চেতনার নুন
গেয়ে যাও সবে খালি সব বে-গুনের গুন ;)

৭| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কঠিন কঠিন শব্দে সঠিক চিত্রাংকন

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য বড্ড তেতো
তাই সত্যরে সবে ভয় পায়!
অথচ সত্যেই মুক্তি
সত্য ছাড়া বাঁচার উপায় নাই!

৮| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের সম্পর্কে আপনার ধারণা নেই, বাংগালীরা এক'ছিলিম, ২'ছিলিমের জাতি নন, ১৯৭১ সালে কেহ ছিলিমের কথা বলেননি, ওঁরা রাইফেল নিয়ে নেমেছিলেন।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো সেই প্রজন্মের! রাইফেল ধরা লোক!
তবে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন দেশৈর এই দু:সময়ে?

নাকি দু:সময় মানেনই না?
অন্ধত্ব আর দলান্ধতার পট্টি বেঁধে রাখলেইতো সত্য মিথ্যে হয়ে যায় না?

একজন জিয়াউর রহমানের কুৎসায় যে পরিমান সময় ব্যায় করেছেন, তার সিকি অংশ দেশের কল্যানে ভাবলে
বোধকরি নতুন প্রজন্ম আবার রাইফেল হাতে নেয়ার সাহস পেত!
আছে সেই সৎ সাহস?

সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার?

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গনতান্ত্রীক দলছাড়া গনতন্ত্র সম্ভব না।সরকারী দল যদিও কিছুটা গনতান্ত্রীক বিরোধীদল ধারে কাছেও নাই।শুধু ভোট দিয়ে গনতন্ত্র হয় না।
অধিকারের জন্য সংগ্রাম করতেই হবে,এর কোন বিকল্প নাই।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই গণতন্ত্রের গলা টিপে ধরলো কে?
স্বার্ধন সার্বভৌম দেশে ভিন্নমত বন্ধ করতে চারটি পত্রিকা ছাড়া সব বন্ধ করেছিল কে?
বাকশালের সব সব দলকে বিলিন করার উদ্যোক্তা কে?

সরকারী দল গণতান্ত্রিক???? হাসালেন ভাই!
বিরোধী দলকে উৎখাতে ঘোষনা দিয়ে আদাজল খেয়ে লাগা যারা তারা গণতান্ত্রিক?
নিজ দলে ৪০ বছর ধরে পরিবারতন্ত্রের বাইরে বেরুতে না পারা দল গণতান্ত্রিক?

অথচ দেখুন ডেমোক্রেট আর রিপাবলিকান দলের চেয়ারম্যানের নাম ৯৯ ভাগ মানুষ জানেনা।
অথচ তারা নিত্য শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট বানিয়ে যাচ্ছে দিনের পর দিন।
এইযে সিস্টেমের উন্নয়ন - এটা প্রয়োজন।
একসময় পুথিগত বিদ্যা ছিল ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়
এখন রিভার্সই চলছে মহাসমারোহে!

বিরোধিদলেও ডুবছে পরিবারতন্ত্রের ডামাডোলে!
নেতৃত্বের বিকাশের ধারাই বন্ধ!

দু দলেই অন্ধ চাটুকারীতাা, ব্যক্তি আনুগত্যই সবচে বড় মাপকাঠি যোগ্যতা প্রমাণের!
আর যখন এই শ্রেণীরাই এলিটের প্রতিনিধিত্বিত্বের আড়ালে সমাজ নিয়ন্ত্রন করে তখন সংগ্রামের কথা বলবেন কাকে?

১০| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা রইলো

১১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৮

করুণাধারা বলেছেন: দুই ছিলিম টান দিয়ে চেতনায় বুঁদ হওয়া- মন্দ না আইডিয়াটা!!

চেতনায় বুঁদ হতে গেলে তো চেতনাধারীদের থেকেই এই দুই ছিলিম নিতে হবে! দাম কত পড়বে তার, ঐকিক নিয়মে বের করা দেখেন আগে!! দুই খান পনের হাজার টাকার গয়না নৌকার বিল চল্লিশ লাখ টাকা হলে দুই ছিলিমের দাম পাঁচ লাখে হবে?

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইের সেরেছে!

