![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না... আর পারলাম ই না । ফেইসবুক এর ফেইক আইডি দিয়েই তোমাকে দেখতে হল । কাওকে না জানিয়ে,না বুঝিয়ে চুপি চুপি তোমাকে দেখলাম । অনেক রাগ,অভিমান আর দুঃখ ছিল তোমার উপর, কিন্তু চোখের পলকে কই যে সব হারিয়ে গেল আর খুঁজেও পেলাম না ।
আনন্দ গুলো যেন চোখ বেয়ে ঝরে পরছিল,কিন্তু নিজেকে সেটা কোন ভাবেই বুঝতে দেই নেই । ডানে - বামে, উপরে- নিচে তাকিয়ে কোন ভাবে এই আনন্দ ধারাগুলোকে সঞ্চয় করে রেখেছি
। একমাত্র আনন্দ এগুলোই ,এগুলো চলে গেলে আর কি নিয়ে থাকবো বলো ??
পরিস্থিতি দুইদিকে নিয়ে গেছে আমাদের,কিন্তু আমি না সেই আগের জায়গা তেই পরে আছি । কতোটা পাগল আমি বলো !!!!!
ফোনের ডায়াল লিস্টে আগে শুধু তোমার নামটাই থাকত । কিন্তু সেগুলো যে কোথায় হারিয়ে গেলো ........................
মাঝে মাঝে ভাবি যে... আরেহ... স্বপ্ন দেখছি না তো ?? :O
কিন্তু না... অতীত গুলোকেই এখন স্বপ্ন মনে হয় ...
আর লিখতে পারলাম না...ভালো লাগে না কিছুই......
ভালো থেকো
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: কিন্তু না... অতীত গুলোকেই এখন স্বপ্ন মনে হয় ...
আসলে অতীত গুলো ফেলে আসা স্বপ্নের খোলস। নতুন স্বপ্ন নিয়ে বাঁচুন। পৃথিবী কারো জন্য থেমে থাকে না।