নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আকাশ এতো মেঘলা ----- (সতীনাথ মুখোপাধ্যায়)

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭

আকাশ এতো মেঘলা

যেও নাকো একলা

এখনি নামবে অন্ধকার

ঝড়ের জল-তরঙ্গে

নাচবে নটি রঙ্গে

ভয় আছে পথ হারাবার



গল্প করার এইতো দিন

মেঘ কালো হোক মন রঙিন

সময় দিয়ে হৃদয়টাকে

বাঁধবো নাকো আর



আঁধারো ছায়াতে

চেয়েছি হারাতে

দু'বাহু বাড়াতে

তোমারি কাছে

যাক না এমন এইতো বেশ

হয় যদি হোক গল্প শেষ

পূর্ন হৃদয় ভুলবে সেদিন

সময় শূন্যতার



আকাশ এতো মেঘলা

যেও নাকো একলা

এখনি নামবে অন্ধকার

ঝড়ের জল-তরঙ্গে

নাচবে নটি রঙ্গে

ভয় আছে পথ হারাবার



আকাশ এত মেঘলা



-------------------- সতীনাথ মুখোপাধ্যায়



(খুব ছোটবেলায় বাবাকে দেখতাম শেভ করতে করতে সতীনাথ মুখোপাধ্যায়ের এই গানটা গাইতো....... বাবার আরেকটা প্রিয় গান ছিলো মান্নাদে আর লতার গাওয়া --

"ইয়ে রাত ভিগি ভিগি

ইয়ে মাস্ত ফিদায়ে

উঠা ধীরে ধীরে

ওহ চান্দ প্যায়ারা প্যায়ারা"

রাজকাপুর আর নার্গিস ছিলো গানটাতে ।

বাবার এখন এত্তবড় দাড়ি... শেভও করে না গানও গায় না.... কিন্তু, কিছু কিছু গান আমার মাথার ভেতর পার্মানেন্টলি গেঁথে দিয়েছে ...এই গানটা সেগুলোর মধ্যে অন্যতম ।)

মন্তব্য ১১১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫০

জ্বিনের বাদশা বলেছেন: +++++

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫০

হ্যারি সেলডন বলেছেন: ঝাক্কাস গান। পিলাস।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: :)

৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫২

তানজিলা হক বলেছেন: আমার বাবারও দাড়ি আছে।

তবে সে গায়........ওকি গাড়িয়াল ভাই...........এই গানটা বেশি গায়।

তোমার এই গানটা কোথায় যেনো শুনছি মনে করতে পারছি না:(
কিন্তু সুরটা মনে আছে:)

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমি মনে হয় বুড়া কালে ... আয়নায় শেভ করতে করতে মেটালিকার 'ফর হুম দ্যা বেল টোল্স' গামু । :D

৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৪

হ্যারি সেলডন বলেছেন: রাজকন্যা কি কও? আমি পর্যন্ত এই গানের ভক্ত! শেম, শেম!

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: আমাদের জিলাপী আবার ফিমেল আর্টিস্টদের গান বেশী শোনে । (এটা অবশ্য আমার অবজার্ভেশন) :)

৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫

তানজিলা হক বলেছেন: কোন গান এর? @হাড়ি

৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৭

নাঈম বলেছেন: জটিল গান

+++++

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম

৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৮

হ্যারি সেলডন বলেছেন: হায়হায়........এত সুন্দর নামটারে হাড়ি বানায়া দিলা? শেম শেম!

৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৮

রন্টি চৌধুরী বলেছেন: শেষ পর্যন্ত রোডায়ার দাবী কিন্তু মানা হচ্ছে। গানের সাথে সাথে অল্প বিস্তর কাহিনীও বলা হচ্ছে।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: রোডায়া দাবি নামা তো পড়ি নাই ।। গানটা টাইপ করতে করতে ছোট বেলার কিছু ছবি চোখের সামনে ভাসলো .. সেগুলাই লিখে দিলাম ।

৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৮

তানজিলা হক বলেছেন: তুমি দাড়ি রাখবা না!!!

