![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাগুলো কিভাবে শুরু করবো ঠিক জানি না ,তবে শুরু তো একসময় করতেই হবে। শুরু না করলে কথা গুলো কে শুনবে...??
আরেহ !!!! ভুলেই তো গেছিলাম শোনার তো কেও নেই ,সবাই দেখবে,পরবে । এভাবে খানিকটা হলেও নিজেকে একটু হাল্কা করতে পারবো.......................................................................................
কতদিন তোমার সাথে কথা বলা হয় না ,রাত জেগে আর স্বপ্নও দেখি না, মাঝে মাঝে আর ওভাবে হাসাও হয় না । ঠিক যেমন টা আগে হতো । ভালোই তো ছিলাম ,তবে এমন হলও কেন ?? হারিয়ে গেলে তুমি আর হারিয়ে গেলাম আমি ......
দোষটা হয়ত আমাদেরই ছিল । বাছবিচার করে তো আর আমরা ভালবাসতাম না । পরিবার মেনে নিত না ,সমাজ মেনে নিত না , তিলে তিলে আমরা কষ্ট পেতাম । আসলে আমাদের জানাই ছিল না যে অন্য ধর্মের কাউকে ভালবাসা যায় না । খুব ভালো ভাবেই এখন তা জানতে পেরেছি ...............
কষ্ট তো আমরা কাউকেই দিতে চাইনি, না মা-বাবাকে না নিজেদেরকে । একসাথেই তো জীবনটা পার করতে চেয়েছিলাম ,কিন্তু আর পারলাম কই ?? নিজেরা কষ্ট পেয়ে হলেও মা-বাবার মুখে তো হাসি ফুটিয়েছি ............................
তবে দিন শেষে নিজেরাই কাঁদি কোন এক কোনায় বসে...
ফিরে পেতে ইচ্ছা করে আগের সময়গুলো ,কিন্তু পাই না ...
হঠাৎ হঠাৎ তোমার নাম্বারটা তে কল দিতে ইচ্ছে করে।কল দিবো-কি দিবো না, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে "না থাক " বলে আর কল দেওয়া হয়ে উঠে না।
স্মৃতিগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে ,অতীত গুলো যেন আরও অতীত হয়ে যাচ্ছে। সময়ের কালো গহব্বরে হারিয়ে যাচ্ছে সবকিছু ।
খুব দেখতে ইচ্ছে করে তোমাকে ।কিন্তু এই খরস্রোতা নদী সাঁতরিয়ে তোমার কাছে যেতে পারলাম না , তোমার হাতটিও আর ধরা হল না, যাওয়া হল না আমাদের সেই প্রিয় জায়গা গুলোতে......
বাস্তবতাকে মেনে নিতে পারি না , কষ্ট হয়।আবার অস্বীকারও তো করতে পারি না ।
অভিমান আর কষ্টগুলো বুকে নিয়েই বেঁচে আছি, এভাবেই বেঁচে থাকবো ...
ভালো থেকো তুমি ,আর ভালো রেখো তোমায় ...
অমি ভালোই আছি ,আর ভালো থাকবো ......
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
আমি বিশাল...... বলেছেন: কিছু বলার নেই
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১
রাফিউল আলম ইমন বলেছেন:
