নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসাজ

বিসাজ › বিস্তারিত পোস্টঃ

কবে যে আমরা মানুষ হব

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

ঢাকা ভার্সিটি লাইফের আমার একজন ভাল বন্ধু এবিসি। এখনো তার সাথে যোগাযোগ আছে। মাঝেমাঝে ফেসবুকিং হয় আর কি। ইয়ার ফাইনাল পরীক্ষায় একরার সর্বোচ্চ নম্বর পাওয়ার পর তার প্রথম কমেন্টটি ছিল এইরকম: "কনগ্রেচুলেশন দোস্ত, লেটস সেলিব্রেট দা মোমেন্ট, চল মদ খাই"। আবার আরেকবার অল্প কিসু নম্বরের জন্য পজিশনটা ফসকে গেলো। তখনো তার প্রতিক্রিয়া ছিল: "চল মদ খাই, দুখঃটা ভুলতে পারবি"। আরেকবার এক মেয়েকে প্রোপোস করার প্রস্তুতি নিচ্ছি। দুই জুনিয়র (অব্যশই আলাদাভাবে) এসে বলল: "দাদা ও মুখো হবেন না, ওটা আমার..।" ওকে। এবিসি এসে বলল: "চল মদ খাই, **************।" নির্বাচন পরবর্তী/পূর্ববর্তী হিন্দুদের উপর সহিংসতার খবর দেখে এইটাই মনে হলো: এ দল জিতছে, চল হিন্দুদের মারি; এ দল হারছে, চল হিন্দুদের মারি; যুদ্ধাপরাধিদের বিচার হচ্ছে, চল হিন্দুদের মারি। কিন্তু আমার কথা হচ্ছে হিন্দুদের ৫-৬% ভোট (১১% নাকি হিন্দু, ১৮ বছেরর উপর ভোটার ৫-৬% এর বেশী হওয়ার কথা না) কি নির্বাচনের সার্বিক ফলাফলকে বদলে দিতে পারে? তাহলে কেন শুধুশুধু হিন্দুদের উপর সহিংসতা। এখন কথা আসতে পারে, শুধু হিন্দু কেন, পথেঘাটে সবখানেইতো সহিংসতা হচ্ছে। হা তা হচ্ছে,

পথেঘাটে কেউই নিরাপদ নয়, কিন্তু হিন্দুদের অবস্থা, তারা বাড়িতেও নিরাপদ নয়। কবে যে আমরা মানুষ হব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

মাজহারুল হুসাইন বলেছেন: চল হিন্দুদের মারি। >>>যখন একটি দলকে মাইলেজ এনে দেয় রাজনীতিতে । তাহলে কেন নয় " চল হিন্দুদের মারি" ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.