নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল : [email protected]

বিপ্লব০০৭

...

বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

সাইকাডেলিক

১০ ই জুন, ২০২০ রাত ১১:২২



মনে আছে...? সে অনেক কাল আগের কথা...

Beyond the horizon of the place we lived when we were young
In a world of magnets and miracles

সেই সময় আমরা ঘুরে বেড়াতাম স্বর্গের সাজানো বাগানে,

Our thoughts strayed constantly and without boundary

আর এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা,
কি হল? কিছু করার ছিলো না। নিয়তির অমোঘ টানেই একদিন-
The ringing of the division bell had begun


তারপর পথ বলে যা চিনেছিলাম তাকে নতুন করে চেনা

সমস্ত কিছুর নতুন সংজ্ঞা নির্মাণ, নতুন পথ তৈরি করে এগিয়ে যাওয়া।
Along the Long Road and on down the Causeway

এখনো আমরা জানি না যে,
Do they still meet there by the Cut?

ঘটনা বুঝে উঠলাম ধীরে ধীরে।

There was a ragged band that followed in our footsteps
Running before times took our dreams away

আর ক্ষুদে 'লিলিপুট'-রা চেয়েছিলো 'গালিভার'-কে
মাটির পৃথিবীতে নামিয়ে এনে
একটু একটু করে নিঃশেষিত করতে

Leaving the myriad small creatures trying to tie us to the ground
To a life consumed by slow decay

আমাদের ধূসর চোখে এখন শুধুই অতীতের স্বান্ত্বনা-
শুধুই মনে পড়ে যায় একসময়....

The grass was greener,
The light was brighter,
With friends surrounded,
The nights of wonder.

----
১০/০৬/২০২০

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: দিনগুলি মোর সোনার খাঁচায় রইলোনা
সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি .......

ভাইয়ামনি কেমন আছো??? আর গান গাওনি??

আমি আজকাল সারাদিন গান গা. রেকর্ডও করি কিন্তু কোথাও পাবলিশ করি না।

১০ ই জুন, ২০২০ রাত ১১:৩৭

বিপ্লব০০৭ বলেছেন: এই যে তোমরা আছো, ভালো না থেকে কি পারা যায় বল!! ?

গান গাওয়ার জন্য যেসকল ইনস্ট্রুমেন্ট (এট লিস্ট একটা গিটার) দরকার তা নেই।

পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাকে 'হোটেল ক্যালিফোর্নিয়া' গেয়ে শোনাবো।

২| ১০ ই জুন, ২০২০ রাত ১১:৪০

শায়মা বলেছেন: তুমি গিটার কিনে ফেলো।

এখন তো অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবে।


তাড়াতাড়ি কিনে ফেলো .....

তাড়াতাড়ি গান গাও..... :)

১০ ই জুন, ২০২০ রাত ১১:৫২

বিপ্লব০০৭ বলেছেন: না না...আর যাই হোক, অনলাইন থেকে গিটার কিনবো না। ওইটা দোকানে গিয়েই হাতে নিয়ে বুঝতে হবে কোনটা নিতে হবে।

তুমি যখন বলছো দেখি কি করা যায়... B:-/

৩| ১০ ই জুন, ২০২০ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই জুন, ২০২০ রাত ১১:৫৪

বিপ্লব০০৭ বলেছেন: দায়সারা হলেও একটি কমেন্ট করে যাবেন।

৪| ১১ ই জুন, ২০২০ রাত ১২:১৩

মা.হাসান বলেছেন: আহা , কি দিন ছিলো।
২০০৫ সালে সত্যিই আশায় বুক বেঁধে ছিলাম, রিইউনিয়ন দেখে ভেবেছিলাম জোড়া লাগবে, কিন্তু সেই দিন আর আসলো না।

সুখবর হলো রজার ওয়াটার্স ওনার ইউটিউব চ্যানেলে নতুন করে গান আপলোড করা শুরু করেছেন। গতকাল মাদার শুনলাম। বার বার করে। এখনো আমেজ রয়ে গেছে।

প্রতিধ্বনি গাওয়ার অনুরোধ করে গেলাম।

১১ ই জুন, ২০২০ রাত ১২:২৫

বিপ্লব০০৭ বলেছেন: মাদার! ডু ইউ থিঙ্ক দে উইল ড্রপ দা বম্ব? গানটা ইউটিউবে শুনছিলাম ভিডিও সহ। মনে গেঁথে আছে তখন থেকে।

তখন একটা সময়ই ছিলো...আরো পরে ভাবতাম, এই যে গানের এইসব লিরিক- এগুলো আসে কোথা থেকে?

কিংবা শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ডের কম্পজিশন সম্পর্কে যেমনটা বলা হয়-- এই গানটার স্রেফ কোন একটা ড্রামের বিট, বা গিটারের টোন-সেমিটোন বা পিয়ানোর নোটও যদি ওমিট করা হয় তাহলে গানটা আর আগের গান থাকবে না, এমনই এক কম্পজিশন এই গানের। প্রতিটা বিট, প্রতিটা নোট, প্রতিটা টোন একটা আরেকটার সাথে লিঙ্কড হয়ে একটা কন্টিনিউয়াস ফ্লো দিয়ে শুরু থেকে এন্ড পর্যন্ত এগিয়ে গিয়েছে।

৫| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১১ ই জুন, ২০২০ সকাল ১১:৫৪

বিপ্লব০০৭ বলেছেন: আপ্নে উল্টা-পাল্টা আচরণ করছেন কেন?

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: মানুষ কেনই বা আসে আর কেনই বা চলে যায়!

১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:১৩

বিপ্লব০০৭ বলেছেন: এ কথাটিই-তো লানা ডেল রে আমাদের গানে গানে জিজ্ঞেস করেছেন,

What about all these children and all their children's children?
And why am I even wondering that today?
Maybe my contribution could be as small as hoping
That words could turn to birds and birds would send my thoughts your way...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.