নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এক অমর কাব্য রচে যায়

১০ ই মে, ২০২২ সকাল ৯:৪৯

কী অদ্ভুত এক স্বর্গীয় উজ্জল দ্যুতি চেহারায়,
মায়াময় মাখামাখি
যেন সাদা সাহেব,
বিস্ময়ে চেয়ে রই মানুষ কি এভাবেই চলে যায়!!

যেতে যেতে কী দেখে এত খুশি হয়েছিল মন!
কখনো জানা হবে না
মুচকি হাসিটার রহস্য:
জীবনের সকল ক্লেশ, সে হাসির লাজে ম্লান।।

চুরাশি ভুবনের রহস্য অধরাই চিরদিন
সীমান্ত পেরিয়ে গেলে
ওপারে অজানা কাল
সমস্ত অর্জনের মূল্য একপ্যাঁচ সাদা থান!

কবিতারা, শব্দরা থির দিয়ে রয় অনন্ত
স্বপ্নরা থেমে যায়
উঁকিতে স্মৃতি, লয়ে
দীর্ঘশ্বাস আর হাহাকারে প্রলম্বিত ক্ষণ।

সকলেই ছুটছি জানা অজানা সে’পথ চিরন্তন
মোহের পুতুল খেলার ঘোর
কাটেনা কাটেনা ভুলে রই
যতক্ষণ না ‘সে’ ছোঁয়, বউচি খেলার মতোন।।

কবির মৃত্যু হয়? না, না, কবি বেঁচে রয় কবিতায়
শব্দ নিয়ে খেলার মতোই
জীবন খেলায়, মরণ সখি
যেতে যেতে মুচকি হেসে, এক অমর কাব্য রচে যায়।।

(শ্রদ্ধেয় কবি কে জি মোস্তফা’র জানাজা শেষে বিরহী ভাবনায় কবির করকমলে শেষ শ্রদ্ধাঞ্জলি)
৯-৫-২০২২

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: কিন্তু আদৌ কি চিরশায়িত হবেন কবি?
আদৌ কি কবিরা চলে যান? কবিতার ভূবন ছেড়ে, গানের ভূবন ছেড়ে শ্রদ্ধেয় কবি কে জি মোস্তফার অমর সৃষ্টি কি আমাদের ছেড়ে যেতে পারবে? সেইজন্যই বোধকরি অমোঘ বাণী, ‘কবিতার যেমন মৃত্যু নেই, কবিরও কোনো মৃত্যু নেই।’

অসাধারণ সুন্দর লিখেছেন ভাইজান।

১০ ই মে, ২০২২ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।

সত্যিই কবির শেষ যাত্রায় মূখপানে অবাক বিস্ময়ে চেয়ে ছিলাম।
এক বিস্ময়কর নূর, সূখানুভব খেলছিল চেহারায়
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

ঈদের ছুটিতে যাবার আগে ৩০ তারিখ শেষ দেখা।
প্রায়ই তাগাদা দিতেন কবি- তোমার কবিতার বই বের করো। আমি মূখবন্ধ লিখে দেব।
আহা! বড় আলসিতে আর পাওয়া হলো না কবির প্রেমের সনদ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৩৩

গেঁয়ো ভূত বলেছেন:



সমস্ত অর্জনের মূল্য একপ্যাঁচ সাদা থান!

আহা! এটুকুতেই তুষ্ট থাকতে হয়! এইজন্যই কত সাধনা, কত আয়োজন!

শুভকামনা কবি। ভালো থাকবেন।

১০ ই মে, ২০২২ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
এর বাইরে আর সত্যি কই?

