নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যপ্রেমী, কবিতানুরাগী নিজেকে ভাববার প্রয়াস পাই। facebook.com/bikrampori

আবদুল হান্নান বিক্রমপুরী

করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা

আবদুল হান্নান বিক্রমপুরী › বিস্তারিত পোস্টঃ

ভুলতে নারি তারে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

আকাশ ভরা তারার মেলা
চাঁদের জোছনা আলো,
ঘনিয়ে আসা সন্ধ্যা কালে
দূর করে সব কালো।
গগণ পারে হেরি এ কি
প্রদীপ জ্বলে-নেভে,
কোন্ সে মালিক জ্বেলে দিলেন
এমন প্রদীপ নভে।
রোজ প্রভাতে সূর্য হাসে
জগৎ পানে চেয়ে,
বিশ্ববাসী বড্ড খুশি
কিরণমালা পেয়ে।
ভর-দুপুরে বটের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
ওই দেখা যায় লাঙল কাঁধে
যাচ্ছে হেঁটে চাষি।
ভরাট নদীর বুকের ‘পরে
নৌকো ভেসে চলে,
গভীর জলের মাছ ধরিছে
দক্ষ হাতে জেলে।
দিনের শেষে রঙ ছড়িয়ে
‘বেলা’ যায় যে ডুবে,
কাল প্রভাতে ফের হাসিবে
সূর্যিমামা পূবে।
ঘোর প্রদোষে কার সকাশে
পাখির কলরব,
কার তরে গো ডাকছে পাখি
সঁপে দিয়ে সব।
কোন্ সে অসীম শক্তি বলে
পাল তুলে নাও ছুটে,
কাঁটায় ঘেরা কাণ্ড ফুঁড়ে
গোলাপ কেমনে ফুটে?
এসব কিছু কীসের নিশান
কাহার কথা বলে,
বিশ্ব-নিখিল কোন্ মহানের
হুকুম মেনে চলে?
আর কেহ নয় সেই তো মোদের
বিশ্ব মালিক প্রভু,
খানিক্ষণের লাগিও যারে
ভুলতে নারি কভু।
০৪-০২-১৬ ইংরেজী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন , ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবদুল হান্নান বিক্রমপুরী বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

প্রতিবাদী অবলা বলেছেন: সুন্দর ছন্দ

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো হয়েছে ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.