![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
* জেবীন কালকে রাতে বলছিলো ফাগুনের গান দেয়ার জন্য। আমি বল্লাম কোন গান দিবো বলো , আমার মাথায় কোন গান আসছে না।
জেবীন বল্লো - 'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে' গানটা দিতে । আমি গান লেখা শুরু করবো তখনি রবীদার আরেকটা ফাগুনের গান মনে পড়লো - 'ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান'।
আমি তখনি ভাবলাম এটাই দিয়ে দেই ।
গানটা জেবীনের রিকুষ মত হয় নাই ... তারপরেও এই গানটা প্রিয় দুস্তি জেবুন্নেসা খাতুন কে উৎসর্গ করিলাম ।
(কারন সে আমার বিয়াতে সিকো ফাইভ ঘড়ি আর মেড ইন দুবাইয়ের রেডু গিফট দিবে বলছে)
ফাগুন হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান
আমার আপনহারা প্রাণ
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান
পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলো
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান
ফাগুন হাওয়ায় হাওয়ায়
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
বিষাক্ত মানুষ বলেছেন: শুভেচ্ছা
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
আউলা বলেছেন: হুসেইন মুহাম্মদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
বিষাক্ত মানুষ বলেছেন: কৈ কমেন্ট কর্তে গিয়া কৈ কমেন্ট কর্লা ?
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
জেরী বলেছেন: ফাগুনের দিনের জন্য সঠিক গান
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: হু .. সকালে দেয়ার ইচ্ছা ছিলো .. কিন্তু কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পরছিলাম
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪
আউলা বলেছেন: এইটার মানে বের করো দেখি। কমেন্ট এইখানেই এইটা হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: বেশি চালাক হৈছো !!
আমার মুখ খুলাইয়ো না কইয়া দিলাম ... পড়ে বেডরুমে বইসা বইসা কান্তে হৈবে
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১
ভেংচুক বলেছেন: আইচ্চা,
মাইয়াগো দেখি
বইদেশীগো পুস্টে বেশী কমেন্ট করে
আপচুচ , দেশি পুলাগো কুনু জায়গায় দাম নাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা ভুল ধারনা .... এই যে আমি সাতক্ষিরা থিকা ব্লগাই .. তার্পরেও তো মেয়েরা ভালোই কমেন্ট করে দেখি । অবশ্য মেয়ে নাকি ছেলে সেইটা এখনো কনফার্ম না
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
আউলা বলেছেন: এইটা ভুলে যাইয়ো না নেটওয়ার্ক আমার ভাল! মুখ তুমি খুলবা আর আমি কি একটা ঠান্ডা খাবো বইসা বইসা! মুখ আমিও খুলতে জানি!
আর এটা ভুলে যেও না এখন আমি গালিবাজ
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: তুমি মুখ খুইলো না পিলিজ ... এমনিতেই সপ্তাহে আড়াইদিন টুথব্রাশ করো .. এইখানে মুখ খুল্লে আরিল আর জানাআফা তোমার নামে কেস মাইরা দিবে ব্লগার কমেম যাবার অপরাধে
তুমি গালিবাজ হৈলে তো ভালোকথা .. মাঝে মাঝে আমারো ভয়ংকর ভয়ংকর গালি দিতে ইচ্ছা করে .. তখন তোমারে ডাক দিয়া নিয়া আসুম নে
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
ভেংচুক বলেছেন: ইকুয়াল রাইটস ফলো করবার চায়
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: কে ?
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
বল সাবান চাকা বলেছেন: গানটা সুন্দর আফটার অল এটা জেবিন আপুর পছন্দ!
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা জেবুন্নেসার রিকুষ ছিলো না ... সে মনে হয় শুনেই নাই
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯
ভেংচুক বলেছেন: ৮০%- ২০%
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি ??