অথচ তবু কি বোকা সবাই
শুন্যতার সাধনায় জীবন পার!
অনন্তের খবরে রয় বেখবর।

অনেক অনেক ধন্যবাদ

৩| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি কে বিনম্র শ্রদ্ধা জানাই

১০ ই মে, ২০২২ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ সময়টা খুব ভেঙ্গ পড়েছিল শরীর।
তবু ৮৪তেও নিজে নিজেই চলাফেরা করতেন শক্ত ভাবেই।
নিজেই কবিতা, প্রবন্ধ লেখালেখি করতেন কম্পিউটারে।

লিফটে না উঠে, সিড়ি বেয়েই উঠতেন ৩ তলায়।

কবির বিদেহী আত্মার জন্যে অফুরান প্রার্থনা।

৪| ১০ ই মে, ২০২২ সকাল ১১:০৩

মাস্টারদা বলেছেন: যাহা রবে ল'বে কালের সোনার তরী..
কৃষকেরে কে রাখে মনে?
যাহা স্মরণ, পুষ্পমাল‍্য, নিবেদনের ঝুড়ি
সওদা তো শুধু হৃদয়ের রক্তক্ষরণে!

১০ ই মে, ২০২২ সকাল ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

আমরা তো ক্ষরন বুঝতে চাইনা, শুধু চলি
”যত চাও তত লও তরণী পরে।
আরো আছে?—” চেতনায়

যতক্ষনা “সে” এসে বউচি খেলার মতো ছুঁয়ৈ দেয়

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা


৫| ১০ ই মে, ২০২২ সকাল ১১:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবির মৃত্যু হয় না।

শ্রদ্ধা জানাই।

১০ ই মে, ২০২২ সকাল ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জানাজা শেষে কবির মুখটি দেখেই জনম এ কাব্যের!

জীবন কড়া নাড়ে নিত্য
মনে করিয়ে দিয়ে সত্য
তবু ভুলে যাই ভুলে যাই
জপি আরো চাই আরো চাই।

৬| ১০ ই মে, ২০২২ সকাল ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কঠিন

১০ ই মে, ২০২২ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা না কবির প্রয়ান !

৭| ১০ ই মে, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই মে, ২০২২ দুপুর ২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

৮| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:০২

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া। বিদায়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৯| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

স্প্যানকড বলেছেন: খুব সুন্দর করে জীবনকে তুলে ধরেছেন। আসলে এক সময় থেমে যায় সমস্ত কোলাহল। কবিকে শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন ওপারে।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

অনুভবে কৃতজ্ঞতা।

সত্যিই চোখের সামনে কবির প্রস্থান খুব নাড়া দিয়ে গেছে মনে।
ওপারে ভালো থাকুন কবি।

১০| ১০ ই মে, ২০২২ রাত ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: গভীর অনুভূতির বিষয়। কাব্যে তারই প্রতিফলন ঘটিয়েছেন++।
ভাবলে সত্যিই হাত পা অবশ হয়ে যায়।
শুভেচ্ছা আপনাকে।

১০ ই মে, ২০২২ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।

সত্যিই তাই। জীবনের অন্তসার শুন্যতা ভেসে ওঠে লাশের পাশে দাড়ালে!
তাইতো ইসলামে মৃত্যুকে স্মরনের তাগিদ দেয়া হয়েছে বেশি বেশি!
আর ভোগবাদী সমাজ তাই ভোলাতে আরো চাই আরো চাই নেশায় বুদ করে রাখে

বেলা শেষে শুধু সাদা এক প্যাচে থানেই বিদায় নিতে হয়!
কিংবা চিতার আগুনে! কাঠ চন্দনের না সাধারন কি বা ভিন্নতা? আগুনে জ্বলে যাওয়া টুকুইতো সার!

অনুভবে, প্লাসে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা

১১| ১০ ই মে, ২০২২ রাত ১১:৩৬

জ্যাকেল বলেছেন: কবিত্বের মৃত্যু হইবার কথা না। আমাদের কনসাশনেশ এর মৃত্যু হবে না যতদুর জানি।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.

ইদানিং প্রায়ই ঐ গানটা শুনি-

“কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার
মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? বলো বিচার হবে কার?”

