![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
জিদ,খেদ সবারই থাকে। কারো অতি মাত্রায় যা
কখনোই সমীচীন নয়। কারো বা নিয়ন্ত্রণে।
শিশুদেরও কিন্তু রাগ হয়। অনেকাংশেই না বুঝে রাগ
করে। নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে বড়
ভাই, বাবা, মা এক কথায় অভিভাবকগণ যখন শাসন করেন
তখন অনেক সময় ভুল বুঝে। ধরে নেয় এটা
তাদের জন্যে বাড়াবাড়ি। অথচ তাদেরই কল্যানের
কথা ভেবে যত্তসব। এই দেখুন না, আমার
আদুরে ছোট্ট বোনটি মুখ ভার করে বসে
আছে। কারো কথা শুনবে না। বাড়ি ছেড়ে চলে
যাবে। সে কি অভিমান!!
আজ সন্ধ্যেয় পড়তে বসার কথা বলার পড়েও
গড়িমসি করল। অল্পাংশ পড়ে রেখে দিল বই। এটা-
সেটা করতে করতে দুষ্টুমির মাত্রা ছাড়িয়ে
গেল। মায়ের কথার উপর কথা, মারলে পাল্টাঘাত!
বাপরে......।
দেখে আমার খুব রাগ হলো। কিছু উত্তম-মাধ্যম
দিতেই কান্না জুড়ে দিল। সে কী কান্না!
অনেক্ষণ বাদে দরজা খুলে চলে যাওয়ার মনস্থ
করলো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। যে নাকি
মাকে ছাড়া বাইরে ইস্তেঞ্জা করতে পর্যন্ত
বেরোয় না সে আজ ঘরে থাকবেই না। খুব
কষ্টে তাকে রাখা গেল। এখন অনেকটাই শান্ত।
আমি ভেবে অবাক যে, এতটুকুন মেয়ের এত্ত
রাগ! আমার ধারণার অতীত ছিল। আল্লাহ ওকে সঠিক
বোঝ দান করুন। ক্রোধ দমনের তওফীক দান
করুন আমীন। ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম।
©somewhere in net ltd.