নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

সরলতার প্রতিমা ....... (খালিদ) .... উৎসর্গ কুবি মানু

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৬

তুমি আকাশের বুকে

বিশালতার উপমা

তুমি আমার চোখেতে

সরলতার প্রতিমা



আমি তোমাকে গড়ি

ভেঙ্গেচুড়ে শতবার

রয়েছো তুমি বহুদুরে

আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া



আমার পথে তোমার ছায়া

পড়লে আড়াল করে

থমকে সে যাবে জীবন গতি

সেকি তোমার অজানা



রয়েছো তুমি বহুদুরে

আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া



শ্রাবণ বেলায় তোমারই কথা

ভেবে বিষন্ন এ মন

আশার পথে দিয়েছি পাড়ি

যেথা তোমার বিচরন



রয়েছো তুমি বহুদুরে

আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

লাগে না লাগে না জোড়া



--------খালিদ



সরলতার প্রতিমা

মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-১

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯

মানুষ বলেছেন: এই গান আমি বাথরুমে খুব ভাল গাই। তোমরা আমার বাথরুমের সামনে আইসা দাঁড়াও, আমি গাওয়া শুরু করলাম।

২| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

আলী আরাফাত শান্ত বলেছেন: এই গান যখন শুনি তখন চিটাগাংএ।গানটা লোকজনের এতই পছন্দ হয়েছে চিটাগাং হাটে মাঠে এই গান চলছিল।
এক বিয়ার অনুষ্ঠানে ক্ষ্যাপে গেছিলাম।এই গান গায়া একশো টাকা বখশিশ পাইছিলাম।

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫

বিষাক্ত মানুষ বলেছেন: মিষ্টান্ন খাওয়াও .... :)

৩| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২

রকি ভাই বলেছেন: নাক কি বন্ধ কইরা আসবো, নাকি বাতাস থাকবে নির্মল?

৪| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: মানুর বাথরুমের ছিটকানি নাই .... তাই সে ভিতরে বইসা আওয়াজ দেয় (ম্যান এট ওয়ার্ক)

৫| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

রকি ভাই বলেছেন: আওয়াজ কেমনে দেয়, মুখ দিয়া, নাকি....

৬| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭

রকি ভাই বলেছেন: ই সিন্পস থিকা এখন আর গান ডাউনলোড করা যায় না

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: এইখানে যান Click This Link
সিস্টেম বাইর হইসে ......... ;)

৭| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৯

আলী আরাফাত শান্ত বলেছেন: বস আসলে জীবনে প্রথম ক্ষ্যাপেই ১০০ টাকা পাইছিলামতো।আলাদা ফিলিংস।
ওকে গ্রান্টেড।আগে ঢাকায় আসো।

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: ওকিডোকি

৮| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩১

মুকুল বলেছেন: ম্যাসেঞ্জারে আহো। বাথরুম থেইকা গানটা সরাসরি শুনাইয়া দিমুনে। :)

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: লাইভ ফ্রম বাথরুম !!!!...:)

গন্ধেতো মুনে হয় ইয়াহু সার্ভার ক্র্যাশ করবো ।।।

৯| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৪

একরামুল হক শামীম বলেছেন:
মুকুল ভাই কোন ম্যাসেঞ্জার
ইয়াহু নাকি এমএসএন?

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: যেই কোম্পনির লাল বাত্তি জ্বালাইতে চান সেইডাতে শুনেন .... সার্ভার ক্র্যাশ কনফার্ম ...:)

১০| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫

একরামুল হক শামীম বলেছেন:
হ আমি কত্তো গান লেখলাম আর সুর দিলাম কেউ শুনল না।
তার পরিবর্তে পরতেক দিন সকাল বেলা পাশের বাসার এক মাইয়ার সারেগামা শুনতে অয়। আর সকালের ঘুমটার বারোটা বাজে।
বড়ই দুষ্ক!!!!

১১| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮

ঝড়ো হাওয়া বলেছেন: ই সিন্পস থিকা গান ডাউনলোড করা শিখলাম
ধন্যবাদ বিষাক্ত এবং রাশেদ

১২| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি ড়াষূর এ্যাডভার্টাইজিং পোস্ট দিলাম নি !!!! :)

১৩| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫

সাইফুর বলেছেন: Click This Link

গান ডাউনলোড করুন ইস্নিপস থেকে...
সৌজন্যে রাশু দাদা:)

১৪| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮

একরামুল হক শামীম বলেছেন:
রাশেদ ভাই খুবই ভালা লোক।
ধইন্যবাদ রাশেদ ভাইজান।

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: হ ... ড়াষূ বাই ভালা লুক .... খালি পিয়াজ খায় মাঝে মাঝে...;)

১৫| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

মুকুল বলেছেন: শামীম ভাই, আপনার ইয়াহু দ্যান। অ্যাড কইরা লমুনে। :)

১৬| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

েজবীন বলেছেন: :).... কিছু কইবার নাই

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১১

বিষাক্ত মানুষ বলেছেন: জবান বন্ধ !!!

