![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখ ঝাঁক ঝাঁক
পাখিদের কলরব।
কালো মেঘে ঢেকে এলো
কোথা গেলো তারা সব।
ঘন ঘন মেঘ ডাকে
বৈশাখ গগনে,
কাছে এলো মেয়ে এক
এমনি এ লগনে।
চারিদিকে নেই কেউ
ধূ-ধূ শুধু ধূ-ধুরে
বাড়ি ঘর গেলো কই,
আছি বুঝি অদূরে,
কালো মেঘে যায় না দেখা
সম্মুখে ঐ কিছুরে,
ভয়েতে সে হাত ধরেছে,
কাঁপছে এমন আঁধারে।
বলছি আমি ,শুনছ তুমি!
ভয় কেন এতো কর,
পাসে আছি শক্ত করে,
হাত-টা চেপে ধর।
ঝম ঝমিয়ে বৃষ্টি এলো
ভিজলো শখের শাড়ি।
মেঘ সরেছে ,
একটু আলোই,চোখ পরেছে,
আমার চোখে তারি।
বৃষ্টি থামে,ভেজা অঙ্গ
হাত ছেড়েছে চুপ
যাচ্ছে চলে,ফিরছে পিছু,
দেখছি আমি খুব।
২| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
বিরাজ বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১২
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগা ছন্দ মাখা কবিতা