নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসাজ

বিসাজ › বিস্তারিত পোস্টঃ

বাবা-আমি-ছেলে

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

১২ জুলাই ২০১১ সাল। ডিপার্টমেন্ট থেকে বাসায় এসে বাব-মার সাথে ফোনে কথা বলা প্রতিদিনকার অভ্যাস। উচ্চশিক্ষার জন্য থাকতে হচ্ছে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে আমেরিকার নিউঈয়র্কে। নিউঈয়র্কের বিকাল ৬:৩০ বাংলাদেশে তখন ১৩ই জুলাই ভোর ৪:৩০। বাবা সাধারনত খুব ভোরেই ঘুম থেকে উঠতেন, তাই ঐসময়েই সাধারনত ফোন দিতাম। কুশল বিনিময়ের পর বাবা বললেন আজ শরীরটা কেমন যেন লাগছে, পরে কথা বলব। বাবার সাথে এই ছিল আমার শেষ কথা। সকালে বাবাকে হাসপাতালে নেয়া হলো, সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। বাবার মৃত্যুর পর বুঝলাম আমার মাথার উপর এতদিন ছায়া দেয়া বটবৃক্ষটা হঠাৎ কোন ঝড়ে উপড়ে গেছে, যেই বটবৃক্ষটা ৩১ বছর যাবৎ আমাকে শুধু নিঃস্বার্থভাবে ছায়া দিয়ে গেছেন। মাথার উপর থেকে সরে গেছে আস্থা, ভরসা এবং নির্ভরতার জায়গা বাবা। নিজেকে এখন মানসিকভাবে দূর্বল মনে হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি - বাবা তুমি যেখানে থাকো, ভালো থেকো, শান্তিতে থাকো। প্লিজ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে কেউ নিজের বাবা-মাকে কে কষ্ট দিবেন না।





১৪ই আগষ্ট ২০১২, বাবার মৃত্যুর ১বছর ১ মাস ১ দিন পর আমাদের ছেলে বিসাজ এর জন্ম। আজ তার প্রায় ১০ মাস। ১০ মাসের বিসাজের কর্মকান্ডে হারে হারে টের পাচ্ছি - সন্তান লালনপালন করা কি কঠিন। কিন্তু দিনশেষে যখন বা-বা-বা-বা শুনি, তখনকার অনুভুতি ভাষায় প্রকাশ করতে পারবনা। সবাই বিসাজের জন্য দোয়া করবেন ।

-পৃথিবীর সব বাবাকে বাবা দিবেসের শুভেচ্ছা।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

পরিতোষ পাল বলেছেন: ভাল লাগল লেখাটা। ছেলের নামে ব্লগাচ্ছেন?

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই। হ্যা ভাই, ছেলের নামে লিখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.