অনেক অনেক ধণ্যবাদ ও শুভকামনা

১২| ১১ ই মে, ২০২২ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

ভালো থাকুন।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিও

১৩| ১১ ই মে, ২০২২ রাত ১:৫৬

রেজাউল৯৬ বলেছেন: বড় পরিতাপের বিষয় আপনার মাপের একজন কবি সামুতে এত কম আসেন, এত কম লিখেন।
কবিরা যদি নাই লিখেন, তবে থেকেই বা আর কি লাভ!

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার গভীর ভালবাসায় আপ্লুত।

জীবনের টানাপোড়েনে কিছুটা দূরে ছিলাম। আশা করি এখন নিয়মিত পাবেন।
আর লিখব কি করে- হাত-পা যে বেঁধে রেখেছেন চুয়ান্নর শেকলে ;)

আক্ষেপ যথার্থ বৈকি।
লিখতেই হবে। নইবে বাঁচবে কি করে কবি? তার প্রাণ যে লেখনিতেই :)

অনেক অনেক শুভেচ্ছা

১৪| ১১ ই মে, ২০২২ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিনম্র শ্রদ্ধা। কবিতায় ++++

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

প্লাসে অনুপ্রাণতি ও কৃতজ্ঞ।
শুভেচ্ছা রইলো

১৫| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার একটি কবিতা।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া।

জানাজায় কবিকে দেখার পর থেকে যে ভাইব ছুঁয়ে ছিল, তারই প্রকাশ।

শুভেচ্ছা আর শুভকামনা রইলো

১৬| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: বিনম্র শ্রদ্ধা!

আর আপনাকে ধন্যবাদ এই সুন্দর আর গভীরবোধের কবিতাখানি উপহার দেওয়ার জন্য।
কবিরা আমার কাছে দেবশিশু। তাই মানু্ষের মৃত্যু আছে্ কবির নেই।

অনেক শুভকামনা।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন দা’

দারুন বলেছেন- কবিরা আমার কাছে দেবশিশু। তাই মানু্ষের মৃত্যু আছে্ কবির নেই।

গভীর অনুভবে অনুভব করায় প্রীত ও কৃতজ্ঞ বোধ করছি।
অনেক অনেক শুভকামনা আপনার জন্যেও

১৭| ১৬ ই মে, ২০২২ রাত ১:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



ভাষাসৈনিক, বর্ষিয়ান সাংবাদিক, কবি ও গীতিকার কে জি মুস্তাফার প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রকাশ
করে লেখা কবিতায় যেন সকলের হৃদয় নিংরানো শ্রদ্ধা ও ভালবাসা মুর্ত হয়ে উঠেছে ।
কবি ও গীতিকার কে জি মোস্তফা এমন একজন মানুষ যার সৃষ্টিকর্মের জন্য দেশের ব্যাপক
পাঠক-জনতার কাছে তার পরিচয় করিয়ে দিতে হয় না। এমনকি কেবলমাত্র একটি গানের
জন্য সেই ষাটের দশক থেকে শ্রোতৃমহলে ব্যাপকভাবে পরিচিত হয়ে আছেন তিনি ।
সেই ষাট দশকের প্রেমিক-প্রেমিকারাও কে জি মোস্তফা লিখিত ‘তোমারে লেগেছে এতো
যে ভালো চাঁদ বুঝি তা জানে’ গানটি শুনে এবং গেয়ে তাদের মনের গহিন গহনলোকের
প্রেমের ভাব প্রকাশের পথ পেয়েছেন। তালাত মাহমুদের গাওয়া এ গানটি তার সমকালকে
ছাপিয়ে একটি চিরন্তন গানের মর্যাদায় আসীন। এ যুগেও গানটির কদর খর্ব হয়নি।
তার গদ্য রচনার দক্ষতাও কম ছিলনা । সাংবাদিকের গদ্যকে অতিক্রম করে এক অনবদ্য
শৈল্পিক গদ্যে তিনি তার সাহিত্যাশ্রয়ী চিন্তাগুলো তুলে ধরেছেন যা আমরা তার বিভিন্ন সৃস্টি
কর্মে দেখতে পাই।