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রেডু ঘড়ি না দিলে উৎসর্গ পালটায় দিবেননি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: অবশ্যই
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪
নুশেরা বলেছেন: শুভ নববসন্ত
ভেংচুক একটা জনগুরুত্বসম্পন্ন বিষয় উঠাইছে দেখা যায়
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: শুভ নববসন্ত
ঘটনা সত্যি হৈলে তো বৈদেশিবিরোধী আন্দেলনের ডাক দেওন লাগে। কমিটি বানামু দেখি -
'সামু থিকা বৈদেশি খেদাও কমিটি' (সাথিবৈখেক)
আহবায়ক - বিষাক্ত মানুষ
প্রেসিডেন্ট - রাশেদ
সাধারন সম্পাদক - মানুষ
কালচারাল সম্পদক - নরাধম
ঢিল মারা সম্পাদক - নাদান
আরো অনেকেই এই কমিটিতে থাকবে আমি শিউর .. দলে দলে যোগদান করুন
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
নুশেরা বলেছেন: কমিটি খুবই পছন্দ হইসে। প্রতিরক্ষা সম্পাদক পদটা জরুরী মনে হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: সেইটা কারে দেয়া যায় চিন্তা কর্তাছি .... দুলাভাইরে দিমূ নাকি !! সে তো খোলা তরবারি নিয়া যখন তখন যার তার উপরে ঝাপায় পর্তে ওস্তাদ ।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৭
অনির্বান বলেছেন: ফাল্গুনে শুরু হয় গুনগুনানি
ভোমরাটা গায় গান ঘুম ভাঙ্গানি.......
এক ঝাক পাখি ঐকতানে
গান গায় একসাথে ভোর বিহনে
আকাশের সুর মেলে নীল আকাশে
ঢ্যাস ঢ্যাস করে ঢ্যাস হিম বাতাসে
(ব্লগে না আসলে ফাল্গুনের কথা জানাই হতো না! আমার বয়স ২৩!)
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কার কবিতা ছিলো ভুলে গেছি .. স্কুলে পড়ছিলাম মনে আছে।
(বয়সের ঘোষনা দেয়ার তাৎপর্যটা ঠিক বুঝতারলামনা)
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
নুশেরা বলেছেন: ইয়ে মানে, দুলাভাই বলতে কারে মিন করলেন, আমি যার কথা আন্দাজ করতেছি, তারেই কি? সে নিরীহ ছাপোষা মাষ্টার, কলম-মাউস নিয়া কারবার। নাহ্, তারে নিলে চলবনা। সশস্ত্র কাউরে খোঁজেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: আমি নরওয়েজিয়ান দুলাভাইয়ের কথা বলছিলাম
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫
নুশেরা বলেছেন: অনির্বাণ ভাই কি বৈদেশনিবাসী? তাইলে তো কেল্লাফতে। প্রতিরক্ষা সম্পাদক উনিই হইবেন। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
অনির্বান বলেছেন: যাগো বয়স টের পাওয়ার কথা তারাই পাইলোনা!
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: ব্লগে ইদানিং এক হিট ডায়লগ আছে কিন্তু !!!
"২৩টি বসন্ত পার হয়ে গেছে, কেউ হাত ধরেনি "
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
লুনা ফিরোজ বলেছেন: আপনার বিয়েতে টয়োটা সিভান গিফট করলে কি আমাকে উৎসর্গ করবেন গানটা?
রবি ঠাকুরের গান, পছন্দ না হওয়ার কোন কারণ নেই। ভাল লেগেছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো আর উৎসর্গ করা যাবে না ... অন্যকোন গান অবশ্যই উৎসর্গ করবো .. একটা দুইটা না .. দরকার পর্লে শখানেক গান দিয়া দিবো
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বসন্ত তোমার হোক, বর্ষারা আমার ...
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে আমারে !!!
চেন মেরা লে লো
খুশি মেরা লে লো
দে দো মুঝে
দে দো সারি গাম ....
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৫
নুশেরা বলেছেন: প্রতিরক্ষা সম্পাদক নরওয়েজিয়ান দুলাভাই! হাহাপগে!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২
বিষাক্ত মানুষ বলেছেন: দুলাভাই ছাড়া এই পোস্টে আর কাউরে মানাইবো না ।
আর আপনে জাতিবাদি বর্নবাদি উক্তি কর্তাছেন কেন !!! আপার কাছে বিচার দিমু কিন্তু !
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
েজবীন বলেছেন: হুমম, এটা শুনি নাই আগে, ভালো লাগছে। আর আমি ওটাও রিকুষ করি নাই, শুনছো কিনা জানতে চাইছিলাম। আসলে এমন একটা বসন্তের গান চাইছিলাম যেটা প্রচলিত না তেমন....
