নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র বিকাশ

আমি অত্যন্ত নির্বোধ টাইপের ছেলে। আমার ব্যক্তিত্ব শূন্যের কোঠায় । আমি সহজে রাগতে পারি না । তবে উল্টাপাল্টা কাজ করে সহজেই অন্যকে রাগিয়ে দিতে পারি ।

রৌদ্র বিকাশ › বিস্তারিত পোস্টঃ

পোলাতো নয় যেন আগুনেরই গোলা

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

গতকাল সায়েন্স ল্যাব থেকে ফাল্গুনে উঠলাম। সৌভাগ্যক্রমে সামনের দিকেই একটা সিট পেয়ে গেলাম। বাস কাটাবন আসতেই দেখলাম দুইটা পিচ্চি তাদের মায়ের সাথে বাসে উঠল। পিচ্চি দুইটা বড়জোর ক্লাস ওয়ান টু তে পড়ে। মেয়েটাকে মা কোলে নিয়ে বসল, আর ছেলেটাকে পাশে বসাল। শাহবাগ যেতেই আরেক মহিলা যাত্রী উঠল। অন্য কোথাও সিট না পেয়ে পিচ্চি ছেলেটাকে বলল, "বাবু তুমি আমার কোলে বস।" পিচ্চি প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে বলে, "না না কোলে বসব না।" পিচ্চির মা বলল, "ওমা, কেন? আন্টি তো। কোলে বস।" পিচ্চি জানালার দিকে তাকিয়ে বলল, " না বসব না। আই হেট গার্লস!"



মহিলাটি থতমত খেয়ে একস্টেপ পেছনে সরে গেলেন। হয়তো মনে মনে ভাবলেন- পোলাতো নয় যেন আগুনেরই গোলা। :):):):):D:D:D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.