নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

মোঃ শেখ সাদী

হে মানব জাতি। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে. যখন পিতা পু্ত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ্‌ সম্পকে প্পতারক শয়তানও যেন তোমাদেরকে প্পতারিত না করে । আল-কুআন

মোঃ শেখ সাদী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ রাব্বুল আলামীন

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

তিনি সবকিছুর প্রতিপালক ও ইবাদতের মালিক। তিনি চিরস্থায়ী, তাঁহার গুনাবলীও চিরস্থায়ী, অনন্তকালব্যাপী আছেন ও থাকিবেন। তাঁহার কোন শরীক নাই, তিনি অদ্বিতীয়। তিনি নিরাকার ও নিরাহার, তিনি কাহারো মুখাপেক্ষী নহেন, বরং জগতবাসী তাঁহার মুখাপেক্ষী।

তিনি দাতা, দয়ালু, ধৈর্য্যশীল ও ক্ষমাশালী। আল্লাহর কোন বান্দা অন্যায় করিলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না বরং বান্দা ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাহাকে ক্ষমা করিয়া দেন। অতএব, এই মহান আল্লাহর প্রতি ঈমান স্থাপন করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য এই যে, আল্লাহ তায়ালার জাত-সত্বা ও তাঁহার সমস্ত ছেফাতী নাম সমূহে এবং গুনাবলীর প্রতি জবানের স্বীকৃতিসহ অন্তরের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহ তায়ালাই একমাত্র উপাস্য অর্থাৎ ইবাদতের যোগ্য। অতঃপর তাঁহার বিধানমত আমল করা হলো মুসলমানের কাজ।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

আহলান বলেছেন: subhanallah!

২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

মরণের আগে বলেছেন: এ ব্যপারে কোন সন্দেহ নাই ।

পোস্ট এ ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.