![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যবিত্তের চাওয়া পাওয়া অনেক ,কিন্তু অধিকাংশই অপূর্ণ থেকে যায় । আর অপূর্ণ থেকে যাওয়াটাই খুব স্বাভাবিক। তবে এজন্য তাদের একটুও আক্ষেপ হয় না , বরং জীবন টাকে তারা ভালভাবেই উপভোগ করতে পারে ।
মধ্যবিত্তেরা kfc বা boomers এ যায় না, আর ফেইসবুকে চেকইন ও দিতে পারে না। রাস্তার পাশে ৫ টাকার ঝালমুড়ি অথবা ২০ টাকার ভেলপুরি খেয়েই তারা তৃপ্তি পায়। তাদের অভাব আছে অনেক,কষ্টও অনেক,কিন্তু তারা সেগুলো ভালভাবেই চেপে রাখতে পারে। এ কাজে এরা অনেক পটু ,কারণ সৃষ্টিকর্তা তাদেরকে জন্মের সময়ই এ ক্ষমতা দিয়ে দেন। হোক না অনেক কষ্ট,তবুও এরা সবসময় হাসিখুশি থাকে। দুই-একটা টিউশনি করিয়ে,লোকাল বাসে ঝুলে,দিন শেষে এরা বাড়ি ফিরে ।
তারপর ঠাণ্ডা ভাত,আলুসিদ্ধ নয়তো ডাল দিয়েই এরা তৃপ্তিসহ খাবার খায় । শক্ত বিছানায় পিঠ ঠেকিয়েই এরা পরম আনন্দে ঘুমাতে পারে। এরা অনেক স্বপ্ন দেখে ।অনেকটা এমন যে, তার একটা সুন্দর ছোট বাড়ি থাকবে,ছোট একটা গাড়ি থাকবে ,বাড়ির সামনে ছোট্ট একটা বাগান থাকবে ,যেখানে সে তার বাবা-মা আর ভালবাসার মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে বাস করবে । এ স্বপ্নগুলো দেখেই তারা মনে আনন্দ পায় ।হয়তো এ স্বপ্ন গুলোই তাদের বাঁচিয়ে রাখতে আর সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়.........
মধ্যবিত্তের ভালবাসার মানুষ বলতে কেউ হয়তো থাকে না, থাকতে নেই ......
বাসে যেতে,রাস্তায় হাঁটতে তারা হয়তো অনেক কেই দেখে ।দুই-এক জনকে ভালও লাগে ।কিন্তু পরক্ষনেই সে ভাল লাগা কোথায় যে হারিয়ে যায় তা তারা নিজেও জানে না । কিন্তু সৃষ্টিকর্তা তো একজন আছেন, তিনি হয়তো এই মধ্যবিত্তের জন্যও কাউকে না কাউকে সৃষ্টি করেছেন......
হয়তো চলতে চলতে দেখাও পেয়ে যায় সেই মানুষটির সঙ্গে। মধ্যবিত্তের ভালবাসা হয়তো আজ কাল কার মত না । তারা হয়তো দামি কোন রেস্টুরেন্টে যায় না, বড় কোন শপিং কমপ্লেক্সেও যাওয়া হয়ে উঠে না। তাদের ভালবাসা হয়তো রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে ১০ টাকার বাদামে ,নয়তো নিউ মার্কেটের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় ।
আসলে মধ্যবিত্তের ভালবাসা আহামরি কোন জিনিস না । মধ্যবিত্তেরা ভালবাসার মানুষটিকে হয়তো কোন গিফট দেয়া না আর দিলেও সেটা তার জন্মদিনে। ভালবাসার মানুষটি কিন্তু এতে কোন রাগ বা অভিমান কিছুই করে না। বরং সে ভালবেসে যায় অন্তরের অন্তঃস্থ থেকেই। হয়তো মাঝে মাঝে একটু আধটু ঝগড়া হয়। গম্ভীর হয়ে থাকা,হেসে কথা না বলা,এইতো ।খুব বেশি না ,হয়তো ২-১ ঘণ্টা এভাবে চলে ,তারপর মানিয়ে নেই দুইজনই । অবশ্য সবকিছুর সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা মধ্যবিত্তের একটু বেশিই থাকে ।
তারপর কোন একদিন তাদের সেই স্বপ্ন টিও আস্তে আস্তে পূরণ হয়। সেই ছোট একটা বাড়ি ,বাড়ির সামনে ছোট্ট একটা বাগান,ছোট একটা গাড়ি ,মা-বাবা আর সেই মানুষটি। দিন শেষে যার হাতটি ধরে শত ক্লান্তির মাঝেও একটু প্রশান্তি পাওয়া যায় ।
মধ্যবিত্তের ভালবাসা মুখের ভাষায় প্রকাশ পায়না , প্রকাশ পায় তাদের চোখের আর মনের ভাষায়।
ভালো থাকুক মধ্যবিত্তেরা ,বেঁচে থাকুক তাদের ভালবাসা .....................
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০
আমি বিশাল...... বলেছেন: ওরা বেঁচে থাকবে ...... হয়তো আমরা থাকবো না ............
ধন্যবাদ ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১
বাবুল হোসাইন বলেছেন: মধ্য বিত্তের চোখটা যদি মানিয়ে নেয়ার মধ্যেই ঘুরপাক খেত তাহলে সমাজ সংসারে এত অস্থিরাতা কেন? তারাই সংখ্যা গরিষ্ঠ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
অজ্ঞজনের কথা বলেছেন: বেচে থাক!!. বেঁচে থাক!!।। ওই বাঁচলে আমরাও একটু বাঁচি।