![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি-ভাবে তোমায় বলি বলো,
কোন ভাষায় সে কথা।
পাই-কি খুজে আজ কোন সুর।
আকাশ বাতাস গ্রহে,
ছরিয়ে দিতে এ-মোর বানি
তোমার হৃদয় দ্রোহে।
বুঝবে তখন অশ্রু চোখে,
নিরুপাই বরই শান্ত।
দু-কুলেরি এপার-ওপার,
ছিন্ন রবে দু প্রান্ত।
না আর পাবে,না আর পাবো,
না আর হবে দেখা,
চাইছো বাঁধা সম্মুখে তার,
আমি-ও ঠিক তাই,
বন্ধ দ্বারে তোমার তরে,
বলবে এ-মন ,
বন্ধু চিরবিদায়।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
হ্যাপ্পি নিউ ইয়ার
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
বিরাজ বলেছেন: HAPPY NEW YEAR.SUVO KAMONA ROILO.VALO THAKUN.
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
নিলু বলেছেন: লিখে যান