দিলেনতো নেশটা কাটিয়ে!
এই অংক মেলাতে হলে আবার কড়া দম দিয়ে নিতে হবে!
নইলে যে চেতনার নৌকা পাহাড় বেয়ে চলবে না! দামের হিসেব মিলবে কি করে? :P

১২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার গুরুর মত নিয়েছেন তো ;)
হা হা হা
মজা করলাম

ধন্যবাদ ভায়া

১৩| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:২৩

সোহানী বলেছেন: কি যে কন রে ভাই....। এখনো ভাব ধরতে শিখলা না। কি যে করি তুমারে নিয়া :P

করুণাধারা আপুর কথা মতো হিসাব নিয়া বসো। হিসাব মিলাতে না পারলে আমারে কইয়ো, হেল্প করুম নে।

১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর বইলো না!
ভাব নেবার জন্যই তো চেতনার দু ছিলিম খুঁজছি ;)
এর মাঝে কি কান্ড!
অমন অংক বিনে হিসেবে মিলাতে পারলেই না ভাব সুমুদ্দুরে ডুবতে পারবে! ;)

জলদি অংকটা মিলায়া দাও দিকিনি! দেশ জাতি উদ্ধার পাক :P

১৪| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতার কথার মত-
চেতনায় বুদ হই আমরাও আর বুদ হই আপনার কবিতায়।

১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতায় ভরে গেল মন.....
অনেক অনেক ধন্যবাদ ভায়া

১৫| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার গুরুর মত নিয়েছেন তো ;)
হা হা হা মজা করলাম ধন্যবাদ ভায়া

মজা করুন। সময় এখন আপনাদের।

১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে রাগ করে ফেললেন !!!
দেকো দিকি কান্ড!

অমন করলে আর কিছু বলবোই না কিন্তু ;)

১৬| ১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমারে একটু দিয়েন - দুই ছিলিম টান দিয়ে চেতনায় বুঁদ হবো...........................!!!

১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: করুনাধারা আপুর মন্তব্যে ঐকিক নিয়ম দেখে এয়েচেন তো? ;)
হা হা হা

বুদ হ্ওয়া্ও বুঝি হইলো না =p~

১৭| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




এখন এই ১৫ লক্ষ রোহিঙ্গা নিয়ে আমরা কি করিবো?
এই্ জনসংখ্যা বিস্ফোরণ হবে ২০৩০ নাগাদ ১৫ লক্ষ সংখ্যাটি কোথায় যাবে ধারণা করতে পারেন? আমি কিছুটা ধারণা করছি, আর সাথে কি কি সমস্যা হবে তাও ধারণা করতে পারছি।

১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে ধারনা ভয়াবহ!
সে ধারনা আতংকজনক!!

অথচ শুরু থেকে লেজে গোবরে করে আজকে এ অবস্থা!
বারবার যখন বলা হচ্ছিল জাতিসংঘকে সাথে নিয়ে চুক্তি করতে- পাকনা রা
মোতব্বরী করে দ্বি পক্ষীয় চুক্তি করলো! এখন সামলা্ও!!

অনুদানের কমিশ খা্ওয়া ছাড়া লাভের লাভতো কিছূই দেখছি না!


১৮| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: গোড়ার গলদ দূর হলে গোটা জাতিকে আস্থায় নিয়ে বাকি সব সমস্যা একটা একটা করে সমাধান করা সম্ভব। কিন্তু গোড়ার গলদ রয়ে গেলে সমাধান সুদূর পরাহত।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন প্রিয় সিনিয়র

দু:খিত দেরীতে উত্তর দেয়ায়।
মাঝে ৪ দিন জ্বরের ঝর গেল। কোভিড টেষ্ট এন্ড রেজাল্ট -নেগেটিভ আসার আগ পর্যন্ত বেশ অনিয়মিত ছিলাম
তাই দেরী উত্তরে হয়ে গলে। অনিচ্ছাকৃত দেরীতে ক্ষমপ্রার্থী।

১৯| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার রচনাশৈলী হে সুপ্রিয়।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা রইলো

২০| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪২

কবিতা পড়ার প্রহর বলেছেন: সবাই বেকুব হয়ে গেলে কেমন করে হবে?

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বেকুবীপনার আড়ালে আছে সুপ্ত দ্রোহ! মাৎসানায় সময়কে জয় করার গুপ্ত মন্ত্র ;)
সাতান্ন আর বত্রিশ থেকে মুক্তির রুপক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.