![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনা অনেক, কিন্তু জমানো ভাবনাগুলো প্রকাশ করা অনেক কঠিন। প্রয়োজনে- [email protected] [email protected]
বর্তমান তত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পর আমরা সাধারণ জনগণ অন্ততঃ স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এখনও আমরা এ সরকারকে সমর্থন করে যাচ্ছি। বর্তমান সরকার দেশে বিদু্যৎ সমস্যা লাঘব করার লক্ষ্যে দেশের সকল ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান পাট, শপিং মল (শুধু মাত্র জরুরী সেবা পন্য প্রতিষ্ঠান বাদে) সন্ধ্যা 07টা থেকে বন্ধ ঘোষণা করেছেন এবং সারাদেশে একযোগে বন্ধও হচ্ছে। ভাবলাম এবার হয়ত আগের মত সারাদিন লোডশেডিং হবে না। তথাপি দেখা যাচ্ছে এখন আরও বেশি লোড শেডিং হচ্ছে। জানা গেছে এ বিধানে মাত্র 100 মেগাওয়াট বিদু্যৎ সাশ্রয় হয় এবং তা দিয়ে তো কাউকে খুশি করা যাচ্ছে না। দেশে দোকান পাট এবং শপিং মলগুলোতে সাধারণত সন্ধ্যার পর ক্রেতা সাধারণ বৃদ্ধি পেতে থাকে। তাই ব্যবসায়ীদের ব্যবসায়িক চিন্তা করে এ বিধানটা পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। দেশে যদি ব্যবসায়ীরা ব্যবসা করতে না পেরে, তাহলে দেশ উন্নতি করবে কিভাবে? এ প্রশ্ন আমার সবার কাছে। উধর্্বতন কর্তৃপক্ষকে বিষয়টা ভেবে দেখা উচিত।এ প্রশ্ন আমার সবার কাছে। একদিকে হকার উচ্ছেদ হয়ে দেশে বেকার সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে এবং এখন আবার দোকান পাট থেকেও কর্মী ছাটাই শুরু হবে। উধর্্বতন কর্তৃপক্ষকে বিষয়টা ভেবে দেখা উচিত।
২| ০৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: আমারও তো একই কথা
আসলে বাঙ্গালী একবার পাইলেই হইছে
যত খায় তত চায়
৩| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:০৩
নাজিরুল হক বলেছেন: না থাকলে দিব কোথ থেকে?
৪| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:১৫
মিসকল বলেছেন: কিন্তু শপিং মল খোলাতো রাখতে পারে। তাতে ব্যবসায়ীরাও লাভবান হল। দেশও উন্নত হল।
৫| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:১৯
অতিথি বলেছেন: "শপিং মল খোলা রাখলে দেশ উন্নত হবে"
নতুন ডায়ালগ মনে হচ্ছে।
আপনি কি কি উপলব্ধি থেকে মনে করেন যে, শপিং মল খোলা রাখলে দেশের উত্তরউত্তর উন্নতি হবে?
ব্যখ্যার প্রয়োজন আছে মনে করি।
৬| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২১
অতিথি বলেছেন: ব্যবসায়ীরা লাভবান হবে সত্যি, তবে দেশের উন্নতির কথাটা ভুল। বিলাসবহুল শপিং সেন্টার থেকে দেশের উন্নতির সুযোগ খুব কম, দেশের উন্নতিতে যাদের কিছুটা অবদান আছে, ওরা অাজীবন রাস্তার পাশে হারিকেন জ্বালাইয়াই ব্যবসা করে।
৭| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২৫
মিসকল বলেছেন: আরে মিয়া বোকা নাকি,
বুঝেন না, শপিং মল যদি খোলা যদি খোলা থাকে, তাহলে দোকানে ক্রেতা সাধারণের আগমন ঘটবে বেশী। আর যত বেশী ক্রেতা আসবে ঐ দোকানের তত বেশী বিক্রী হবে। আর বিক্রী বেশী হলে লাভও বেশী হবে। লাভ বেশী হলে ঐ ব্যবসায়ী আরও বিনিয়োগ বাড়াবে। আর বিনিয়োগ বাড়লে প্রচুর কর্মস্থান হবে। আমার মনে হয়, আপনি এখন বুঝতে পারছেন।
৮| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩৫
অতিথি বলেছেন: ছোটবেলায় বাবা বলতেন
লেখাপড়া করলে বড় হবে, বড় হরে বাড়ী হবে, বাড়ীর সাথে গাড়ীও হবে, বাড়ী গাড়ী হলে বউ হবে (এটা বাবা বলেননি), বউ হলে বাচ্চা হবে, বাচ্চা হলে বাবার দেয়া ডায়ালগ আপনি ঝাড়বেন !!
কেমন বুঝলেন?
আপনার উদ্ধৃতিটা কান টানলে মাথা আসে টাইপের, মাথা আসলেও উর্বও মস্তিষ্ক আসেনা, বোঝার দায়িত্ব নিজের
৯| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩৭
মিসকল বলেছেন: যে বুঝে না কিংবা বুঝার চেষ্টাও করে না, তাকে বুঝানোর আমার মনে হয় কারও নেই।
যাহোক আপনার লেখা পড়ে মনে হল আপনি সবই বুঝেন, তর্কের জন্য তর্ক করছেন।
আপনার সুবুদ্ধি হোক।
১০| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:১৮
অতিথি বলেছেন: মিসকলের কথা ঠিক, দেশ ভর্তি করা দরকার শপিং মলে। বিশ্বের উন্নত দেশগুলা তো সব শপিং মল দিয়াই উন্নতি করলো। আমরা খালি শপিং মলের অভাবে পিছায়া পড়লাম । মিরপুর রোডে আরো দশ-বারোটা শপিং মল দিলেই বাংলাদেশ মালয়শিয়া হয়া যাইবো।
১১| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:২৭
অতিথি বলেছেন: ভেবেচিন্তেই সবকিছু করা হচ্ছে। বাড়তি টেনশন নিয়েন না।
১২| ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪৬
মিসকল বলেছেন: দেখুন আমি শুধু শপিং মলের কথা বলছি না, অন্যান্য দোকান-পাট এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের অবস্থা বলতে চাই।
১৩| ১০ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪৮
অতিথি বলেছেন: .......ভাইজান আপনি ধরা খাই
১৪| ১০ ই মার্চ, ২০০৭ সকাল ৮:০২
মদন বলেছেন: নতুন ব্যবস্থার ফলে গ্রাম এলাকাতে বিদ্যত থাকে এবং তারা জমিতে সেচ দিতে পারছে। এবং ধারনা করা হচ্ছে এবার বাম্পার ফসল হবে।
কাজেই শপিংমলে বিদ্যুত বন্ধ করে আসলে কারো বাসা বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি, করা হয়েছে কৃষকের জন্য।
১৫| ১০ ই মার্চ, ২০০৭ সকাল ১০:০২
মিসকল বলেছেন: মদন ভাই,
একদম মিথ্যা কথা, গ্রামে আগে যে অবস্থা ছিল এখনও তাই আছে। আমার মনে হয় আপনি রিসিন্টলী গ্রামে যাননাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৫২
অতিথি বলেছেন: দেশে এখন সব ভাল চলতাছে ....
এত কথা কন কেলা...