নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

এন ইডিয়ট ইন ম্যারিজ!!! (শূন্য)

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩৮

(ডিচক্লেইমারঃ এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! জিন্দা কিম্বা মুর্দা কারুর সাথে কাহিনী মিল্লা গেলে কেউ দায়ী নহে!!!



বিয়া নাকি একটা মিস্টিরিয়াস ব্যাপার। এইটা নিয়া একেকজনের মাথায় একেকরকম চিন্তাভাবনা কাজ করে। গত চার-পাঁচ বছর থেইকা আশেপাশের মুরুব্বির দল চান্স পাইলেই খালি বিয়ার কথা তুইলা আমার লাইফটারে ত্যানা ত্যানা কইরা দিছিল। আমিও মুচকি হাসি দিয়া কোন রকম কমিটমেন্ট ছাড়াই সুন্দর কইরা ব্যাপারটারে এভইড কইরা যাইতাম। অনেকে ক্লু খুঁজত যে আমি অলরেডি কাউরে আংটি পড়াইয়া রাকছিলাম নাকি। অনেকরে কইতাম, পুলার জমদিনে দাওয়াত দিমুনে। রেডি থাইকেন। যাইহোক কেউ কোন সুবিধা করতে পারে নাই। আর ভার্সিটি শেষ করা পোলাপাইনেরে বিপদে ফালাইতে চাইলে তার বিয়ার ব্যাপারটা তুললেই হইল। সেই বান্দা জাগার উপ্রেই কুপোকাত হইয়া যাবে।

কিন্তু সবার জন্য ব্যাপারটা সেইম না। অনেকের জন্য ব্যাপারটা আলাদা। অনেকে পিরিত কইরা আগে থেকেই বিয়া করার জন্য এডভান্স বুকিং দিয়া রাখে। বাংলাদেশে থাকতেও দেখতাম যে অনেকেই সেইম কাম করত। আবার এদের মধ্যে অনেকেই আবার ম্যালাগুলা বুকিং দিয়া শেষ পর্যন্ত কনফিউজড হইয়া সব বুকিং ক্যান্সেল কইরা এরেঞ্জড ম্যারিজের দিকেই দৌড়ায়।

এরেঞ্জড ম্যারিজের ব্যাপারটা নাকি একটা বিশাল পেইনফুল ব্যাপার। আশেপাশের অনেকরে দেখছি বিয়া করার বহুত চেষ্টা করতে বাট বিয়া করার মত সুন্দরি নাকি পাওয়া যায় না। এক পরিচিত ভাইরে চিনি, উনি গত পাঁচ বছর থেইকা বিয়া করার চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত ২০১৯ এ কামটা করতে পারছে। এমনে নাকি বহুত সুন্দরি মাগার বিয়া করার সময় নাকি লাইট দিয়া খুঁজলেও পাওয়া যায় না।

আমি সবসময়ই সুন্দরিদেরকে ডিস্ট্রাক্টিং একটা ইলিমেন্ট মনে করতাম। মনে করতাম এগোরে মাথায় ঢুকতে দিলেই সব গুবলেট হইয়া যাবে। ধারনাটা যে একেবারে অমূলক ছিল তা কিন্তু না। আমি আমার আশেপাশের অনেকরে অনেকরকম আজগুবি কাম করতে দেখছি মাইয়াপাইনের পাল্লায় পইড়া। অনেক পোলাপাইনের প্রমিসিং লাইফ চোখের সামনে নষ্ট হইয়া যাইতে দেকছি। আমার লাইফ নষ্ট করতে চাইলে আমি নিজে করমু, কারোরে আমার লায়ফ নষ্ট করতে দিতাম নাহ। তাছাড়া পিরিতের ব্যাপারে অনেক পেসিমিস্টিক ছিলাম। স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে আমার আশেপাশের পিরিতগুলার সাকসেস রেইট(বিয়া পর্যন্ত) অনেক ডিস্কারেজিং ছিল। যদিও ইদানীং রেইটটা মনে হয় ইম্প্রুভ হইতেছে। তার মানে এই না যে কোন সুন্দরির সাথে রিলেশনের পসিবিলিটিটাও তৈরি হয় নাই এমন টা না, আল্টিমেট ব্যাপারটা হইল শেষ পর্যন্ত আগানো হয় নাই এইটা।

