নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

সকল পোস্টঃ

অপার অনুভবে

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮


মৃত্যুকে ছুঁয়ে এলাম
শীতলতা কলজে কাঁপিয়ে দেয়
হিমাংকের নীচের তাপমাত্রাও উষ্ণ মনে হয়
নি:সাঢ় বোধেও সকল অনুভবের এ কেমন অনুভব ।

মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা??

মৃতের তবু কেন সব অনুভুত হয়
সে কোন...

মন্তব্য৫৮ টি রেটিং+১০

চোখের জলে দ্রোহের অনল

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭



ভেবেছি অনেক - নাহ আর নয়।
ভাংচুর তো অনেক হল
এবার হোক মাত্রা বদল
কি হবে বয়ে অসীম বেদনা ভার- চোখের জলে!

শেকল ধোঁয়ার আচ্ছন্নতায় খুলে যায় দৃষ্টি
আটপৌড়ে স্বপ্ন, প্রেম, বেদনা
সুশীলতার...

মন্তব্য৪৪ টি রেটিং+৮

মুক্তো দানা চোখের জলে

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭



যেতে যেতে পথে
জীবনের ঘুর্নিতে টাল মাটাল
তুমি এক দমকা হওয়া
থমকে দিলে অনন্ত পথ চলা!

মুগ্ধতার আবেশ -
আমি পেয়েছি তাহারে পেয়েছি
অভিকর্ষ মহাকর্ষ ভুলে
দুজনার আপন ভুবনে কক্ষপথ যায় বদলে;

ত্বরণ সরণ মাত্রার অংক ভুলে
আবেগের...

মন্তব্য৪০ টি রেটিং+১২

প্রথম ভাঙনের শব্দে

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০


এক তৃষ্ণার্ত হৃদয়
জনম জনমের মরুতৃষা বুকে
আছড়ে পড়ে মহাকালে ঘাটে ঘাটান্তরে
চাতক মাথা নোয়ায়- তৃষ্ণা ভুলে!

শ্রাবন আসে
স্বপ্ন আসে, অনন্ত উচ্ছাসে বর্ণিল
জীবন গাঁথে জীবনের স্বপ্ন-নতুন পৃথিবীর
সময়ের আগে পিছে টানা-পোড়েন
দূরত্বের কাঁচ...

মন্তব্য৭৩ টি রেটিং+১৬

আলোর প্রত্যাশাই অকৃত্রিম : সতেরীয় শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা :)

হ্যাপি নিউ ইয়ার ২০১৭

স্বপ্নের কথা লিখতে গিয়ে থমকে যাই
স্বপ্নরাও নিয়ন্ত্রিত অলখে
স্বপ্ন দেখার স্বাধীনতা কোথায় হারাল
স্বপ্নেরও অগোচর বাস্তবতায় থমকে রই।

আশংকারা স্বপ্নের স্থানে, স্বপ্নরা গুম
ঘরে বাহিরে ভাবনায় বলায়--
জলপাই...

মন্তব্য৪২ টি রেটিং+৪

তোমার জায়নামাজে আমার প্রভুর স্মরণ

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ভোরের নীলাভায় স্বপ্নের রং
সৃষ্টির কথকতায় ভাবনায় উদাস মন
ক্ষণে ক্ষণে রূপ বদলে মুগ্ধতায়
তোমার চোখে দেখেছি আমি অবাক সূর্যোদয়।

সে জনমেরই ভোরে
বাসন্তি ইতিকথা
আমি ভোর -তুমি ভোরের হাওয়া
অনুভবে উন্মাতাল হারিয়ে যাওয়া!

বুনো উন্মাদনায় মাতাল
মুগ্ধ...

মন্তব্য৬৪ টি রেটিং+৯

মুক্তির পথ আর কতদূর????

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

অঙ্গ বঙ্গ মগধের পথ বেয়ে
বিম্বিসারের আর অজাত শত্রুর আলোয় আলোকিত
নন্দের দিকে চেয়ে ভীত নজরে আলেকজান্ডার ফিরে যায়
অশোকে হাত ধরে মৌর্যের শৌর্য ছড়ায় ভুবন জুড়ে।

প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্কের সোনালী আলো
হারিয়ে...

মন্তব্য৫২ টি রেটিং+১৩

প্রামানিক দা\'- শুভ জন্মদিনের শুভেচ্ছা :)

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯


এক নামে চিনি সবে
ছড়াকার প্রামানিক
শহীদুল ইসলাম ভাই
তার এটা সামু নিক।

চুপচাপ লিখে যান
কত শত ছড়া
নাই কোন ভাব তার
হাম বড়া; ধামা ধরা!

