নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র বিকাশ

আমি অত্যন্ত নির্বোধ টাইপের ছেলে। আমার ব্যক্তিত্ব শূন্যের কোঠায় । আমি সহজে রাগতে পারি না । তবে উল্টাপাল্টা কাজ করে সহজেই অন্যকে রাগিয়ে দিতে পারি ।

রৌদ্র বিকাশ › বিস্তারিত পোস্টঃ

হাওয়া খাওয়া পার্টি

২২ শে জুন, ২০১৩ সকাল ৮:২৯

ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমাদের ৮-৯ জনের একটা গ্রুপ ছিল । এই গ্রুপের আন্ডারে বেশ কয়েকটি প্রজেক্ট ছিল । একটি প্রজেক্টের নাম ছিল 'হাওয়া খাওয়া পার্টি' । প্রতি শুক্রবার দুপুরে ঈশ্বরদীর সবচেয়ে অভিজাত হোটেলগুলোতে আমরা খেতে যেতাম । সবচেয়ে বেশি যেতাম 'প্রগতি রেস্তোরায়' । রেস্তোরাটি নতুন ছিল আর আকর্ষনীয় ব্যপার ছিল শার্ট প্যান্ট ইন করা বেয়ারা ভদ্রলোকগুলোর আমাদেরকে স্যার বলে সম্বোধন করাটা।:-P



একবার টিউশনির বেতন পেয়ে কাছের দুই বন্ধুকে ইনভাইট করলাম প্রগতিতে । সন্ধায় গেলাম । খুব ফুরফুরে মেজাজ । তিনটা ফালুদা অর্ডার করলাম । তিনবন্ধুর মধ্যে একবন্ধুর মাল্টিমিডিয়া মোবাইল ছিল। আশেপাশের টেবিলে বেশ কিছু মেয়ে দেখে ওর মোবাইলে অটো রিং বেজে উঠছিল 2 মিনিট পরপর।



20 মিনিট হয়ে গেছে । ফালুদার খবর নাই। অপর বন্ধুটি এক বেয়ারাকে ডাকতেই বলল "স্যার আর 5 মিনিট প্লিজ''।



হঠাত্‍ খেয়াল করলাম আমার পকেটে কোন টাকা নেই । এ পকেট ও পকেট সবগুলো পকেটেই মরুভূমির শূন্যতা । দুপুরে প্যান্ট চেন্জ করেছিলাম একদম মনে ছিলনা।।;-(



ভয়ে ভয়ে ওদেরকে জানালাম। তিনজন তিনজনের দিকে নির্বাক তাকিয়ে আছি। হঠাত্‍ সাইয়া সাইয়া করে মোবাইলের অটো রিং বেজে উঠল।



"হ্যালো......... , কোথায় ? হাসপাতাল গেটে ? খুব ইমার্জেন্সি দরকার ? আমি এখনি আসছি ।" হনহন করে বেরিয়ে গেল মাল্টিমিডিয়া বন্ধূটি।



দূর থেকে দেখতে পাচ্ছি 3 বাটি ফালুদা আমাদের দিকে আসছে । হঠাত্‍ ঐ বন্ধুটিও ফোন কানে নিয়ে চিত্‍কার করে বলল "হ্যালো ....... কি ! ! এক্সিডেন্ট? মোটরসাইকেলে? এক্ষুনি আসছি। " কোনদিকে না তাকিয়ে আমিও ঐ বন্ধুর পেছনে পেছন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলাম।



পেছন থেকে কেউ একজন বলে উঠল "এক্সকিউজ মি...... স্যার....... ফালুদা ......স্যার...."

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.