![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করি আঁধারের সাথে খুনসুটি/ থাকি অভাজন নীরব শমিত/ ডাকি অদৃশ্য নিরাকার সত্বা
টিপটিপ বৃষ্টি পড়ে
আমার টিনের চালেরে
গুমগুম বজ্র ডাকে
ওই আকাশের কোলেরে
ঝনঝন নূপুর বাজে
খুব কিশোরীর পায়েতে
'পাকপাক' গান গাহিয়া
হাঁস নেমে যায় জলেতে
শোঁশোঁ করি বাতাস হাঁকে
আমার গাঁয়ের মাঠেতে
কলসি কাঁখে যাচ্ছে বধূ
নদীর খেয়া ঘাটেতে
গাছগাছালি জবুথবু
তুমুলবৃষ্টির স্নানেতে
উদ্ভিদ সকল খুঁজে পেল
সজীবতা প্রাণেতে।
না না মিথ্যে নয়গো
দেখছি আমি স্বচক্ষেতে
গাঁও-গেরামে পলি মাটি
মাখছি এই বক্ষেতে।
#মাত্রাবৃত্ত
সময়ঃ বৃষ্টিস্নাত মধ্যাহ্ন
তারিখঃ ২৯ রমজান
স্থানঃ কার্তিকপুর, দোহার, ঢাকা
২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৫
অরুনি মায়া অনু বলেছেন: বর্ষা ঋতু আপনাকে ঘিরে ধরেছে
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মাত্রাবৃত্তে রুদ্ধলন দুই মাত্রা অথচ আপনি গণনা করেছেন এক মাত্রা ধরে। ফলে নয় মাত্রার বিন্যাস ব্যাহত হয়েছে কিছু পঙক্তিতে,
যেমন-
কলসি কাঁখে যাচ্ছে বধূ (১০)
উদ্ভিদ সকল খুঁজে পেল (১১)
দেখছি আমি স্বচক্ষেতে (১০)
এছাড়াও মাত্রার সমতা ব্যাহত হয়েছে-
নদীর খেয়া ঘাটেতে (৮)
সজীবতা প্রাণেতে (৭)
না না মিথ্যে নয়গো (৮)
ধন্যবাদ।