কে জি মোস্তফার গুণাবলী , বাইরে থেকে সহজে আঁচ করা যায় না; কিন্তু তার ভেতরের আগুন
কাছের মানুষদের উষ্ণতা দিতে থাকে। সে উষ্ণতা সবার জন্য সমান, দেদীপ্যমান, যা আপনার
কবিতাতেও সুন্দরভাবে মুর্ত হয়ে উঠেছে । তিনি বলতেন ‘কবিতা : এক সাহসী উচ্চারণ’
‘কবিতা শুধু ক্ষত মোছায় না, ক্ষতকে নিরাময় করতে সহায়তা করে। শুধু সমবেদনা
জানানো নয়, কবিতা মুক্তির পথও প্রদর্শন করে। সেই মোহমুক্তির পথে ধাবমান
বহু গুণের অধিকারী কবি কে জি মোস্তফার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।

কবিতাটি প্রিয়তে তুলে রাখলাম ।

বেক পেইন এ কাহিল হয়ে পড়ার কারণে নিয়মিত সামুতে বিচরণ করতে পারছিনা ।
মাঝে মধ্যে একটু ভাল ফিল করলে সামুতে এসে প্রিয়জনদের লেখা দেখে যাই ।
আমার জন্য দোয়া করবেন ভাই ।

শুভেচ্ছা রইল

১৬ ই মে, ২০২২ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার অহংকার, অলংকার হয়ে রইলো দারুন ঋদ্ধ মন্তব্য।

কবিকে যেন এক লহমায় চোখের সামনে উপস্থিত করে দিলেন কবির গুন আর ভাবনার উজ্জ্বলালোক সমেত।
সত্যি, কর্মকালীন বাস্তবতায় খুব কাছ থেকে দেখেছি। কবির ভাবনা, কবির অহম, কবির বেদনা।
খুবই স্নেহ করতেন আমায়।
আহা কতবার যে বলেছেন- কবিতাতো খুবই ভাল হচ্ছে। এবার একটা বই করে ফেলো।
আর কবির নিজেই মূখবন্ধ লিখে দেবার প্রতিশ্রুতি।
হায় আর তো পাবোনা। হয়তো বই হবে, মূখবন্ধটা অজানাই রয়ে গেলো!

কত যে আফসোস করেছি কতজনায়- এই জীবিত লিজেন্ডগণের উপর ডকুমেন্টারী করতে।
হা হতোম্মি! এখন প্রস্থানের পর আফসোসে কি লাভ?
এভাবেই আমরা হারিয়ে মূল্য বুঝি!

কবিতাটি প্রিয়তে রেখেছেন জেনে প্রীত ও কৃতজ্ঞ।

আল্লাহর দরবারে আকুল প্রার্থনা, তিনি যেন আপনাকে শেফায়ে কামেলা দান করেন।
এবং সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু দান করেন।

অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় ভাইজান।

১৮| ১৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবি'র প্রতি আন্তরিক শ্রদ্ধা! তাঁর মাগফিরাত কামনা করছি।

গভীর শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে কবিতাটি লিখেছেন, তাই মন ছুঁয়ে গেছে।

জুল ভার্ন এবং ডঃ এম এ আলী এর চমৎকার মন্তব্যদু'টির জন্য তাদেরকে ধন্যবাদ। আলী ভাই এর জন্য আশু আরোগ্যলাভের প্রার্থনা!

চমৎকার কবিতাটিতে দ্বাদশ ভাললাগা। + +

০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র।

কবির সাথে সুদীর্ঘ সময় কাটিয়েছি কর্মক্ষেত্রের কারণেই।
কাছ থেকে দেখেছি, শিখেছি আর উনার ভালবাসা পেয়েছি।
বারবার বলতেন- তোমার বই বের করো। আমি প্রিফেস লিখে দেব!
আফসোস- সেই মূল্যবান মহার্ঘ অর্ঘ আর পাবার সুযোগ নেই।

দ্বাদশ ভাললাগায় কৃতজ্ঞতার বাঁধনে আরো গভীর করে জড়ালেন।
অফুরান শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.