নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ সময়ের পথিক......

আমি বিশাল......

আবার সেই একাকি বিকেল,,,,,,,,,, ভীর ঠেলে নিশ্চুপ হেটে চলা,,,

আমি বিশাল...... › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকতে চাই,সব কিছু ভুলে যেতে চাই

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

এইতো, কয়েকদিন আগে তোমাকে খুব মনে পরত। খুব অসহায় লাগত নিজেকে, ভাবতাম সবকিছু মনে হয় হারিয়ে যাচ্ছে। এতটা কষ্ট আমি কোনদিনও পাই নি, বলা যায় কেউ দেয়ও নি। কোন এক যন্ত্রণা বুকের মধ্যে সবসময় ছটফট করত, খুব কাঁদতে ইচ্ছা করত। কিন্তু সেটাও পারতাম না। সবসময় ভয় হতো যে ,মা যদি টের পেয়ে যায়।তবে একটা উপায় ছিল আমার কাছে।একমাএ বাথরুমে গেলেই একটু নিরিবিলি হতে পারতাম। বেসিনের ট্যাপ ছেরে দিতাম,সামনের আয়না টাকে তখন খুব আপন লাগত। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম আয়নার ওপাশের মানুষটিকে, মনে হতো যেন নিজের আত্নার আয়নায় নিমগ্ন হয়ে যাচ্ছি। তারপর দুই চোখ দিয়ে অঝোরে জল পরত, আর সেই জ্বলের ফোঁটা গুলো বেসিনের পানির সঙ্গে মিশে যেত। এভাবে কাওকে না জানিয়ে, না বুঝতে দিয়ে অনেক কেঁদেছি, শুধু মাত্র একটু হাল্কা হওয়ার জন্য।বাথরুম থেকে যখন বের হতাম মা প্রায়ই বলতো " কি রে চোখ এত লাল হইছে কেন ? " ।আমার উত্তর টাও অতি সাধারণ ছিল, বলতাম " কিছু না,ওই সাবানের ফ্যানা ঢুকছে একটু " । এইতো এভাবেই দিনগুলি চলে যেত ।

তবে এখন আর কাঁদি না,ইচ্ছা করে না।নিজেকে মানিয়ে নিতে পারি ভালভাবেই। বাথরুমে গিয়ে এখনও আয়নার ওপাশের মানুষটার দিকে তাকিয়ে থাকি,তবে কাঁদি না। শাওয়ারের ঝুরঝুর বৃষ্টিতে ভিজি,স্নান সেরে নেই,ধুয়ে ফেলি সব দূষিত আর্বজনার ক্লেদার্ত ।

এখন আর চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই না, খুব চেষ্টা করেও পারি না। আগের মত আর মনেও পড়ে না। মাঝে মাঝে ভাবি এতো তাড়াতাড়ি তোমাকে ভুলে যাচ্ছি কেমন করে............ ??কিন্তু উত্তরটা আর পাই না ,পাবোও না হয়তো ............
তবে মাঝে মাঝে হঠাৎই তোমাকে মনে পরে, খুব বেশি করে ...
ফোনের দিকে তাকিয়ে থাকি,এই বুঝি তোমার ফোন আসলো,নয়তো টেক্সট ,নয়তো মিসড কল। কিন্তু তারা যে আসে না,আসতে নেই হয়তো...
শত বাস্ততার মাঝেও দুই-তিন মিনিট পর পর ফোন চেক করি। কিন্তু না, আসে নি ......
জানি আসবে না,কিন্তু তবুও নির্বোধের মত চেয়ে থাকতে ভালো লাগে ।।
এও জানি যে,তোমার ফোন আসলে হয়তবা আমি রিসিভ করবো না,টেক্সটের রিপ্লাইও না ,আর মিসড আসলে কল ব্যাকও করবো না ।
কিন্তু তবুও....................................

পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর সেটাই আজ আমাকে আসতে আস্তে আস্তে শেষ করছে। খুবই আস্তে আস্তে...
আচ্ছা ফেরার কি আর কোন উপাই নেই ?
আমি যে আবার তোমার সাথে রাত জেগে চাঁদ দেখতে চাই,হাত ধরে অনেক দুর যেতে চাই ......

থাক, এসব চিন্তা আর না । আমি ভালো থাকতে চাই,সব কিছু ভুলে যেতে চাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.