আর বাকীটা ভুল সবি ভুল!!! তাই বলে এত্তোবড় ভুল!! আমি মোটেই বলি নাই ওইসব গিফট দিমু, উল্টা আরো ম্যালা কিছুর লগে এইগুলা আমার "উনার" জন্য আনতে বলছিলাম। আর গান দিছো তো ডরে, নাইলে নান্দু'র মতো তোমারেও যদি বদদোয়ো দেই নিপ্পন টিভি পাওনের
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে .... নাদা তো বাইচ্চা গেছে রেডু কি জিনিস না চেনার বদৌলতে। দুলাভাইয়ের জন্য হিরো সাইকেল আর তিন ব্যাটারির টর্চ দিবো কইছে নাদায় ।
আমি তো দুধভাত., ছুটু মানুষ...... আমি আর কি দিমু !
কাওরান বাজার থিকা এক জোড়া গোলাপী রঙের রূপসা সেন্ডেল কিন্না দিমু নে ।
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
েজবীন বলেছেন: পোষ্টে ঢুকতে গিয়ে অনির্বান বয়েস বলে কেন??/........ জ্বিন্টু ভাইয়ের রিসেন্ট একটা গেসবলের কথা মনে পড়লো ক্যান জানি.....
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০
বিষাক্ত মানুষ বলেছেন: খিকজ ... সবাই সব কিছু ধর্তারেনা
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
সহেলী বলেছেন: গানের জন্য ধন্যবাদ , কমিটির জন্য মাইনাস !
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু ।
কমিটি কি দোষ কর্লো !!!
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
অনির্বান বলেছেন: আফা, যৌবনের কথা বলবেন না! এই বয়সের আমি নিকুচি করি! গত কাল দেশের বাড়ি যাবার কালে ট্রলার দিয়া একটা মাইয়া (অনেক আগে নাকি আমি উনার বন্ধু ছিলাম) আত্মরক্ষায় আশ্রয় হিসাবে আমারে ধরতে গিয়া আমারে সহ নদীতে পইড়া গেছে। মজার ব্যাপার হলো, উনারে বাচাইতে আরও ৪ টা ব্যাটা সপাং সপাং লম্ফ দিয়া পড়ল। মাগার আমি অসহায়, অসহায়ের মত উনাদের কান্ড দেইখা , কস্টে দুঃখে আর ট্রলারে ফিরি নাই। হাফ কিলো সাতরাইয়া ফেরী ঘাট উইঠা সন্ধা ৭ টা পর্যন্ত জিব কাটছি।
কস্ট হইলো এইটা যে, আমি ক্যামন যুব? ১৭/১৮ বছরের একটা সুন্দরীরে এত কাছ থেকে উপকার করার সুযোগ পাইয়াও ক্যান পানির মধ্যে গলা ডুবাইয়া বেয়াক্কেলের মতো ঝিম মাইরা রইলাম? ঐ ৪ টারে লম্ফ দিয়া পড়ার সুযোগ ক্যান দিলাম?
(আফা, এই মাইয়ার পিছে আমি আড়াই বছর ঘুরছি... পাত্তা পাই নাই!
আমি ফালগুন চৈত দিয়া কি করমু?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২১
বিষাক্ত মানুষ বলেছেন: হায় হায় !!! ঘটনাতো বেশ জটিল আকার ধারন কর্ছে ।
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
মানুষ বলেছেন: অদ্য পঁচিশ নং বসন্ত আসিল, তথাপি কেহ হস্ত ধারণ করিল না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: অদ্য আটাশ চলিতেছে ... ওপ্রিয়া তুমি কুতায় !
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
তনুজা বলেছেন: সমবেদনা@ মানুষ@বিমা
++ , খুব শোনা গান না,কিন্তু ভাল লেগেছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: সমাবেদনা নিয়াই তো আছি ।
ধন্যবাদ .. গানের সুরটা কিন্তু রবীদার আরেক গানের সাথে মিল আছে .. খেয়াল করেছেন ?
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
মে ঘ দূ ত বলেছেন: ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। লা লা লা
চমৎকার গানটার জন্য ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০১
হনলুলু বলেছেন: অদ্য তেইশ বসন্ত আসিল , তবু কেহ মৃদু হেসে দৃষ্টিপাত করিল না
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১২
বিষাক্ত মানুষ বলেছেন: সবাই দেখি একই কমিটির মেম্বার
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১০
তনুজা বলেছেন: মিল পাচ্ছি কিন্তু লাইনগুলো মনে আসছে না, একই গীতিনাট্যের গানগুলো একই ক্যারাক্টরের মুখে থাকলে সেগুলোতে এরকম মিল থাকার কথা , এটা শুনে সেরকমই মনে হল
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: 'যদি তোর ডাক শুনে কেউ না আসে.. তবে একলা চলো রে'
আবছা ছায়া পাওয়া যাচ্ছে গানটার
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৩
হনলুলু বলেছেন: বিমাভাই তাইম্যা আমারে মাইশার লম্বর দিবো কৈছে .......
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: খুনা খুনি হৈয়া যাইবো কিন্তু !!!!
গুলাবী কৈ !!! ওর ল্যাঞ্জায় আগুন লাগায় দিমু
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৭
হনলুলু বলেছেন: না না না বিমাভাই ........
আপ্নি আমার পথের কাটা হয়ে দাড়াবেন না ...............
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: তুমি চেইন অব কমান্ড ভঙ্গ করার চেষ্টা কর্তাছো ... কোর্ট মার্শালে ফালামু কিন্তু
৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৩
তনুজা বলেছেন: না ওটা না অন্য একটা খুবই কাছাকাছি, পরে শুনলে বলব
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: আচ্ছা ঠিক আছে
৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: শুভেচ্ছা
৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২
হনলুলু বলেছেন: চেইন অব কমান্ড কী জিনিস ??? ..........
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১
বিষাক্ত মানুষ বলেছেন: টাইম হৈলেই বুঝতে পার্বা
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
অক্ষর বলেছেন: হুনি নাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০১
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে তো ভালোই .. এখন হুনেন
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
এরশাদ বাদশা বলেছেন: (কারন সে আমার বিয়াতে সিকো ফাইভ ঘড়ি আর মেড ইন দুবাইয়ের রেডু গিফট দিবে বলছে)
আমগোরে পঁচাইলেন?? আমি অবশ্য আবুধাবিতে...খিক খিক!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: পঁচামু কেন !!!! ধুর !
আবুধাবির রেডুর কোয়ালিটি কেমন ?
৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
লুনা ফিরোজ বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: রেডু ঘড়ি না দিলে উৎসর্গ পালটায় দিবেননি?
লেখক বলেছেন: অবশ্যই
এটা দেখে একটু মজা করতে ইচ্ছে হল, ঐ জন্য টয়োটা সিভানের কথা বললাম। কিছু মনে করবেন না প্লিজ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: ঐটা মজা ছিলো !!!!!
আমি তো আরো আশায় আশায় বুক বান্ধছিলাম
৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০০
নিহন বলেছেন:
এবং বাসন্তী শুভেচ্ছা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ নিহন
৩৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪১
এস্কিমো বলেছেন: শুভেচ্ছা!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বদ্দা , সাথে ভাবি আর জুনিয়রকেও
৩৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২২
আশরাফ মাহমুদ বলেছেন: অবতারণা পড়ে হাসলাম। হা হা হা।
জেবীনাপা'র সাথে খাতিল করতে হবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: জেবীনের সাথে খাতির রাখলে অনেক ফায়দা ...
৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪১
বিষাক্ত আলো বলেছেন: শুনি নাই ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: এখন শোনেন তাইলে .. সুন্দর গান
৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০১
বিষাক্ত আলো বলেছেন: এখন রবীন্দ্র সঙ্গীত শুনতে ইচ্ছা করতেছে না !
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: সেকি !!!!
রবীদার গান একমাত্র যে কোন সময় শোনা যায়, যে কোন অবস্থায়
৪২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২২
শব্দ স্বনন বলেছেন: গানটা খুব সুন্দর। ধন্যবাদ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪
শব্দ স্বনন বলেছেন: বজ্রমানিক দিয়ে গাঁথার "আষাঢ় তোমার মালা" লাইনটাও তো একই গন্ধের! মানে সুরটা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: শুনি নাই মনে হয় । গানের শিরোনামটা কি ?
৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৭
বিষাক্ত আলো বলেছেন: আসলে আমার কোনো গানই শুনতে ইচ্ছা করতেছে না, বাইরে যেতে ইচ্ছা করতেছে...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা ।
বাইরে যাবার কোন সমস্যা না থাকলে যান .. এখন তো মনে হয় ভোর সাড়ে চারটা
৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৫
শব্দ স্বনন বলেছেন: রবীন্দ্রসঙ্গীত। বজ্রমানিক দিয়ে গাঁথা। বর্ষার গান।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা !!! ধন্যবাদ আপনাকে .. দেখবো শুনে
৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫১
তামিম ইরফান বলেছেন: মাইশা রে নিয়া আবার টানাটানি কেন?!?!?!!?.......।কইছি না ঐ মেয়ে ডেনমার্কে গেছে।দেশে ফিরলে বিয়া দিবো বাপ মা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা !
কিন্তু চেইন অব কমান্ড খেয়াল কইরা
৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৭
তনুজা বলেছেন: শব্দ স্বননের গানটাই হবে মনে হচ্ছে, খুব কাছাকাছি সুর অন্তত প্রথম দিকটা
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: খুঁজছি ..পাচ্ছি না
৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৮
তামিম ইরফান বলেছেন: আমি চেইন অব কমান্ড খেয়াল কইরা কি কর্মু!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: তাও তো ঠিক ! তুমি নিজেই তো চেইন অব কমান্ড ভাইঙ্গা তছনছ করছো !!! লানত
৪৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৯
বিষাক্ত আলো বলেছেন: রবীন্দ্রনাথ এর তো অনেক গান এর সুর ই একরকম।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: কাছাকাছি সুর আছে কয়েকটার । তবে সেটা 'অনেক' না মনে হয়
৫০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৩
তামিম ইরফান বলেছেন: আপনেরা এমনে বইসা থাকলে কি কর্মু!?!?!?......।আমারও তো সাধ আহ্লাদ আছে নাকি
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: তাই বইল্যা বড় ভাইদের সামনে ঢ্যাং ঢ্যাং করতে করতে বিয়া কইরা ফেলবা !!! দেশে কি কোন আইন কানুন নাই !! দেশটা কি মগের মুল্লুক হইয়া গেলো !! ছিঃ
বিয়া করছো ভালো কথা । কিন্তু তোমার বউয়ের কোন সুন্দরী বিবাহযোগ্যা বোনও নাই .. ধুর এইটা কোন কাজ হইলো !!!!
৫১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৯
রন্টি চৌধুরী বলেছেন: +
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু .. শুইন্না ! নাকি না শুইন্না !
৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০
তামিম ইরফান বলেছেন: না!আমার শালী আছে তো!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা ! আমি গুলায় ফেলছি .. টুটুল ভাইয়ের কোন শালী নাই ।
কিন্তু তোমার শালিতো আমার অনেক ছোট হইবে
কেমনে কি ! তোমার বউয়ের কোন বিবাহযোগ্যা বড় বোন আছে ?
৫৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৯
তামিম ইরফান বলেছেন: আমার খালা শাশুড়ীর এখনও বিবাহ হয় নাই
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: কি করেন উনি ! বয়স কত !
ইয়ে... একটু ম্যাসেঞ্জারে আসো তো তামিম খুব জরুরি কিছু কথা আছে
৫৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২
তামিম ইরফান বলেছেন: এমবিএ করতেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: মাশাল্লাহ মাশাল্লাহ .. খুব ভালো ।
৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫২
মোসতফা মনির সৌরভ বলেছেন: খবর কি? বিয়া কবে করতেছ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: আর বিয়া !!! চিন্তা করতাছি সন্ন্যাসী হমু .. এইবার ফাইনাল
৫৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০২
মমমম১২ বলেছেন: মাইনাচ দিতে ইচ্ছে করতেছে।
ছবিতে হলুদ শাড়ী হলুদ ফুল দিলেন তো দেশের ফাগুনের কথা মনে করায়ে।
গান টা ভাল দেখে - দিলাম না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: দেশের কথা শুধু আপনার একা মনে পর্ছে !!!!!!
আমি কি দেশে নাকি !!!
৫৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
সহেলী বলেছেন: কমিটিতে নাম নেই যে! সেই জন্য ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: আরে !!! কমিটি বানানো হইতেছে যাতে বৈদেশি ছেলেরা ব্লগাইতে না পারে । কারন কারো কারো ধারনা বৈদেশি ছেলেদের পোস্টে মেয়েরা নাকি বেশি কমেন্ট করে ।
এজন্য আমরা কমিটি বানাইতাছি। সেই কমিটিতে আপনে কি কর্বেন !!!!
৫৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বিমার বয়স ২৮? আহালে পুলাডা দিন দিন আংকল স্টেজ এ চইলা যাইতাছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: লা হাউলা ওয়ালা কুউয়াৎ !!!!!
কে সেই বেয়াদব এতবড় মিথ্যা কথাটা কইছে !!!