বুরা হলেও রাখবা না!!!

তুমার জন্য দারাও ট্রিটমেন্ট এর ব্যবস্থা করছিX((

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: :D..... লা লা লা ... কোন ফায়দা নাই পার্মিশন নিয়া রাখসি ।

১০| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০০

তানজিলা হক বলেছেন: আচ্ছা যাও নামটাকে অন্যরকম করলাম
@হাড়ি হলডার

১১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০২

হ্যারি সেলডন বলেছেন: হাড়ি হলডার এটার মানে কি?

রাজকন্যা, তোমারে এত সুন্দর নামে ডাকতাছি আর তুমি কিনা আমারে হাড়ি-পাতিল বানায়া ডুগডুগি বাজাচ্ছ! শেইম শেইম!

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: যাক নারূ তাইলে একটা নয়া নাম পাইলো !! আকিকায় কিন্তু জোড়া খাসি ফালাইতে হইবেক ।(ব্লগের খাসিতে কাম হবে না .. গন্ধ)

১২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৩

প্রিয়তি বলেছেন: নাইস একটা গান...

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম.. এইটা আর হেমন্তের "এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন" .. ..দু'টাই দারুন মেঘলা দিনের গান!!!!

১৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪

তানজিলা হক বলেছেন: আরে বুঝনা গান মনের কথ বলে।
আর মেয়েরাতো মেয়েদের মনের কথাই সব সময় বলে
ছেলেরাতো আর বলে না
তাই মেয়েদের গানই বেশি ভালো লাগে
তবে এখন বেশি ভালো লাগে শ্রেয়া ঘোষ এর গান।
তার গালাটাযে কি ভালো লাগে।
মনে মনে ভাবি এমন করে আমি যদি গাইতে পারতাম।:(

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১২

বিষাক্ত মানুষ বলেছেন: মাথা ঘুরতাসে ভাব বাক্য শুইন্যা

১৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪

আউলা বলেছেন: আমি কথা কমু না ভাবছিলাম কিন্তু যেখানে সেখানে আমার নামে যা খুশি বলছো এটা ঠিক না

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: আমি আবার কবে কখন কোথায় কি বল্লম !! :-*
আমি ভালো পুলা ... কখনো কুনু কথা বলি না .. আমারে কেউ কোনদিন কোন কথা বলতে শুনে নাই ।

১৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪

হ্যারি সেলডন বলেছেন: সবাই গান গাইলে শুনবে কেডাই?

১৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৫

আউলা বলেছেন: গান ভাল

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৪

বিষাক্ত মানুষ বলেছেন: পছন্দ হইসে তাহলে !! :)

১৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭

তানজিলা হক বলেছেন: বাইদানিই ই ই ই ই ই ই ই..........
কই থেইক্কা আসলা?

১৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮

হ্যারি সেলডন বলেছেন: আউলিয়ার আবার কি হইল?

১৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯

তানজিলা হক বলেছেন: হাড়ি দেখি কথা কইতেও জানে।
বেশি বক বক করলে এখানেই হাড়ি ভাইঙগা দিবো:)

২০| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯

দোলাহাসান বলেছেন: শুভ নববর্ষ। সুন্দর গান।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: শুভ নববর্ষ । ধন্যবাদ ... আপনার বাহানা একদিন বসে একটানে শেষ করার ইচ্ছা আছে ।

২১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯

আউলা বলেছেন: তোমাদের সবডির মাথা নষ্ট @ হাড়ি (সৌজন্য: জিলু), জিলু, বিমলা

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: শেফালী বেগমের মাথা একদম ঠিকঠাক ।

২২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১

তানজিলা হক বলেছেন: দরি হাতে না আসা পর্যন্ত যাহা বলবা তাহাতেই পার্মিশন দিবে।
হাতে পেয়ে গেলে টান দিবেই।;)

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: কাকে বল্লা ! হাড়িকে !!!

২৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৩

কালপুরুষ বলেছেন: সুন্দর গান। আমার খুব প্রিয়।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: আমারো ।

২৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৪

হ্যারি সেলডন বলেছেন: আউলিয়া কি কয়? ঘুমের মধ্যে আছনি?

তানজিলা, মনচিলা, জিলাপী, তুমি ইতা কিতা কও?


বিমা, আমি চাইছিলাম চিকা'রে দিয়া আকীকা করতে!

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

বিষাক্ত মানুষ বলেছেন: ওয়াক থু !!! আশেপাশের চৌদ্দ গ্রামের লোক ভাগবো ।

২৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬

তানজিলা হক বলেছেন: হাড়ি যেইটা দিয়াই আকিকা করুক তারে দারাই আকিকার খাবার খাওয়া শুরু হইবেক;)

২৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

তানজিলা হক বলেছেন: হাড়িকে কেন এই কথা বলব!
হাড়িরতো আর বাড়ি এখন হয়নি
যার হইছে তাকেই বলছি;)

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২১

বিষাক্ত মানুষ বলেছেন: আমি মনে হয় ধবতে পারছি ... কাকে বলসো :D

২৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২১

আউলা বলেছেন:

জিলাপী!!

ওর নাম তো জিল্লু

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: নাহ .. "জিলাপী" টাই চো চুইট ।

জিল্লু শুনলে মনে হয় এখনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর নইলে মাদারিপুর পাঠাতে হবে ।

২৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২১

হ্যারি সেলডন বলেছেন: হায় হায়, আমার নিক আমি আবার চেন্জ করব। হাড়ি-পাতিল হবনা!

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: হাড়ি কি কয় !!! বাপধন এখনো টের পাও নাই !! যেই রুপেই আসোনা কেন .. নিস্তার নাই । :D

২৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬

হ্যারি সেলডন বলেছেন: বিমা, তুমি বন্ধু মানুষ। আমারে বাঁচাও! হাড়ি-পাতিল বললে আমাকে কলস গলায় দিয়ে রেলের নিচে ঝাঁপ দিয়ে সাগরে ডুবে মরতে হবে!

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক ... পুলাডা নিজেই খাল কেটে অক্টোপাস আনতাসে ।
ব্যাপারনা হাড়ি .. দুদিন পর সব ঠিক হয়ে যাবে । ইউজটু হয়ে যাবা হাড়ি নামে । :D

৩০| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৭

আউলা বলেছেন:

জিল্লু শুনলে মনে হয় এখনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর নইলে মাদারিপুর পাঠাতে হবে।


আরে সেইজন্যই তো ওর এই নাম রে বিমলা সুন্দরী!!


১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: শেফালী ঘোষ .... তুমার মাথার কি হইসে । খালি উল্টা পাল্টা বকো কেন ?

৩১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩১

হ্যারি সেলডন বলেছেন: আইচ্ছা, আমি ঘুমাইতে যাই। স্বপ্নের মধ্যে তোমগো সকলরে পাইছি আইজকা।

৩২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩১

আউলা বলেছেন:

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: ফ্লাগ মিটিংএ বসতে হবে আবার । বুঝছি ।

৩৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: যাইগা .. ঘুমে ধরসে .. ভুর সাড়ে পাঁচটা বাজে ।

৩৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২

তানজিলা হক বলেছেন: তাতো ধরতেই পারবা
নিজেকে নিজে সবাই ধরতে পারে;)

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: জিল্লু এতো অপ্রসংগিক কথা কয় ক্যান । গেলি !!

৩৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৩

রন্টি চৌধুরী বলেছেন: রাত সাড়ে চারটা এখানে। ক্ষিদা লাগছে...ডিম পোচ করে খেতে হবে এখন আর তার পর ড্রাংক হওয়া লাগবে অরেন্জ জুস খেয়ে....