১৭| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

আলী আরাফাত শান্ত বলেছেন: মেইল চেক করো।গান পাঠায়ছি।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০

হমপগ্র বলেছেন: ভাল গান। আমার একটা এফেয়ারে এটা থিম সোং ছিলো। যদিও এফেয়ারটা সাক্সেস ফুল হয় নাই। মানে কুনু ডেস্টিনিশন ছাড়াই এফেয়ারটা শেষ হয়। যাউজ্ঞা। মনে করায় দেবার জন্য ধইন্যাপাতা

২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১০

বিষাক্ত মানুষ বলেছেন: আহারে .... :)

১৯| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪১

তানজিলা হক বলেছেন: হায় হায় তুমি এই গান পোষ্ট করলা!
কি হইলো তোমার আবার!
কে ছেকা দিলো!
কিছুইতো জানলাম না।দারাও রহস্য উদ্ধার করতাছি।



২০| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪

রাশেদ বলেছেন: পছন্দের গান। থ্যাঙ্কু।

২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষূ জিলাপির নয়া নাটকিয় পোস্ট দেখসো !!!! :)

২১| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৯

চিচিং ফাঁক !! বলেছেন: গান টা এখন বিরকতো লাগে

২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: আমারো .....:D

২২| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৯

আউলা বলেছেন: গানে ভুল আছে ২ বেহায়ার জন্য(রাশুভাই ও নাইকা)


তোমরা আকাশের বুকে
বিশালতার উপমা
তোমরা আমার চোখেতে
সরলতার প্রতিমা

আমি তোমাদের গাড়ি
ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তোমরা বহুদুরে (গার্মেন্টসে)
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
...................

২৩| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১২

রাশেদ বলেছেন: X(

২৪| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৩

রাশেদ বলেছেন: এত সকালে এইটা হাজির হইল কই থাইকা!! :(

২৫| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬

আউলা বলেছেন: ঘুম থেকে

২৬| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৭

রাশেদ বলেছেন: যাও। ঘরের কাজ কাম কর। বাসায় কুন কাম কাজ করে না, খায় দায় আর ব্লগে বইসা থাকে!! ফাকিবাজ! :)

২৭| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩২

আউলা বলেছেন: না পেরে তো ভাগিয়ে দিতে চাইবেই তোমরা তাই বলে কি আর চলে যাবো?

২৮| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪

রাশেদ বলেছেন: হ! বাসার সবাই ঘুম আর এই চান্সে ব্লগে বইসা আছে! পরীক্ষায় পড়া কি মাথা দিয়া আর ঢুকে না! B-)

২৯| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮

আউলা বলেছেন: সব খতম করে ফেলাবো তবে পরীক্ষার হলে যাবার আগে

৩০| ২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৩

ছায়ার আলো বলেছেন: গানটা ভালো...কিন্তু বাথরুমের গন্ধের চোটে থাকতে পারতেসিনা B-)

৩১| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৬

জয়িতা বলেছেন: এই গানটা আমার খুবই প্রিয়।কত শুনতাম....এখনও শুনি।থ্যাংকু বিমা।

২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: তুমারেও থ্যাংকু আফা

৩২| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

রাহুল বলেছেন: জোস...গান।

২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪

বিষাক্ত মানুষ বলেছেন: এখন আর কেন জানি ভাল্লাগেনা আগের মত ।।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬

জয়িতা বলেছেন: কি তুমার ভালা লাগে না?কি কও?আমার এখনও ভাল্লাগে।কেমন যেন।

২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: বুড়া হইয়া যাইতাসি মনে হয় ..... :(

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯

জয়িতা বলেছেন: হ তাই মনে অয়।অন্জু ঘোষের নায়ক ত তাই।

বেদের মেয়ে জোস্না ভাল্লাগে?

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩

নাদান বলেছেন: গানটা আমারো প্রিয়।

৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০

আউলা বলেছেন: আচ্ছা নকিব ভাইয়ার ১টা গান চাই। পিলিস

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: কোনটা ??

৩৭| ২০ শে মে, ২০০৮ রাত ৯:৪৩

আউলা বলেছেন:
আবারও বলছি

গানে ভুল আছে ২ বেহায়ার জন্য(রাশুভাই ও দাদা)


তোমরা আকাশের বুকে
বিশালতার উপমা
তোমরা আমার চোখেতে
সরলতার প্রতিমা

আমি তোমাদের গাড়ি
ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তোমরা বহুদুরে (গার্মেন্টসে)
আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা

৩৮| ২০ শে মে, ২০০৮ রাত ৯:৪৪

রাশেদ বলেছেন: :-P :-P

৩৯| ২০ শে মে, ২০০৮ রাত ৯:৫৩

আউলা বলেছেন: দাদা রাশুভাই তোমাকে ভেংগানি দিয়ে গেল ;)

২০ শে মে, ২০০৮ রাত ৯:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: এই বুদ্ধি নিয়া ইসকুলে যাও !!! রোল নাম্বার কত ??

৪০| ২০ শে মে, ২০০৮ রাত ৯:৫৮

রাশেদ বলেছেন: লেখক বলেছেন: এই বুদ্ধি নিয়া ইসকুলে যাও !!! রোল নাম্বার কত ??

৪১| ২০ শে মে, ২০০৮ রাত ১০:০২

আউলা বলেছেন: আমার রোল নম্বর ৫৩

৪২| ২০ শে মে, ২০০৮ রাত ১০:০৩

রাশেদ বলেছেন: ৫০ জনের কেলাসে ৫৩ রোল! B-)

৪৩| ২০ শে মে, ২০০৮ রাত ১০:০৪

আউলা বলেছেন: তোমাদের তো রোল নম্বরই দেবার কথা নয়

৪৪| ২০ শে মে, ২০০৮ রাত ১০:০৭

রাশেদ বলেছেন: আমরা এইসবের উর্ধে! :P

২০ শে মে, ২০০৮ রাত ১০:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: হ ... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.