![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[লেখাটা অনেকদিন আগে প্রথম আলো ব্লগে প্রাকাশিত, ইংরাজী নিক নিয়া লেখাতাম তাই আমার প্রথম আলো অ্যাকাউন্টটা ব্লকড, একটু এডিট করে এখানে দিলাম
ফিজিক্সে এমন কোন ছাত্র পাওয়া যাবে না, যে নাকি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে স্ট্রাগল করে নাই। কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি বুঝেছি, এমন কথা বলাটা বোধহয় একটু বাড়াবাড়ি রকমের দুঃসাহসিকতা - তবে অবশ্যই সুপার জিনিয়াসদের কথা আলাদা। এ ব্যাপারে বিখ্যাত বিজ্ঞানী নিলস বোর বলেছেন,"Anyone who is not shocked by quantum theory has not understood it." আবার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনমেন এ প্রায় একই কথা বলেছেন,"I think I can safely say that nobody understands quantum mechanics." আমি এখানে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে লেখার দুঃসাহস দেখাতে যাবনা। তবে ইদানিংকালে কোয়ান্টাম মেকানিক্সের একটা তত্ব, হাইজেনবার্গের অনিশ্চয়তার তত্বটা মাথার মধ্যে খালি ঘুরপাক খায়। আসুন জেনে নেয়া যাক তত্বটি কি: কোয়ান্টাম মেকানিক্সে কোন বস্তুর স্থান এবং ভরবেগ যুগপৎ জানা সম্ভব নয়। তার আগে বলে নেই, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে অতি ক্ষুদ্র বস্তুর (এই ধরুন ইলেকট্রন, প্রোটন ইত্যাদি) মেকানিক্স।
হাইজেনবার্গের কথায় একটা কৌতুক মনে পড়ে গেল: একদা হাইজেনবার্গ হাইওয়ে গাড়ি চালাচ্ছিলেন। কখন যে মিটার স্পিড লিমিটকে অতিক্রম করেছে, উনি টেরও পাননি। যথারীতি পুলিশ মামার হাতে ধরা। পুলিশ মামা জিঙ্গেস করলো, তুমি কি জান তুমি কত গতিবেগে চালাচ্ছিলে? অতিশয় বিনয়ী হাইজেনবার্গ উত্তর দিলেন, আমার পক্ষে কি গতিবেগ জানা সম্ভব? আমিতো আমর আবস্থান জানি, তুমি নিশ্চয় জেনে থাকবে, কোন বস্তুর স্থান এবং ভরবেগ যুগপৎ জানা সম্ভব নয়। আর এই কৌতুকটি পড়ে কেন যেন মনে হলো, আমদের দেশের ড্রাইভারগুলা হাইজেনবার্গের কোয়ান্টাম মেকানিক্স শিখে ফেলছে। তারা যখন গাড়ি চালায়, তখন অভিঙ্গতার অনুমানেই হোক আর মিটার দেখেই হোক তারা গতিবেগটা জেনে ফেলছে, এবং যেহেতু কোন বস্তুর স্থান এবং ভরবেগ যুগপৎ জানা সম্ভব নয়, তাই গাড়ি কখনো ফুটপথে চলে যাচ্ছে, কখনো দোকানে ঢুকে যাচ্ছে.......। তার ফল প্রতিদিন পথচারীর মৃত্যু।
অনেকেই অনেক সমাধান দিচ্ছেন, কোনো কাজ হচ্ছেনা, দূর্ঘটনা বরং বেড়েই চলছে। আমি বলি কি তাদের মাথা থেকে কোয়ান্টাম মেকানিক্সের ভুতটা নামিয়ে দেয়া হোক।
কোয়ান্টাম মেকানিক্স নিয়া একটা কৌতুক বলে লিখাটা শেষ করব।(যদি কারো কাছে কৌতুকটি খারাপ মনে হয়, তবে পরে মুছে দেব)
Q: Why are quantum physicists so poor at sex?
A: Because when they find the position, they can't find the momentum, and when they have the momentum, they can't find the position.
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
বিসাজ বলেছেন:
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯
শান্তির দেবদূত বলেছেন: কোয়ান্টাম মেকানিক্স নিয়ে জটিল একখান লেখা পড়ব বলে দৌড়িয়ে পোষ্টে ঢুকলাম! ঢুকে দেখি কোয়ান্টাম রম্য! হা হা হা। দারুন লিখেছেন।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
বিসাজ বলেছেন: মজা পাইছেন দেখে আরো লেখার আগ্রহ পাচ্ছি। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আরো সরল/জটিল লেখা লেখার ইচ্ছা রাখি। ধন্যবাদ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৬
সাইনাস বলেছেন: প্লাস
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
বিসাজ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০১
মেহেদী পরাগ বলেছেন: হাহাহা। মজা পেলাম।
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১০
বিসাজ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪
চলতি নিয়ম বলেছেন: আমি এখনো বুঝিনা.......
তয় মজা পাইছি।
Because when they find the position, they can't find the momentum, and when they have the momentum, they can't find the position.
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৬
বিসাজ বলেছেন: কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি বুঝেছি, এমন কথা বলাটা বোধহয় একটু বাড়াবাড়ি রকমের দুঃসাহসিকতা - তবে অবশ্যই সুপার জিনিয়াসদের কথা আলাদা। বুঝবেন ---- ট্রাই করে যান।
ধন্যবাদ।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১১
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইরে, কোয়ান্টাম ম্যাকানিক্সরে এমন না পচাইলে হয় না`?
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বিসাজ বলেছেন: উদাসী স্বপ্ন ভাই, আপনার কিছু লেখা আমি পড়েছি - আপনি যেহেতু স্ট্রীং থিওরী নিয়ে লিখছেন - কোয়ান্টাম মেকানিক্স আপনার ভালই জানা থাকার কথা, হয়ত ফিজিক্স গ্র্যাডু্য়েটই হবেন। বুঝলামনা কোয়ান্টামরে কই পচাইলাম --- সে যাই হোক আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
টানিম বলেছেন: