![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় ভিত্তিতে বাংলাদেশের ৯০% এবং পৃথিবীর মোট জনসংখ্যার ২৩% লোক মুসলমান (Pew Research Center, 2011)। “মুসলিম বিশ্ব” মুসলিম উম্মাহ বা ইসলামী বিশ্ব শব্দ দিয়ে পৃথিবীর মুসলমান জনগনকে বোঝানো হয়ে থাকে। এই জনগোষ্ঠির অধিকাংশ পূর্বে ইন্দোনেশিয়া মালয়েশিয়া হয়ে উপমহাদেশ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশ গুলোতে বাস করে। এদের কিছু পরিসংখ্যান হল –
১) OIC বা অর্গানাইজেশান অফ ইসলামিক কো অপারেশান এর সদস্য হল ৫৭ টি দেশ। যার মধ্যে ৪৯টি দেশের সংখ্যাগুরু জনগোষ্ঠি মুসলমান বাকি ৮টি দেশে উল্লেখযোগ্য জনগোষ্ঠি মুসলমান হলেও তারা সংখ্যাগুরু নয় (OIC)।
২) জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া হল বৃহত্তম মুসলিম রাস্ট্র- জনসংখ্যা- ২৩ কোটী, পাকিস্তান দ্বিতীয় প্রায় ১৮ কোটী, বাংলাদেশ ৩য় প্রায় ১৬ কোটী।
৩) ভারতের লোকসংখ্যার প্রায় ১৫% এবং মোট প্রায় ১৮ কোটী লোক মুসলমান হলেও ভারত অর্গানাইজেশান অফ ইসলামী কোঅপারেশানের সদস্য রাস্ট্র নয়।
৪)আয়তনের দিক দিয়ে বৃহত্তম ও আই সি সদস্য দেশ হল কাজাখস্থান- আয়তন ২৭ লক্ষ বর্গকিলোমিটার, ইন্দোনেশিয়া-১৯ লক্ষ(২য়) এবং সুদান ১৮ লক্ষ৬০হাজার( ৩য়) বর্গকিলোমিটার। কাজাখস্থানের ৭০% লোক মুসলমান (Wikipedia, 2012)।
৫) অর্থনৈতিক ক্ষেত্রে মোট জি,ডি,পি’র দিক দিয়ে( আমেরিকান ডলারে) ইন্দোনেশিয়া প্রথম(১,২১১) তুরস্ক দ্বিতীয় স্থানে(১১২৫) সোউদি আরব তৃতীয়(৭৪০) বাংলাদেশের স্থান ১৫তম(৩০৫ বিলিয়ন ডলার) (wikpedia, 2012)।
৬) মাথাপিছু জি,ডি,পি’র দিক দিয়ে শুধুমাত্র মুসলীম বিশ্বেই নয় সারা পৃথিবীতে সবচে ধনী দেশ হল, ১৭ লক্ষ লোকের দেশ কাতার , মাথা পিছু জি,ডি,পি ১০৬,২৮৩ সবচে গরীব মুসলিম দেশ আফগানিস্তান মাথাপিছু জিডিপি ১০০৭ ডলার, বাংলাদেশ ১৭৯০ ডলার। (Global finance, 2012)
৭) সবচে বড় মুসলিম সাম্রাজ্য- উম্মাইয়া খিলাফত- ১কোটী ৩৩লক্ষ বঃ কিলোমিটার, আব্বাসীয় খিলাফত( ১ কোটি ১১ লক্ষ), রাশিদুন খিলাফত( ৯০লক্ষ অটোমান- ৫২লক্ষ বর্গ কিঃমিঃ
৮) মুসলমানদের মধ্যে ৮৫% সুন্নী মুসলিম বাকীরা শিয়া মুসলিম। শিয়া মুসলিমদের অধিকংশের বাস ইরাক,ইরান,পাকিস্তান,লেবানন এবং ভারতে (New Internationalist magazine , 2012)।
৯ ) মুসলমানদের মধ্যে ২০% আরব । দক্ষিন এবং দক্ষিনপূর্ব এশিয়াতে ৫০% বেশী মুসলমানের বাস (New Internationalist magazine , 2012)।
১০)মুসলিম বিশ্বের মধ্যে ১০টি দেশের রাস্ট্র ধর্ম ইসলাম- দেশগুলো হল কাতার,আলজেরিয়া,বাংলাদেশ,মিশর,কুয়েত,মালয়েশিয়া,মালদ্বীপ, মরক্কো,তিউনিসিয়া এবং সংযুক্ত আরব আমীরাত।
১১) ১০টি দেশ সরকারীভাবে ইসলামিক দেশ- তারা হল আফগানিস্তান,বাহরাইন, ব্রুনেই,ইরান,মৌরিতানিয়া, ওমান,পাকিস্তান, ইয়েমেন,সৌদি আরব, এবং ইরাক।
১২) এদের মধ্যে ১২টি মুসলিম দেশের শিক্ষার হার ৯০% উপরে। দেশগুলো হল- কাজাখস্থান,তাজিকিস্তান,উজবেকিস্তান,তুর্ক্মেনিস্তান,আজারবাইজান, মালয়েশিয়া,কাতার, বোসনিয়া, ব্রুনেই,বাহরাইন,কুয়েত, এবং মালদ্বীপ। মজার ব্যাপার হল এর মধ্যে ৫টিই আগের সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল। (yahoo, 2012)
১৩)মুসলিম নোবেল জয়ীরা ,তাদের বিষয় এবং দেশ এবং সাল- আহমেদ জেওয়াইল-রসায়ন,মিশর/যুক্তরাস্ট্র, ১৯৯৯, আব্দুস সালাম-পাকিস্তান, পদার্থবিদ্যা-১৯৭৯,
সাহিত্যে –নাগিব মাহফুজ,মিশর -১৯৮৮ আরবি সাহিত্য,ওরাহান পামুক –তুরস্ক,তুর্কীভাষা-২০০৬
শান্তিতে- আনোয়ার সাদাত-মিশর-১৯৭৮, ইয়াসির আরাফাত-প্যালেস্টাইন-১৯৯৪, শিরিন এবাদি-২০০৩-ইরান, মোহামেদ এল বারাদী-মিশর ২০০৫, মোহাম্মদ ইউনুস-বাংলাদেশ- ২০০৬, তাওয়াকেল কারমান-মিশর-২০১১ (wikipedia)।
১৪) পৃথিবীতে মোট মুসলিম শরানার্থীদের সংখ্যা১ কোটী ২০ লক্ষ। সর্বোচ্চ বেশী সংখ্যাক ২০ লক্ষ আফগান শরনার্থী আছে পাকিস্তানে।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: টাঙ্গাইলের পনের বছরের ধর্ষিতা কিশোরীটির জন্যে একসাথে হয়ে প্রতিবাদ করতে চাই আমরা কজন। কাল সন্ধ্যা সাতটা, অলিয়েস ফ্রসেজ, ধানমন্ডি।(বিশেষকরে) ঢাকার ব্লগাররা, আসবেন প্লিজ।।
যারা আসতে পারবেন না, শুধু শিরোনাম আর পোস্টের লিঙ্কটা প্লিজ প্লিজ প্লিজ প্লিজ নিজের ব্লগে (As a পোস্ট) শেয়ার করেন!! এটা আমার রিকুএস্ট!!