![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন তোমার ঘুমে জড়ানো কণ্ঠ শুনেই আমার সকাল হতো । কত সুন্দর করে ডাকতে আমাকে,সেটা মনে করলে আজও খুব ভালো লাগে ।যে সময় টা তে ফোন দিতে ঠিক সেই সময়ই আমার ঘুম ভেঙ্গে যায় এখনও । তারপর অনেক আশা নিয়ে মোবাইল এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি ।জানি ফোন দিবে না,তবুও কেন জানি আশা ছারতে পারি নি ............
কি পাগল আমি তাই না ......??
এখন ও সেই আগের চিন্তা ভাবনা নিয়েই পরে আছি ।বেড়িয়ে আসতে পারি নি ।
কি করবো বলো ...?? চেষ্টা তো কম করি না । কিন্তু শেষ মেশ আর পেরে উঠি না । নিজের কাছেই তখন নিজেকে খুব বিরক্তিকর লাগে ।
আর কতো ........................... ??
সত্যিকারের ভালবাসা নাকি হারিয়ে যায় না, তবে আমার ক্ষেত্রেই এর ব্যাতিক্রম হলো .........
নাকি তোমার ভালবাসা মিথ্যে ছিল ...?? না আমার ??
তাহলে কি তোমার কান্না জড়ানো সেই কথা গুলো সত্যি ছিল না........................ ???
তবে কি তোমায় নিয়ে আমার স্বপ্ন দেখাটা মিথ্যে ছিল ......??
কোনটা .........???
আজও আমি তা বুঝতে পারি নি .........
অনেকটা পথ হেঁটেছি আমি । আর না ......
এখন আমি অনেক ক্লান্ত, তাই আর বুজতেও চাই না ...
তবে একটা কথা, তোমাকে আমি আজও ভালবাসি ।
জানি না কখনো কারো ছিলাম কি না ,কিন্তু তুমি আমারই ছিলে ... আর এখনও আছো ......
হয়ত আর দেখতে পারবো না ,হাতটাও আর ধরা হবে না ...
কিন্তু ধরে নিবো এই বায়বীয় জগতে তুমি সবসময়ই আমার পাশে......
তোমাকে নিয়ে লিখা ডায়রিটা আজ কুটি কুটি করে ছিরে আকাশে উড়িয়ে দিয়েছি...
মনে হচ্ছিল যেন কষ্ট গুলো উড়ে যাচ্ছে ডানা মেলে ,চোখ দিয়ে পানিও পরছিল ...
ভালো থেকো তুমি ...
জীবনের এই মোরে এসে ইউটার্ন নিতে হবে আমাকে ,,,
পারবো আমি ............???
ভয় হয়, কিন্তু আমাকে যে পারতেই হবে ...........................
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১
আমি বিশাল...... বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
রাশেদুজ্জামান তুষারর বলেছেন:
