নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

চিঠি . . . .মৌসুমি ভৌমিক

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:০৫

এখন সকাল এখানে সকাল মেঘলা সকাল

মাটি ভেজা ভেজা গন্ধ

তোমার আকাশে কত তারা ভাসে

তুমি দেখনাতো তোমার জানালা বন্ধ



তোমার চিঠি কালকে পেয়েছি

ক'হাজার মাইল পেড়িয়ে এসেছে

তোমার কথার ছন্দ

একা একা রাত কাটানো কবরে

কুয়াশা ছড়ানো ভোরের খবরে

পাওয়া না পাওয়ার দ্বন্দ



আমার এখানে একই কাঁদাজল

বর্ষা কালে দু'পায়ে মাখানো

বাড়িতে বাইরে সেই অবিকল

একইরকম সময় কাটানো ।।



বাবার ছানিটা

বেড়াল ছানাটা মায়ের পোনাটা

সবই বেড়ে গেছে যাচ্ছে

রাত কেটে দিন

দিন কেটে দিন

জলভেজা দিন

নীলআকাশী দিন আসছে



বলতে ভুলেছি সেই যে গাছটা

আধমরা সেই ফুলের গাছটা

সেই গাছটাতে নতুন কুড়িতে

নতুন প্রানের ছন্দ

বাঁচার সেকি আনন্দ



আর কি জানাবো তোমাকে বলো

কথায় কথায় বৃষ্টি নামলো

হাওয়ায় ফুলের গন্ধ

তুমি ভালো থেকো

আমি ভালোই আছি

ভালোবাসা নিও



ভালোবাসা নিও

তুমি ভালো থেকো





চিঠি

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:১৩

রাশেদ বলেছেন: শুনি নাইক্কা।

২| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২২

মানুষ বলেছেন: আমার ফেভারিট গান। বিষু আর আমার পছন্দতো এক রকম দেখি। আমরা কি একই মানুষ তাহলে?

৩| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: আমি আর খেলুম না ... মানু আমার ব্লগ হ্যাক করসে .... গানটা কইলাম আমি দিইনাইক্কা .. মানু দিসে .. জাতির কাছে এর বিচার চাই ।

৪| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৮

সাইফুর বলেছেন: ভালা লাগছে......মানু ভালা পোলা..ওর বিচার করনের দরকার নাই

৫| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৪

রাশেদ বলেছেন: শুনলাম। সুন্দর গান।



মানুর ফাসি চাই!

৬| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৭

সাইফুর বলেছেন: টুপি খুইলা রাখছি....ডাক্তার হওনের খায়েশ জাগছে(ভারচুয়ালি) এই জন্য এই চেহারা নিছি...

৭| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৪

সর্বদাবেলায়েত বলেছেন: লিংকটা দিয়ে চিরকৃতজ্ঞ করলেন। আমি পিপি আপুর কাছে লেখা ৫০ টি চিঠিতে এবং ও আমার কাছে লেখা প্রায় দেড়শ' চিঠিতে শেষের ৪টা লাইন ব্যবহার করছি।

আমি ভালো আছি
তুমি ভালো থেকো
ভালবাসা নিও
ভালবাসা নিও

আচ্ছা 'বলতে ভুলেছি সেই যে গাছটা/ আধমরা সেই ফুলের গাছটা..' এই লাইনটা শুনলে আপনারও কি আমার মতো অনুভূতি হয়?

৫।

৮| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: @সর্বদাবেলায়েত বলেছেন :"আচ্ছা 'বলতে ভুলেছি সেই যে গাছটা/ আধমরা সেই ফুলের গাছটা..' এই লাইনটা শুনলে আপনারও কি আমার মতো অনুভূতি হয়?"

কি আশ্চর্য !!! এখানে যখন স্কেলটা উঁচুতে ওঠে আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি হয়।

৯| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ২:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: হ ... মানুর ফাঁসি চাই ।।

১০| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ২:৩৮

আহমাদ মুজতবা বলেছেন: বস ইয়াহুতে আহেন একটু কথা কই।।

১১| ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:০১

রন্টি চৌধুরী বলেছেন: এখানে আসার প্রথম দিকের কথা, বাসগুলো চলত আর কানে বাজত গান। এই গানটা বাজতেই অন্যরকম একটি ফিলিংস হত যদিও তা হবার কারন ছিল না। দেশে এই গান অনেকবার শুনেছি তখন এইরকম ফিলিংস হয়নি।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১

অক্ষর বলেছেন: লিঙ্ক কৈ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: দিছি এইবার

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১১

আরিফুর রহমান বলেছেন: ইমেইল এর বাংলা প্রতিশব্দ প্রস্তাব করছি। 'ইঠি'

ইমেইল = ইঠি

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: খারাপ লাগতাছে না শুন্তে ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৪

অক্ষর বলেছেন: ভালৈ, খারাপ না

১৫| ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৯

আদিবাসি বলেছেন: বাঁচার... সে কি... আনন্দ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.