![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝতে পারছি নিঃস্বঙ্গতা দানা বাঁধছে মন মন্দিরে ।
একে একে সব কিছু চলে যাচ্ছে,
দূরে..
আরও দূরে..
বহুদূরে...
সবাই স্রোতের দিকে..,
বিপরীতে শুধু ,আমিই ।
ধু ধু মরুভূমিতে ক্লান্ত পথিকের মত হেঁটে চলেছি ।
লক্ষ্য শুধু একটাই ,
ঐ যে....
দেখতে পাচ্ছো...?
হ্যা.. ওটাই...।
মনকে এভাবেই দেই শান্তনা..
লক্ষ্য..?
ওটা তো শুধুই মরীচিকা ।
তবুও হেঁটে চলেছি আমি
হাঁটছি...
হাঁটছি ....
হাঁটছি ......
শুধু একটাই বিশ্বাসে
ঐ যে লক্ষ্য ...
ওখানে পৌঁছাব বলে......
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ঝোড়া বলেছেন: অনেক শুভ কামনা রইল,,,