নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ সময়ের পথিক......

আমি বিশাল......

আবার সেই একাকি বিকেল,,,,,,,,,, ভীর ঠেলে নিশ্চুপ হেটে চলা,,,

আমি বিশাল...... › বিস্তারিত পোস্টঃ

ডায়রির পাতা থেকে কিছু অগোছালো লেখা ............

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২






সেপ্টেম্বর ৭ ,২০১৩

অনেক দিন আগে এই জায়গার কথাই তোমাকে বলেছিলাম,,,,
জায়গাটা আমার খুব পছন্দ, কিন্তু যাই নি কখনো। বন্ধুরা গিয়ে ছবি তুলে আনতো তাই দেখতাম,ভাল লাগত,,,,
ভেবেছিলাম তোমাকে নিয়ে বেরাতে যাবো একদিন ,,,,,,, কিন্তু আর গেলাম কই..???
মনে পরে সেই কথা......???
নাকি হারিয়ে গেছে ..................



সেপ্টেম্বর ৮ ,২০১৩

কিভাবে যে হাতটা কেটে গেল বুঝতেই পারলাম না। খুব ভাল ভাবেই কেটেছে আর ৫ টা শেলাইও পরেছে।
ডাক্তার যখন শেলাই করছিল তখন খুব কষ্ট হচ্ছিলো। খুব বেশিই মনে পরছিলো তোমাকে।
ফোন দিতে ইচ্ছে করছিলো কিন্তু দেই নি,,,,নিজেকে অনেক কষ্ট করে মানিয়েছি,,,,,
এইতো আমি শিখে যাচ্ছি একা একা পথ চলতে,,,,,,,,,,

সেপ্টেম্বর ৯ ,২০১৩

জানালা দিয়ে দুরের আকাশ দেখছি, এই সকাল এর আকাশটা অনেক সুন্দর লাগে আমার কাছে,,,,,,,,,,
মন টা ভারী হয়ে যাচ্ছে, চোখের কোনে কখন যে পানি চলে আসছে বুঝলামই না, মনে পরছে অনেক কিছু,,,,,,,,,,,,,

সেপ্টেম্বর ১০ ,২০১৩

কেউ একজন বলুক,,,,
আজও সকালে নাস্তা না করে ক্লাসে যাচ্ছ???
খুব শুনতে ইচ্ছা করছে ঘুম ঘুম কন্ঠের সেই কথাগুলি,,,,,,,,

সেপ্টেম্বর ১১ ,২০১৩

অনেকটা পথ পাড়ি দিয়েও কেন জানি আজ তোমার কাছে যেতে পারলাম না........
পথের নরপিশাচগুলো আমাকে শেষ করে দিয়েছে....
কুরে কুরে খাচ্ছে সমস্ত দেহ...
জানো.... খুব কষ্ট হচ্ছে আমার....
পা দুটো আর এগুচ্ছে না,
মাথা বেয়ে ঘাম ঝরছে,
চোখ দুটোও ঝাপসা হয়ে আসছে......

সেপ্টেম্বর ১২ ,২০১৩

দুজন দুজন কে চাইতাম, ভালোবাসতাম,বৃষ্টিতে ভিজতে চাইতাম,হাত ধরে অনেক দুর যেতে চাইতাম,আর স্বপ্ন দেখতাম অনেক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিন্তু নিয়তি আজ দুজনকে দুই দিকে নিয়ে গেছে,,,,,,,
জানি তুমি এখনো ভালোবাস আমায়, আর আমিও ভালোবেসে যাব তোমায়,,,,,,
কিন্তু কখনো আর তোমার হাত টা ধরা হবে না,,,,,
তুমি রবে শুধুই নিরবে............

সেপ্টেম্বর ১৩ ,২০১৩

হাত কেটে যাওয়াতে ডাক্তার কিছু ঔষধ দিয়েছিলেন আর বলেছিলেন যে ৬ ঘন্টা পর পর ঔষধগুলি খেতে। হাত কাটার কথা মা বাবা কে বলি নি,অযথা তারা টেনসন করতো।
ঔষধগুলি খাওয়ার কথাও খেয়াল থাকে না,তাই তো ৬ ঘন্টা পর পর ফোনে রিমাইন্ডার দিয়ে রেখাছি,,,,,,,,,,
তুমি থাকলে হয়তো আজ রিমাইন্ডার দিয়ে ঔষধ খেতে হতো না...........

সেপ্টেম্বর ১৪ ,২০১৩

তোমার ছবিগুলো ল্যাপটপ এর এক কোনায় সেভ করে রেখেছি ……
কি করবো …?? ডিলিট তো আর করতে পারি না ……
আর ডিলিট করলেও কোথাও না কোথাও ব্যাকআপ দিয়েই রাখি , পরে দেখার জন্য ……
এই যেমন এখন দেখছি ……
ভাল লাগে তোমাকে দেখতে …
অনেক ভাবি যে দেখব না ,কিন্তু মন যে মানে না ……
কষ্ট হয় তবুও দেখি … তোমার জন্য কষ্ট পেতেও কেন জানি ভাল লাগে …
কতো প্রাকটিক্যাল ছিলাম আমি …
সবই বুঝতাম, কিন্তু কেন যে এমন হয়ে পরলাম ,বুঝতেই পারলাম না ……
ভাল লাগে না আর ,,
ফিরে পেতে চাই আগের সময় গুলো…
জানি হয়ত পাবো না কক্ষনও ,কিন্তু আশা রাখি খুব …
মাঝে মাঝে নিজের কাছে ভাবতেই অবাক লাগে যে , এত অনিশ্চয়তার মাঝেও এমন আশা আমি কিভাবে করি ......??