আজ দেখি নিরবে
চলে যায় এই দিন
আজ আমাদেরই
প্রামানিক দার...

মন্তব্য৫৬ টি রেটিং+৮

ক্ষমা করো হে তোহাইত!

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

আভূমি সাষ্টাঙ্গে সিজদাবনত, তুমি
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের ব্যার্থতা
মানবতার নামে প্রহসন,
শান্তি আর গণতন্ত্রের নামে কপটতা, দু\'পায়ে দলে
কি পরম আবেগে ছুঁয়ে মাটির বিছানা
আক্ষেপহীন! ভয়হীন!! শংকাহীন!!!



আর কোন...

মন্তব্য৩১ টি রেটিং+৭

তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছৌঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি- তোমার দীর্ঘশ্বাসই?

একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
জোনাক জ্বলা রাতে বিরহী প্রিয়ার কষ্ট
ঝা...

মন্তব্য৬২ টি রেটিং+১৬

গৌতমীয় শুন্যালিঙ্গন

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

সখি, মনে পড়ে সেই পূর্ণিমা?
রাজকুমার সিদ্ধার্থ ব্যাকুল হল অদৃশ্য টানে
স্বপ্নপুরি ছেড়ে বোধী বৃক্ষে পূর্ণতা
যশোধা\'র দৃষ্টিতে দেখেছে কি কেউ?

আজ হোক তবে জোৎস্না কথন
অনুভবে কত সহস্র রজনি পেরুনো উপাখ্যান
কত রাজ রাজন্য, কত...

মন্তব্য৪৮ টি রেটিং+১১

চক্রবূহ্যের নিয়ত পরিক্রমা

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সেই গ্রীক উপাখ্যান থেকে বাংলার পল্লীর সাঁঝে
ইতিহাসের গলি ঘুপচি
হৃদয়ের অলিন্দে স্মৃতির ফিনিক্স ডানা ঝাপটায়
কখনো মিলন কখনো বিরহ
কখনো ক্রুশিফাইড কখনো বনবাস
কখনো আর জনমের পথ চেয়ে মনভোলানো
সখা-সখির এইতো ইতিহাস :)

এতো চিরন্তন...

মন্তব্য৬৬ টি রেটিং+১৪

সত্যাগ্রহে নিমন্ত্রন

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭


আমি আমার আমিকে দেখেছি তোমার চোখে
সবার চোখের চেয়ে ভিন্ন,
কত বহুমাত্রিকতায়
জীবনের স্বপ্নের টানাপোড়েনে
ভোগ-ত্যাগ, বিলাস-দারিদ্র, উল্লাস-বিষাদ
আবেগের শেষ পরতে এসে থির!

লেখক, কবি, শিল্পি, আঁকিয়ে
নায়ক, গায়ক, শিল্পের পতি হয়ে
জীবনের শেষ -
একাকার সেই...

মন্তব্য২২ টি রেটিং+৭

পাঞ্জাতন প্রেম

১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫



অনুতে পরমাণুতে লুকানো রাসূল
কোরআনেতে কয়
খোঁজনি কখনো আপনার পানে
তাইতো অধরা রয়!

ল্বাকাদ জা আকুম রাসুলুম
মিন আনফুসিকুম-
অর্থ বোধে আসলে পড়ে
মুর্শিদ চরণে দাওগে চুম।

প্রেম হেথা শুধু আত্মার প্রেম
আশিক মাশুক জনের
অপ্রেমিকেরা দোষ খুঁজে মরে
এ...

মন্তব্য৫২ টি রেটিং+৯

এবার ক্ষান্ত দাও প্রভু- মহাত্মন!

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

প্রতিদিনের উদয়াস্তে এগিয়ে যাই
অনিশ্চিত নিশ্চিত গন্তব্যে
বেখেয়াল-
ভোগ আর মোহের পর্দা ভুলিয়ে দেয়!
জন্মের আজানের নামাজের সময়ের
ঘনিয়েছে কাল -

এক আজানে এক নামাজ মানব জন্ম
জন্মে আজান মরণে জানাযার নামাজ!

কত ক্ষুদ্র মধ্যবর্তী সময়...

মন্তব্য৯২ টি রেটিং+১৫

১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০>> ›

full version

©somewhere in net ltd.