নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ থেকেই মানুষ আসে,বিরুদ্ধতার ভীড় বাড়ায়।আমিও মানুষ,তুমিও মানুষ,তফাৎ শুধু শিরদাঁড়ায়।

ফেরদৌস ফয়সাল

কেবল আমার একটা ব্লগ পড়ে বা আমার সাথে ফোনে কথা বলে আমাকে খুব ভালো ছেলে এবং ব্যাক্তিগত জীবনে বন্ধু হিসেবে গ্রহন করার চিন্তা করবেন না প্লিজ।আমি আসলে মানুষ সুবিধার না।আমি কাওকেই পরোয়া করি না।ব্যাক্তিগত ইচ্ছের প্রাধান্য দিয়ে যেকোন অপ্রয়োজনীয় কাজকে গূরুত্বপূর্ন মনে করে করা আমার বাহুল্য দোষ বলতে পারেন।ধর্মের আফিমখোরদের প্রতিও আমার যথেষ্ট এলার্জি বিদ্যমান।

ফেরদৌস ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেপাখি

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

শুরুতেই একটা মজার গল্প বলি।২০০৭ সালের গল্প,আমি তখন সপ্তম শ্রেনীর ছাত্র।পুরো পরিবার সমেত ঢাকায় থাকি।বাবার সরকারী চাকুরী হলেও প্রাচুর্য ছিলো না।পড়াশুনার ক্ষতি হবে ভেবে বাসায় তখন টেলিভিশন ছিলো না।টেলিভিশন এর জন্য বার বার বায়না করার পর বাবা একদিন জিজ্ঞেশ করেছিলেন কোনটা কিনতে চাই টেলিভিশন নাকি কম্পিউটার।আমি রুদ্ধ শ্বাসে বলেছিলাম কম্পিউটার।সেই থেকে প্রেম কম্পিউটারের সাথে।

তবে অনলাইনে কাজ করার অভিজ্ঞতা ২০১৩ সাল থেকে আমার প্রিয় একজন বড় ভাই এর বদৌলতে।শুরুতে বাজে অবস্থা থাকলেও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে শুরু করি।অনলাইন বেসড প্রতিটি কাজে দক্ষতা অর্জন করি।তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম অনলাইন থেকে ভালো কিছু একদিন করেই ছাড়বো।

তবে কাজের সক্ষমতা আরো বাড়তে শুরু করে ২০১৬ থেকে।কিছু বড় ভাই,বন্ধুর সহযোগীতায় শুরু হয় আমার প্রফেশনাল অনলাইন যাত্রা।প্রথমে ছোট ছোট পেমেন্ট পেলেও বেশ খুশিই থাকতাম।আস্তে আস্তে তা বাড়তে শুরু করে।আর আজ পেয়েছি আমার জীবনের সর্বোচ্চ পেমেন্ট।যা আমি উৎসর্গ করতে চাই আমার সপ্নযাত্রার সাথী Mehedi T Shifat ভাই,সাদিল ভাইকে কে যাদের বদৌলতে এতদূর আসতে পেরেছি এবং শুরু থেকে আমার পাশে থাকার জন্য।আমার অর্জনকৃত অর্থের একটা অংশ আমি ব্যয় করতে চাই সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য।আশা করি আপনারা আমার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

টাকার অংকটা কতদূর উচ্চতা
স্পর্শ করেছে?

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: কিছু মনে করবেন না, টাকার পরিমাণ টা জানাইবেন। আমরা মিষ্টি চাইব না।

আর, আপনি ফ্রিলান্সিং এ কোনটিতে আপনি দক্ষ বা কি নিয়ে কাজ করেন

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

ফয়সাল হুদা বলেছেন: কার্ডের এ রকম ওপেন ছবি না দেয়াই ভালো,হ্যাক হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.