সেপ্টেম্বর ১৫ ,২০১৩

রিক্সায় করে বাসায় ফিরছিলাম, রাস্তায় অনেক জ্যাম। জ্যামের মধ্যে রিক্সার উপর বসে আছি,হালকা বাতাসও গায়ে লাগছে,,,,,,,,,,
কেন জানি মনটা খারাপ হয়ে গেলো,,,,
গলার মধ্যে ব্যাথা করতে লাগল, চোখ ঝাপসা হয়ে এলো,,,,,,,,
কত যে স্মৃতি মনে পরতে লাগলো,,,,,
চারিদিকের এই ব্যাস্ততার মধ্যেও আমি স্মৃতির মাঝে হারিয়ে যেতে লাগলাম,,,,,, ,
একটু পর রিক্সাওয়ালা মামা বললেন,মামার চোখে কি পোকা ঢুকছে,,,,,,,,???
রুমাল দিয়ে চোখটা মুছে আমি বললাম,,,
হুম মামা,,,,,,,



স্মৃতি গুলো হয়তো ঝাপসা হয়ে আসে একদিন ,মানুষ হয়তো ভুলে যায় ,মেসেঞ্জার এর লাস্ট সিন কখন ছিল তা আর চেক করা হয়ে উঠে না, ১১ ডিজিটের নাম্বার টাও আস্তে আস্তে ভুলে যেতে হয়, ফেইসবুকেও আর অপেক্ষা করা হয় না যে কখন প্রিয় মানুষটির পাশে সবুজ বাতি জ্বলে উঠবে,অনেক কথা জমিয়ে রাখতে হয় আর সেগুলো কথার ভারেই বিলীন হয়ে পরে ,অতি গোপনে এক ফোঁটা জল গরতে দেখা যায় চোখের কোনায়, চশমার ফাঁকে চোখ দুটো ছলছল করে উঠে.........
এভাবে একসময় সবকিছু হারিয়ে যায় ,হারিয়ে যেতে হয় .........

কিন্তু ডায়রির পাতাগুলো রয়ে যায় নীরব সাক্ষী হয়ে ...
যাকে ছুঁয়ে দিলেই পাওয়া যায় পুরনো অনুভূতি,
উজ্জীবিত হয়ে ওঠে হারিয়ে যাওয়া স্মৃতি ......

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

উদাস কিশোর বলেছেন: ভালবাসার কথামালা নিয়ে ভরা ডাইরির পাতা পড়তে মন্দ লাগলো না ।


আমার লেখা কবিতার কিছু অংশ আপনার জন্য :

তোমাকে ছাড়া ভাল আছি
ডাইরিতে তোমাকে খুজছি
খানিক পরেই চোখ মুচ্ছি
প্রতি রাতে একাই খুন হচ্ছি
ভাঙা গিটারে সুর তুলছি
নতুন করে তোমায় ভুলছি
এই তো তোমায় ছাড়া খুব ভাল আছি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

আমি বিশাল...... বলেছেন: ভালো লাগলো আপনার লেখা কবিতা টি ।
প্রতিটি লাইনে অনেক কিছু অন্তর্নিহিত রয়েছে ...
মনকে নাড়া দিচ্ছে সেগুলো ...

ধন্যবাদ রইলো :)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

প্রবাল ক্ষ্যাপা বলেছেন: ১১ ডিজিটের নাম্বার টাও আস্তে আস্তে ভুলে যেতে হয়, ফেইসবুকেও আর অপেক্ষা করা হয় না যে কখন প্রিয় মানুষটির পাশে সবুজ বাতি জ্বলে উঠবে,অনেক কথা জমিয়ে রাখতে হয় আর সেগুলো কথার ভারেই বিলীন হয়ে পরে ,অতি গোপনে এক ফোঁটা জল গরতে দেখা যায় চোখের কোনায়, চশমার ফাঁকে চোখ দুটো ছলছল করে উঠে.........
এভাবে একসময় সবকিছু হারিয়ে যায় ,হারিয়ে যেতে হয় .........

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

আমি বিশাল...... বলেছেন: :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: আবেগী কথামালায় ভালো লাগা রইলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আমি বিশাল...... বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক আবেগ নিয়ে কথাগুলো লেখা । ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

আমি বিশাল...... বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

মুমু পাখি বলেছেন: আমি বিশাল......আপনাকে একটি গান দিচ্ছি, কিছু লিখতে চাই না বিশেষ, শুধু কামনা ভালো থাকবেন

https://www.youtube.com/watch?v=uJHGxlCZ9lE

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আমি বিশাল...... বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান শেয়ার করার জন্য ।
ভালো থাকুন সবসময় ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.