![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের মহাশক্তি অনুভবে বিহব্বল আমি
চেতনার স্ফুরনে আপনা মাঝে আরেক আপনি
এক নবজন্মের অদ্ভুত আনন্দে ভেসেছিলাম
সাত মার্চ । উনিশ\'শ একাত্তর!
জন্ম জন্মান্তরের মুক্তির আহবান
সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ে হৃদয়ে
ঘুমন্ত...
১
নিত্য জল-ছাকনিতে ছাঁক ময়লা
বিবেকের ছাঁকনি জাগাও এ বেলা।
২
তুমিই তোমার ভাল মন্দের দায়ী
হোক দেহ, হোক মন- দায়টা তোমারই।
৩
খাদ্য নির্যাস রক্ত, রক্ত নির্যাস মনি
ছিলে কোথা? ফুলে-ফলে-জলে ভেবেছোনি?
৪
বড় খায় ছোট : প্রাকৃতিক টিকে...
একুশ একটি দিন নয়
একুশ মধ্যরাতের প্রথম প্রহর নয়
একুশ আয়নায় নিজেকে দেখা-
একুশ জীবন যাপনের অংকিত রেখা।
একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন কর-
একুশের স্বকীয়তায়।
একুশ সার্বভৌমত্বের
একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজণীন-
একুশের চেতনায়।
একুশ দূরন্ত কালবোশেখি
তছনছ করে দেয়া...
সেই ফাগুনে তুমি ছিলে, ছিল রং প্রকৃতিতে,
ছিল মনে, উতল হাওয়ায় মন কেমন করা ফাগুন
এসেছে আবার, ঝড়াপাতার মর্মরে আজ
কেবলই একলা প্রকৃতির সাঝে যেন লেগেছে আগুন!
বাউল হৃদয় শূন্যতায় তড়পায়
যোগীনিও...
একটা সময় ভোর হতোনা –তুই না এলে
এখনও নিত্য সূর্য ওঠে সূর্য ডোবে
দিন আসে- দিন যায়
পাই না খুঁজে ভোর !
একটা সময় রাত হতোনা –তুই না এলে
এখন...
কি নরোম সরম আদুল গা তখন
বাতাসে নুয়ে পড়ি, একটু তাপেই মিইয়ে যায় জীবন
তোমরা দেখোনি-তোমাদের পিতা-মহ, প্র-পিতামহের ভালবাসা
আমরাই স্বাক্ষী! কি পরম আদরে রুয়েছিল জমিনে
ঝূরঝুরে মাটিতে নরোম শেকড়ে দাড়াতে পারিনা!
কঞ্চিবাঁশের সাথে বাঁধে...
রিং বেজেই চলছে। দ্রুত এসে ফোনটা ধরলাম। অচেনা নাম্বার । কে বলছেন জানতে চাইব, তার আগেই ওপাশ থেকে বলল- স্যার, আপনি কি অমুক!
জ্বি বলছি।
আপনার জন্য বিজ্ঞান বক্সের একটা...
এই শুনো-না শিশির বিন্দু-দেখবে পাতায় পাতায়?
হুম দেখবো!
দেখাবেতো?
- না তুমিও পালাবে দুষ্টু বালিকা হয়ে!
জল জোৎস্না দেখাবে বলে
জলে ভেজানো অভিসারিকার মতো!
এই শোন-সন্ধ্যা মালতি দেখবে? বর্ণিল সুরভিত?
হুম খুব দেখবো!
দেখাবে?
-না তুমিও...
জলের ধারায় নিমগ্ন চেয়ে থাকি
বয়ে চলা অবিরাম : সময়ের মতো, অস্থির চঞ্চল
প্রজাপতি কিশোরী যেন বেণী দুলিয়ে
ছুটছে মহাকালে অন্তহীন !
জল থেকে জলজ অনু থেকে মহাপ্রাণ
সৃষ্টির আদিমতায়
সময়ের ইউনিকর্ণে সাওয়ারী...
প্রিয়তমা,
তোমার চিঠি পেয়েছি।
নির্বাক স্তব্ধতায় পেরিয়ে গেল আধ বেলা। কি বলব? কিভাবে বলব?
স্বপ্নের ঘোর থেকে হঠাৎ আছড়ে ফেললে বাস্তবতার নিরেট পাষানে। যেখানে আবেগের মূল্য শূন্য!
ভাবনার ঝড়ে উন্মাতাল।
প্রেম আর...
"প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চয়তায় চাই সুষ্ঠূ শিক্ষাব্যবস্থা"। আমাদের সামহোয়ার ইনের এ বছরের প্রতিপাদ্য- সময়ের বাস্তবতাকেই যেন প্রতিফলিত করেছে। শিক্ষা ব্যবস্থার ঢালাও ক্রমাবনতি, মানহীন পাসের হার বৃদ্ধি এবং এই প্রজন্মের ভবিষ্যত নিয়ে...
গণতন্ত্রে হাজারো পরাধীনতার রাহুগ্রাস
ম্লান করে দেয় বিজয়ের স্বাদ!
নিজ ভুমে পরবাসির যাতনায়
স্বাধীন দেশে ভিন্নমত গুম হয়ে গেলে-
চেতনায় নিত্য মুক্তির ডাক।
একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ...
বেদনা
তীব্র বেদনায় অশ্রুহীন কাঁদে যে চোখ -
হাসির আড়ালে দেখেছি তার শ্রাবন বর্ষন
চিতার দহন দাহন সেথা
সৃষ্টি কর্মে আড়াল- সাতকাহন ।
সন্ধান
তুই কি জানিস? তুই কে আমার
খুঁজে...
সুখ
তুমি বয়ে চলো অবিরাম
নদী হয়ে- - -
নায়াগ্রা...
পতনে কত সূখ পায় লোকে।
পতনে কি জ্বালা পতিতই বোঝে
পতিত হতে চায় না কেউ
অথচ পতিত-
আলয়ে; কত সূখ পায় লোকে!!!
দেখেছি কত উচ্ছাস, বিস্ময়,...
ভাবতে ভাবতেই
ভাবনাটা এলো সহসা ।
বলোনা ফাকি দিতে বানিয়ে বলছি সত্যি
একটা সত্য সামনে আনতে চাই-
জানা-অজানা সত্য। অনুভবে যে কত পৌন:পুনিক মাত্রা!
আচ্ছা ধরো তোমায় যদি বলি –
ঈশ্বর তোমার সামনে এল!...
©somewhere in net ltd.