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: প্রচন্ড ঘুম পাইসে ... কি টাইপ করতাসি নিজেও বুঝতাসি না । :|

৩৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৪

আউলা বলেছেন: বিমলা বড়ুয়া, তোমারো বা কি হয়েছে? আরে আরে চোখে তো পানি......এই বিমলা এই বিমলা আরেকটুও কাদা নয়, একটু হাসো

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: তুমি ঘোষ হইলে আমি বড়ুয়া হই কেমনে বলো !!! :D

৩৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৪

তানজিলা হক বলেছেন: যাও ঠা ঠা
আমি ১২ ঘন্টা ঘুমাইয়া উঠছি:)
এখন ঘুম আসবে না:(

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .. যাইগা ক্ষিদা লাগসে :(
খলি পেটে ঘুম ভালা হইবে না ।

৩৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৭

আউলা বলেছেন: যাও বিমলা ঘুমাতে যাও

আর জিল্লুও যা, আর না ঘুম আসলে ব্লগা

আমি যাই। ঠাঠাঠা

৩৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৭

রন্টি চৌধুরী বলেছেন: এসপ্রেসো লাগান...ঘুম জাবেগা...
১২ ঘন্টা ঘুমাইয়া আমিও টায়ার্ড আর কত ঘুমাব?

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: পরশু আইরিশ কফি খাইসিলাম । কঠিন জিনিস রে ভাই !!!

৪০| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৮

তানজিলা হক বলেছেন: এত খন ধরে তুমরা আমাকে জিল্লু বলছিলা!!!!!!!!!!!!!!!!!

আমি ভাবছিলাম হাড়িরে বলছিলা:(

তুমাদের ১২ টা আমি যদি না বাজাইছিX((

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে ... কুদ্দুস কোম্পনির টিউবলাইট !!!
এইবার ঘুমটা ভালো্ হইবে ... মুখে হাসি নিয়ে ঘুমাতে গেলাম । :)

৪১| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

আউলা বলেছেন: বিমলা কি বলে?/



১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: তুমি বরুনা হলে হবো আমি বড়ুয়া B-)
খ্যাক খ্যাক খ্যাক

৪২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪১

তানজিলা হক বলেছেন: হুমম তাইতো

আমাকে আবার রাধতে হইবেক@ চৌধুরি


যাই সবাইকে ঠা ঠা

৪৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০২

মুকুল বলেছেন: নববর্ষ কেমন কাটাইলা? :) *****

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: জুটিল !!! হেব্বি খানাদানা হইসে ।

৪৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৬

চিকনমিয়া বলেছেন: গানডা শুইনা মনডা কিমুন জানি করতাচে,
আমার এহানে আকাশ মেঘলা না,
ধুরু
মাইনাচ

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: আমার এইখানে আকাশ কালকের থিকাই মেঘলা

৪৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৮

সামী মিয়াদাদ বলেছেন: বাইরে কাটফাটা রইদে ত্রাহি ত্রাহি অবস্হা....এইসময় গানটা দেইখা দিলটা কিছু ঠান্ডা হইলো

নববর্ষের শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: শুভেচ্ছা !!

৪৬| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৪

ছায়ার আলো বলেছেন: + :)

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: ছালু থাকো কৈ আজকাল !! একেবারেই গায়েবুল-মুল্ক হয়া গেলা !! আফসোস ....

৪৭| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪২

বিবর্তনবাদী বলেছেন: ভাইজান গানতো আপনিও নাকি গান। আমগো কি দুইচাইরটা গান ফ্রিতে দেওন যায় না। এত কমার্শিয়াল হইলে চলে। :) :) :) :) :) :) :) :)

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: টেকা লাগবো ... B-)
ফ্রির জিনিসের কোয়ালিটি লো থাকে ...

৪৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৫

চিকনমিয়া বলেছেন: জিল্লু কি আকিকা দিবো নিকি?;)

৪৯| ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৪

রোডায়া বলেছেন: +

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

৫০| ১৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৭

েজবীন বলেছেন: চিকনমিয়া বলেছেন: গানডা শুইনা মনডা কিমুন জানি করতাচে,
আমার এহানে আকাশ মেঘলা না, ধুরু
মাইনাচ


বহুত বহুত পছন্দের গান ..........:) বাইচা থাক চুল্লা(!!!)

