নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাহারা সময়ের সেরা সন্তান

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

বিজ্ঞ পোকা

প্রয়োজন মানুষকে গিলিয়া খাইবার পূর্বে, মানুষ প্রয়োজন বুঝিতে পারেনা। যাহারা পারে তাহারা সময়ের সেরা সন্তান।

বিজ্ঞ পোকা › বিস্তারিত পোস্টঃ

যখন কেউ কোন নির্লজ্জ কুমন্ত্রনায় (সকল প্রকার জ্বিনায়) পতিত হয় সে যেন আল্লহর মহিমার কথা স্মরণ করে আর তা হতে বিরত থাকে।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:১৭

রমাদান মানে শধু সকাল-সন্ধ্যা অন্ন পরিহার নয়। রমযান হচ্ছে সব হারাম ও মন্দ কাজ বর্জন করা।

"যে ব্যাক্তি চোখের জ্বিনা করল, তার চোখের রোজা বিনষ্ট হলো, যে মিথ্যা বল্ল তার জ্বিহবার রোজা নষ্ট হলো, যে হাত দিয়ে মন্দ কাজ করলো, তার হাতের রোজা বিনষ্ট হলো।" - আল হাদীস।



নিশ্চয়ই শয়তান মানুষের মনে কুমন্ত্রনা দেয়, সে তোমাদের প্রকাশ্য শত্রু। - আল কুরআন।



ইউসূফ (আ:) কে যখন ছলনাময়ী নারী নিরলজ্জ বিষয়ে আহ্বান করেছিলো, তিনি রক্ষা পেয়েছিলেন কারন তিনি ঐ মূহুর্তে আল্লহর মহিমা অবোলোকন করতে সক্ষম হয়েছিলেন। "নিশ্চয় মহিলা তার (ইউসূফের) বিষয়ে চিন্তা করেছিলো এবং সেও (ইউসূফ) মহিলার বিষয়ে চিন্তা করত। (প্রায় করে ফেলেছিলেন।) যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন না করত। এমনিভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিরলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন।" - (আল কুরআন, সূরা ইউসূফ, আয়াত: ২৪)



"অনেক নিদর্শন (মহিমা) রয়েছে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।" (যদি কর‌ত, তাহলে আল্লহই তাদেরকে পাপ হতে রক্ষা করতেন) (আল কুরআন, সূরা ইউসূফ, আয়াত: ১০৫)



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৫

প্র।ইভেট বলেছেন: "অনেক নিদর্শন (মহিমা) রয়েছে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।" (যদি কর‌ত, তাহলে আল্লহই তাদেরকে পাপ হতে রক্ষা করতেন) (আল কুরআন, সূরা ইউসূফ, আয়াত: ১০৫)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.