আমার বয়স বাও কি তেও ... অবশ্য মায়ে কয় আরো কম হৈবো
৫৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭
নিবিড় অভ্র বলেছেন: গানটা আগে শুনছি মনে হয়!
ভাইজান, হেপ্পি বসন্ত & হেপ্পি টাইন ডে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: হ্যাপ্পি বসন্ত এন্ড ভেলেন ডে
৬০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
এরশাদ বাদশা বলেছেন: ভালা। এফ এম এ দিল লাগায়া হিন্দি গান হুনি....
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: লানত
৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫
তারার হাসি বলেছেন: কয়টা ???
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
বিষাক্ত মানুষ বলেছেন:
লেখালেখি ৬ টা
বলা শোনা ১ টা
আর -৭ ডিগ্রিতে বাইরে গিয়ে ফিরে আসা হাতে নিয়ে পাঁচটা
৬২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাহ! সুন্দর গান দিয়েছেন তো।
ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু থ্যাংকু ।
আপনাদেরকেও ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা ... দু'জনে দারুন দিন কাটিয়েছেন আজ আশা করি ।
৬৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: দিনটি ভালই কেটেছে। আজকে বৃষ্টিও নেই। আবহাওয়াও ভালোবাসা দিন বুঝে..........
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: সুখবর
৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮
জয়িতা বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা।বলতো কতদিন কোকিলের ডাক শুননি?আমি শুনেছি সেদিন হঠাৎ ডাকলো।আ হা কি মধুর!!!!!!!!!!
জেবীনের উনাকে গিফট দিবা আর আমার 'ও' কে দিবা না?তাইলে মাইন্ড খামু কইলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: আমি দেশ ছাড়ার ঠিক কয়েকদিন আগেই কোকিলের ডাক শুনছিলাম ... বনানীতে ।
এইখানে তো দেয়ার কথা হচ্ছে না বেলি আফা .. নেয়ার কথা হচ্ছে।
জেব্রিল আমারে গিফট দিবে .... ভালো হইলো তোমারে পাইয়া .. তুমি কি কি গিফট দিবা এখনি লিস্ট বানাইতে থাকো .. খসরা লিস্টি মেইল কইরা দিও
৬৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
তারার হাসি বলেছেন:
আর লোনা জল ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০২
বিষাক্ত মানুষ বলেছেন: নো জল ।
৬৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
মেহবুবা বলেছেন: গান শোনানোর জন্য বিমা আছে ! ভাল থেকো , তা না হলে গান থেকে বঞ্চিত হতে হবে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: আচ্ছা ।
কোন গান লাগলে বইলেন .. যে কোন গান
৬৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
তারার হাসি বলেছেন:
বিষাক্ত হয় একটি ভাল ছেলে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: বিষাক্ত ইজ এ গুড বয়
৬৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০২
এরশাদ বাদশা বলেছেন: মোসতফা মনির সৌরভ বলেছেন: খবর কি? বিয়া কবে করতেছ?
লেখক বলেছেন: আর বিয়া !!! চিন্তা করতাছি সন্ন্যাসী হমু .. এইবার ফাইনাল
প্রত্যুদারে হিন্টসটা দিমু নাকি...
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: প্রত্যুদা নিজেই কয়দিন পরে আমার সঙ্গি হবার জন্য আমারে হাতে হারিকেন দিয়া খুঁজবে ....
৬৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
জয়িতা বলেছেন: তুমি কি আমারে কিছু কইলা?বুঝি নাই। আজকাল মাঝে মাঝে অনেক কিছুই সহজে বুঝে আসে না।কি দিন যে আইল!!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: কইতে ছিলাম তোমার বিয়াতে কি কি গিফট দিমু সেইটার লিস্ট দিতে .. না বুঝলে কি আর করা । থাক বাদ দিলাম ।
৭০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
এরশাদ বাদশা বলেছেন: খ্যাক খ্যাক...যা কইলেন!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. কথা কিন্তু সত্য
৭১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯
জয়িতা বলেছেন: হায় হায় বাদ দিবা কেন?লিষ্ট বানানো হইছে আমার বিয়াতে কি দিবা?এইখানে কমু নাকি মেইলে পাঠামু?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: কিছু বল্লা !! জোরে বলো শুনতে পাইনা
৭২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: বসন্তের শুভেচ্ছা.......
এই অসম্ভব সুন্দর বসন্তের গানটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
ভেংচুক বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