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: চুল্লা !!!! অবশ্য আমার চুল তোমার চেয়েও বড় । B-)

৫১| ১৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩০

পুতুল বলেছেন: সোনার হাতে সোনার কাঁকনের মত, তোমার লেখা কয়েকটি শব্দ গানটির হৃদয়গ্রাহীতা বৃদ্ধি করছে।

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা .. থ্যাংকু থ্যাংকু

৫২| ১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

নিবেদীতা বলেছেন: আরেহ আমার বাবাওতো এই গানটা খুব গাইতো!
+++++

১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !!! :)

৫৩| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৩

নিবিড় অভ্র বলেছেন: খুব ভাল লাগল, চৈত্র সংক্রান্তির রাতের কথা মনে পড়ে গেল।

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২০

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !
পরীক্ষা কবে থেকে !!

৫৪| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৭

রন্টি চৌধুরী বলেছেন: আইরিশ কফি...ছি...ছি...
এক কাজ করেন জেমিসন, ক্লিফসো, বেলিস সব ট্রাই করে দেখেন।
বেলিস কফি সবচাইতে সেরা আর মজা। বেলিস আইরিশ স্পিরিট...একেবারে কনডেন্সড মিল্কের মত।

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২১

বিষাক্ত মানুষ বলেছেন: দেখতে হইবে ।

৫৫| ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৩

নিবিড় অভ্র বলেছেন: পরীক্ষা......... হল........ উমমমমম............. আরও.........
পাক্কা...... ২৮ দিন পর........... দোয়া করবেন!!!! :D

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:২২

বিষাক্ত মানুষ বলেছেন: আচ্ছা ।

৫৬| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ওরে বিমা রে ! এইখানে দেখি মার্ডার কেইস ! এইটাতো আমার অতিব প্রিয় সঙ্গীতের একটা :) (আমার পসন্দ মুরুব্বি লগে মিলতাসে ! বুড়া হইয়া গেলাম হালায় )

১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা হা হা.... আমিতো তাইলে কেলাস নাইন থিকাই বুড়া

৫৭| ১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১০

রাশেদ বলেছেন: এইটা আমার খুব প্রিয় একটা গান।

থ্যাঙ্কু।

১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !!!! খুশী হইলাম :D

৫৮| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

রাশেদ বলেছেন: এই পোস্ট এতদিন পরে দেখছি! আমার পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে! :|

১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: দুই নৌকায় পাও ... কি আর করা !!! :D

৫৯| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

চিকনমিয়া বলেছেন: কতা হাচা, :D

৬০| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২১

রাশেদ বলেছেন: :|

৬১| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

চিকনমিয়া বলেছেন: বেশী কইরা ইড়ানী বিড়ানী খাইতে হইবেক,
পাওয়া যাইবে শারফূ মিয়ার কাচে

৬২| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৮

আলী আরাফাত শান্ত বলেছেন: এই গানটা অনেক শুনছি।খুবই সুইট একখান গান!

৬৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২১

নিবিড় অভ্র বলেছেন: এইরে.............
পরীক্ষা ২৮ দিন না .......... কম করে হলেও আরো ৪২ দিন পর........
Sorry ভুল হয়ে গেল....... মার্জনা করবেন..........
আসলে আমি বরাবরই অংকে কাঁচা আর পরীক্ষা সম্পর্কে উদাসীন.....!!
তবে যাই হোক........ দোয়া করবেন!!!

২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২০

বিষাক্ত মানুষ বলেছেন: এই হইলো ... পুলাপানের অবস্তা !!!!

৬৪| ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫৯

তারার হাসি বলেছেন: অনেক অনেক সুন্দর একটা গান। আমি গানের 'গ' ও গাইতে পারি না ,সেই আমি পর্যন্ত ছাদে গেলে এটা গুনগুন করি।

২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৯

বিষাক্ত মানুষ বলেছেন: তখন কি মেঘ গুড়গুড় করে !!! :)
(আজকেও রাস্তায় হাটতে হাটতে এটা গাইছিলাম)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.