![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
অঞ্জন দত্ত এবং নিমা রহমানের 'গানে গানে ভালোবাসা' এ্যালবামের একটি গান। গানটার নাম জানি না । লিংকও জানি না ।
(ড়াষূ তুমি যেখানেই থাকো অতি শীঘ্রই প্যান্ডেলের কাছে গানের লিংকটা নিয়া আসো . . .হ্যালো ড়াষূ... হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং....)
আমার রাস্তা আমার বাড়ি
আমার ফাটা দেয়াল
আমার পোড়া মনের অজস্র জঞ্জাল
ভাঙছে কেবল ভাঙছে
শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
আমার রাত্রি আমারই সকাল
একই ভাবে ঘামতে ঘামতে
মনের ভেতর নামতে নামতে
কোনমতে করছি দিনটা পার
চলছে চলবে
চলছে চলবে এই ভাঙাচোরা
গল্পটা আমার
নাকে আমার পোড়া পিঠের গন্ধ
বুকে কালো ধোঁয়া
হাতে-পায়ে শুধুই অবক্ষয়
তবু কাশতে কাশতে
এখনও যে হাসতে
পাড়ি ভালোবাসতে
নিজের কাছে
নিজেরই বিস্ময়
করবো যে আর কত ঘেন্না
নিজেই নিজের ছায়াটাকে
করবো যে আর কত অপমান
আবার তো সেই আষ্টেপিষ্টে
জড়িয়ে নিজের নরকটাকে
গাইবো আমি ভালোবাসার গান
এসো আমার ঘরে একবার
তুমি এসো আমার ঘরে একবার
পারো যদি দেখে যেও
বেঁচে থাকা কারে বলে
এসো আমার শহরে একবার
২| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২১
মানুষ বলেছেন: http://www.janina.com
৩| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৩
ছায়ার আলো বলেছেন: এইটা শুনি নাই।
খবর কি বিষু?
৪| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: @ড়াষূ - তিন নাম্বার ট্র্যাকে আছে গানটা সম্ভবত
@মানু - আমগো মানু দিহি সব জানে
@ ছালু - ভালো ছালু . . . "ছালু কেন খালু" ছবির কদ্দুর হইলো >??
৫| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩০
ছায়ার আলো বলেছেন:
রাশুরে নিয়ে একটা কোবতে লিখছি !@@!2299337 !@@!2299338 দ্রষ্টব্য
৬| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩২
রাশেদ বলেছেন: নাম না জানলে আরুম না। খুজলাম, এই নামে কোন অ্যাল্ব্যাম পাইলাম না। নতুন নাকি?
৭| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: ছালু -- আমি অথবা ড়াষূ যদি তুমারে নিয়া কুবিতা লিখি, তোমার ভুরুর লোমডি সব ঝরে ঝরে পড়ে যাবে ।
৮| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
রাশেদ বলেছেন: হো হো!!
৯| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪০
ছায়ার আলো বলেছেন:
১০| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: এ্যলবামের নাম 'গানে গানে ভালোবাসা' . আবৃতি আর গানের কম্বিনেশন ।
১১| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: পাইসি রে !!
১২| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
রাশেদ বলেছেন: পাইছি। মুরছনায় আছে।
১৩| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
রাশেদ বলেছেন: Click This Link
১৪| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
রাশেদ বলেছেন: দেশিকথায় আছে? পাই নাই তো আমি।
১৫| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৬
নিঃসঙ্গ বলেছেন: মূর্ছনা ডট কম
১৬| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: এখন বাইর হইসে ... আরও কতখানে পামু !!
ড়াষূ রে ধইন্যাপাতার তোড়া।
১৭| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
রাশেদ বলেছেন: আবে! এইডা যে কোবতে, সেইটা আগে কইবা না। তাইলে তো খুজা সোজা।
১৮| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৪
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।
১৯| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
দিগন্ত বলেছেন: যতদূর জানি আলবামের নাম প্রিয় বন্ধু।
২০| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
সুমি বলেছেন: রাশেদ ভাইয়া ---
মুরছনায় কোথায় আছে--- ?
২১| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
রাশেদ বলেছেন: যেই লিঙ্কটা দিছি ঐটাতে ক্লিক কর।
Click This Link
২২| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
রাশেদ বলেছেন: ইয়া মাবুদ!
২৩| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪১
রাশেদ বলেছেন: মুর্ছনার গান ডাউনলোড পেইজে যাও। ঐখানে কবিতা গল্প নাটক সিলেক্ট কর। ভিতরে দেখবা গানে গানে ভালোবাসা নামে একটা ফোল্ডার আছে। ঐটাই।
২৪| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪১
রাশেদ বলেছেন: বিমা, বিশাল লিঙ্কটা মুইছা দিও।
২৫| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৪
নিঃসঙ্গ বলেছেন: murchona.com / Download Songz / Kobita - Golpo - Natok / Gane Gane Bhalobasha /
২৬| ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
সুমি বলেছেন: প্প্বক্কপ্প্বজ্জপ্প্বক্ষপ্প্মপ্প্ব্বে প্প্ব্লপ্প্বজ্জপ্প্ব-ে---------
২৭| ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: মুর্ছনায় যেটা আছে সিটা ঠিক না । সেটা অন্য এ্যালবাম। আমি যে লিংকটা দিসি সেটা ঠিক আছে।
২৮| ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৫৫
রাশেদ বলেছেন: হুমম...
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪৭
ধ্রুব বলেছেন: ১০০+ বস। আমার পছন্দের গান গুলোর একটা
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ ধ্রুব ...
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২১
রাশেদ বলেছেন:
শুনি নাইক্কা। আইচ্ছা খুইজা দেখতেছি!