যাইহোক এইবার আসল কথায় আসি। এই মিস্টিরিয়াস এরেঞ্জড ম্যারিজ ব্যাপারটারে ডি-মিস্টিফাই করার চেষ্টা করবো এই সিরিজ দিয়া। আমার অভিজ্ঞতা আর পারসেপশন নিয়া কথা হবে এইখানে।

ফুটনোটঃ সুন্দরি শব্দটা “প্রাপ্তবয়স্ক মেয়ে”র সাবস্টিটিউট। কারো একচুয়াল সৌন্দর্য এর সাথে সুন্দরি শব্দটার কোন সম্পর্ক নাই। কেউ অফেন্ডেড হইলে দুরে যাইয়া মুড়ি খান।

(চলতে থাকপে...।)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: বিয়ে না করাই উচিত।
কোনো ছেলের বিয়ে করা উচিত না।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০০

বিপ্লব06 বলেছেন: কেন? বিয়ে করা মানা কেন?

২| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১০

নেওয়াজ আলি বলেছেন: Ok

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:৩৬

বিপ্লব06 বলেছেন: Thank You!

৩| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: পইড়া খুবই আনন্দ পাইলাম। চলতে থাকুক.....থাইমেন না কইলাম!

এরেন্জড ম্যারেজ আসলেই একটা পেইনফুল বিষয়। আমি এইডারে এক চোক্ষেও দ্যাকতে পারি না। বাকী কথা পরে হপে.....বাকী লেখাগুলি পইড়া লই আগে!! ;)

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:৩৮

বিপ্লব06 বলেছেন: আস্তে আস্তে চলবে।আপনার অভিজ্ঞতার কথা শুনতে মঞ্চায়!
ধন্যবাদ!

৪| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: চলছে চলুক - বিয়া বলে কথা . ।করলেও সমস্যা না করলেও সমস্যা ।

দেহিনা কোন দল জয়ী হয়।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১:৪১

বিপ্লব06 বলেছেন: হা হা...।
ধন্যবাদ! ভালো থাকবেন!

৫| ১৬ ই মার্চ, ২০২০ রাত ৩:৪০

সোহানী বলেছেন: চলূক.........

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৭:৩৮

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ!

৬| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আস্তে আস্তে চলবে।আপনার অভিজ্ঞতার কথা শুনতে মঞ্চায়! ধন্যবাদ! এমন কিছু তো লেহি নাই, আপনের রিকোয়েস আগে পাইলে লেইখা ফালাইতাম। তয় প্রেম করার একডা নমুনা লিঙ্ক দিলাম, দ্যাহেন চলে নিআমার হলবেলা

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৭:৩৮

বিপ্লব06 বলেছেন: পড়তে যাইতেছি!

৭| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিয়ে দিল্লিকা লাড্ডু ;)

যে খায় সেও পস্তায়
যে না খায় সেও পস্তায়....


ঝাড়া ৪ বছর পর!!!!!!!!!!!!!!!
দারুন শুভারম্ভ ...

+++++

২৫ শে মার্চ, ২০২০ সকাল ৯:০০

বিপ্লব06 বলেছেন: বিয়ে দিল্লিকা লাড্ডু ;)
এখনো পস্তাইতেছি না। দেখি কি অবস্তা হয়।
হুমম... চার বছর, কুন্দিক দিয়া যে সময় যায়! ব্রেকে ছিলাম একটু।

প্লাসের জন্য ধন্যবাদ!!!

৮| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: বহুদিন পর আইলেন .........

২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮

বিপ্লব06 বলেছেন: হুম্ম... মেলাদিন হয়ে গেছে।
মনে রাখছেন এইজন্য ধন্যবাদ!

৯| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

নীল আকাশ বলেছেন: মজা পেলাম। চলুক সাথেই আছি।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.