![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি সত্যি একটা চাকুরী পেয়েছি। যদিও পার্মানেন্ট না, তবুও প্রথম চাকুরী বলে কথা। এর আগে ২০০৭ সালে একবার চেষ্টা করেছিলাম - এম এস পরীক্ষা যখন প্রায় শেষের দিকে। সেবার সিকে ছিড়েনি। সব কিছু ছেড়েছুড়ে ইটালী চলে আসছিলাম - একটা ডিপ্লোমা (পোষ্ট গ্রাজুয়েট) করে সেখান থেকে আমেরিকার নিউ ঈয়র্ক। নিউ ঈয়র্কের সিরাকিউস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলাম, বিষয়: Experimental High Energy Physics এবং যে Experiment এর উপর কাজ করেছি সেটা হচ্ছে Large Hadron Collider beauty (LHCb) of CERN। মুলত b-মেসন (মেসন এক ধরনের বোসন, হিগসের কল্যানে বোসন শব্দটির সাথে অনেকেই পরিচিত) এবং b-বেরিয়ন [যে সমস্ত পার্টিকেলে কমপক্ষে একটি b-কোয়ার্ক থাকবে, একসাথে B Physics নামে পরিচিত] নিয়েই ছিল আমার গবেষনা। সাথে সাথে LHCb ডিটেক্টর ডেভলপমেন্টেরও কাজ করেছি কিছু। এডভাইসর হিসাবে পেয়েছিলাম প্রফেসর Sheldon Stone কে, যে কিনা B Physics এর প্রথম ১০ জনের ১ জন হবেন। Stone এর স্টুডেন্ট হওয়ার কল্যানে -- গত জুনে ২ টা বিশ্ববিদ্যালয় থেকে অফার পাই পোস্ট-ডক্টরাল গবেষনা করার জন্য। একটা স্কটল্যান্ডের এডিনবারা বিশ্ববিদ্যালয় (for LHCb Experiment) আরেকটা আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয় (for Belle Experiment)। এডিনবারাতেই যাওয়ার ইচ্ছা ছিল, মুলত ২টি কারনে: ১) একই Experiment এ থাকতে পারতাম, ২) প্রফেসর হিগসকে সামনা-সামনি দেখতে পারতাম [হিগস প্রসঙ্গে বলে রাখি, প্রফেসর হিগস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ললিত মোহন নাথের পিএইচডি কো-এডভাইসর]। কিন্তু জুলাই মাসেই জয়েন করতে হবে, যেটা সে সময় আমার জন্য অসম্ভব ছিল। তাই সিনসিনাটি বিশ্ববিদ্যালয়েই জয়েন করলাম। সিনসিনাটি যাচ্ছি সামনের সপ্তাহে - যদিও অফিসিয়ালি কাজ শুরু করব ডিসেম্বর থেকে। নতুন কাজ শুরু করার আগে সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন।
আমার ওয়েব লিন্ক, যদিও অনেক কিছুই আপডেট করতে হবে
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন !
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৪
মনে নাই বলেছেন: অভিনন্দন।
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অভিনন্দন বিলাস ভাই।
There is a saying at ICTP, you are the best student from developing countries and if you can survive here then you will be the best student in the world.
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৬
বিসাজ বলেছেন: It's true ICTP survivor could be the world's best. I hope You also doing well in your research. Thanks for your comments.
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার সম্বন্ধে অনেক শুনেছি আজিজুল হকের কাছ থেকে। সামুতে আপনাকে দখে ভাল লাগল। এখন তো পিএইচডি শেষ এখন একটু বিজ্ঞান বিষয়ক লেখা-লেখি করুন।
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩০
বিসাজ বলেছেন: পলাশ ভাই ধন্যবাদ। হা চেষ্টা করব। আপনি কি করছেন?
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩০
েবনিটগ বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩০
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিলাস ভাই, আমি আপনার জুনিয়র। সুতরাং নাম ধরে ডাকলেই ভাল লাগবে। তাছাড়া আমি ICTP গ্রাজুয়েট হিসাবেও এক ব্যাচ জুনিয়র।
আমি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছি জলবায়ুর পরিবর্তন নিয়ে।
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
বিসাজ বলেছেন: ওকে পলাশ।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
ডট কম ০০৯ বলেছেন: শুভকামনা থাকলো
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩
মুহাম্মদ তৌহিদ বলেছেন: শুভকামনা রইলো।
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
বিসাজ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১১
মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল
শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনার জন্য