নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় দত্ত

বিজয় দত্ত

খুবই বাস্তববাদী। মাঝে মাঝে ভেবে অবাক হই-জীবন টা এত সুন্দর কেন !!!

বিজয় দত্ত › বিস্তারিত পোস্টঃ

এর কি কোন সমাধান আছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

বিরোধীদলের লোকেদের যদি বলি,' আপনারা পেট্রোল বোমা মেরে মানুষ মারেন কেন? গাড়ি-ঘোড়া ভাংচুর করেন কেন???
তারা বলে সরকারি দল আমাদের মিছিল মিটিং করতে দেয়না কেন? আমাদের মিছিলে গুলি করে মানুষ মারে কেন?? গুম করে কেন???
সরকারি দলকে যদি বলি, ভাই আপনারা বিরোধীদলকে মিছিল-মিটিং করতে দেন না কেন?? তাদের মিছিলে গুলি করেন কেন?? তাদের গুম করেন কেন??
তারা বলে বিরোধীদল পেট্রোল বোমা আর ককটেল মারে কেন???গাড়ি- ঘোড়া ভাংচুর করে কেন???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

খেলাঘর বলেছেন:

আপনি কাউকে কিছু বলেননি, এগুলো আপনার ভাবনা; তবে ভুলও ভাবছেন: বিএনপি-জামাত-শিবির বিরোধীদল নয়।

সরকারকে বুঝতে হবে, এটা তালেবানী সিভিল-ওয়ার, দেশ রক্ষার দায়িত্ব তাদের; সরকার বেকুবী করছে, তালেবানরা শক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

মিতক্ষরা বলেছেন: দুই দলই কম বেশী দায়ী। তবে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার দায়িত্ব সরকারের। দরকার মনে করলে জরুরী অবস্থা ঘোষনা করুক।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

নিলু বলেছেন: বিরোধ থেকে দাংগা , আর দাংগা থেকে হানাহানি যে , তাই -- । লিখে যান

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১০

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: দুই দল একসাথে বসে একটা মতৈক্য তে না পৌছা পর্যন্ত সমাধান সম্ভব নয়। দুই দলের একে অন্যের প্রতি দোষারোপ বাদ দিয়ে দেশের প্রতি মমত্ববোধ যদি সামান্য থাকে , তবে সমাধান সম্ভব। যদিও তা অসম্ভব ই মনে হয় !!! |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.