![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গপনে
তোমারই অন্ধকারে
যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নিরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করে
নেব সেই সীমানায় তোমাকে
যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে
আবার এসে দাড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকে পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমে সেই বাস্তবতা
কিংবা মলিন সান্তনা
আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙ্গতে হবে ঘোর
হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত
আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ
চিনবো একে একে
পিছু ফিরে পাই
ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে
উৎসবের উৎসাহে
ব্যান্ড - আর্টসেল
এ্যলবাম - আন্ডারগ্রাউন্ড
২| ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: ঈদ মোবারক ।
৩| ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
বিহঙ্গ বলেছেন: "বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ
চিনবো একে একে
পিছু ফিরে পাই
ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে"
ভারি সুন্দর। ৫৫৫
৪| ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
রাগ ইমন বলেছেন: ধুরু ,আসক্ত , আমি তো তোমার কবিতা মনে করে ৫ এ টিপি দিলাম। তারপর গান এর লিরিক দেখে আবার ফেরত নিলাম । নাহ! এই সব কি !
মুঠো মুঠো রোদ ঘেটে হাতে উঠে এলো
এক বেলার সূর্যগ্রহন
চোখে লেপে আর দেখি না বাইরে পৃথিবী
সেই রোদেলা রাত ভোর না হলে
আমি শুধু তোমাকেই দেখি
স্মৃতি নামক এক আবছা আয়নায়
হাত ভরা আঁধার নয়
উঠে এসেছিলো তোমার ছায়া
আমার মস্তিষ্ক জঠরে
তোমার কায়াহীন মায়া ।
ঈদে তোমার জন্য এই কবিতা দিলাম। কেমন একটু বিষন্ন হয়ে গেলো । একটা বিষন্ন গান দেওয়ার শাস্তি ।ঃ)
৫| ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
রাশেদ বলেছেন: ঈদ মোবারক।
৬| ১৫ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: @বিহংগ - ধন্যবাদ
@ভৈরবী দিদি নিজের লেখা না হলেও টাইপ করতে কিন্তু কষ্ট হইসে। আর আপনার কবিতার কথা কি বলব ! জীবনে প্রথম পরিবার ছেড়ে ঈদ করলাম আপনি আর নতুন করে মন বিষন্ন করবেন কি!
@রাশু ভাইএর নাকি পুস্ট বারসে !!
৭| ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫২
শাহেদুর রহমান বলেছেন: @বিষাক্ত মানুষ, আপনার এই পোষ্টটা কিভাবে যেন মিস হয়ে গিয়েছিল! অনেক ধন্যবাদ লিরিকসের জন্য।
৮| ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: ব্যাপারস্ না
৯| ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০১
আমি কে বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০২
মানুষ বলেছেন: ঈদ মোবারক