নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, বাংলা আমার মাতৃভাষা

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

মিসকল

ভাবনা অনেক, কিন্তু জমানো ভাবনাগুলো প্রকাশ করা অনেক কঠিন। প্রয়োজনে- [email protected] [email protected]

মিসকল › বিস্তারিত পোস্টঃ

কি লিখব, কিভাবে লিখব ?

০৭ ই মার্চ, ২০০৭ সকাল ৭:০৬

কি লিখব, কিভাবে লিখব ?



অনেক দিন হল ব্লগে কিছু লিখিনা, লিখলেও কেউ ভাল মন্তব্য করে না। তাই ভাবছি আর লিখব না। তবে আমি নিয়মিত সবার লেখা পড়ি, খুব ভাল লাগে এবং সবাই কি সুন্দর করে লিখে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:১২

অতিথি বলেছেন: কি লিখব সেটা বলতে না পারলেও কিভাবে লিখবেন এটা বলা মুশকিল।

কিভাবে লিখতে হয় তা কি লেখার মাধ্যমেই প্রমাণ করে দিলেন না?

২| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:১৩

অতিথি বলেছেন: ভাই ঠিক আছেন তো !! যেভাবে মাথায় হাত দিয়েছেন তাতে কি যেখানে হাত দিয়েছেন সেখানেই সমস্যা ????

৩| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:১৯

অতিথি বলেছেন: আপনার ভালো লাগা গুলোই লিখে যান....
মাথায় হাত দিলে তো চলবে না ...হাত দিতে হবে কাগজে ,কলম সহকারে ...

৪| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৩৭

অতিথি বলেছেন: আমনে আসলে লেখার বিষয় পান না,
কারণ ঐ লেখাই কয় আমনে লেখতে জানেন ।

আমি লেইখা শেষ করবার পারি না দেইখা কত লেখার বিষয় পইরা রইছে !

আর আমনে লেখার বিষয় পান না ।

আবুল কাহেকা !

৫| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৫২

মিসকল বলেছেন: সত্যিই তাই!

৬| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৫৮

অতিথি বলেছেন: ঘাবড়াইলে চলবেনা। ব্যাপারটা বুঝতে হবে.....

৭| ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ২:০০

অতিথি বলেছেন: সুন্দর করে তো আপনিও লিখেন। যদি ভাবতেই থাকেন কী নিয়ে লিখবেন, তাহলে বোধকরি লেখার জন্য খুব কমই বিষয় পাবেন, যদিনা আপনি খুব প্রফেশনাল কেউ হন।

সবচাইতে ভালো হয়, কম্পু্যর সামনে বসে সামহোয়্যারের সাইট খুলে, ফোনেটিক সিলেক্ট করে টপাটপ টাইপ করে যান। কী লিখলেন সেটা নিয়ে ভেবে বেইল নষ্ট করার দরকার নাই। লিখছেন সেটাই বিশাল একটা ব্যাপার হয়ে যাচ্ছে।

লিখতে থাকুন যতোক্ষণ পর্যন্ত স্ক্রল বাটন নিচে যেতে থাকে। খবরদার থামাথামি নাই। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ডান হইতে বাম পর্যন্ত যা মনে আসে লিখতে থাকেন।

তয় শুনেন, ধর্ম আর রাজনীতি নিয়া ক্যাচাল কইরেন না, কারণ এইখানে অনেক এডোম আছে এই বিষয়ে। যদিও পপুলার হওয়ার এইটাই একমাত্র রাস্তা

আউল ফাউল তত্ত্ব এবং তথ্য দিলেও হিট এবং কমেন্ট পাওয়ার সমূহ একটা যূগপৎ সম্ভাবনা আছে।

পরিশেষে বলি, আগে আপনে অ্যাপ্লাই করেন পন্থা গুলা, সাকসিড হইলে আমিও আছি আপনের পিছে পিছে (ক্লোজআপহাসি)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.