নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ জাগবেই

আবিদ হোসেন

জাগতে চাই ও জাগাতে চাই ।.

আবিদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের জাগরন দরকার ।।

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫১

বাংলাদেশের প্রধান দুই
দলের প্রত্যেকটাই
জাতীয়তাবোধহীন ।
আমার মাঝে মাঝে
মনে হয় জাতীয়তাবোধ
কি তা উনারা
জানেনই না ।
অথচ ৫ বছর পর
দেশের জনগন একই
ভুল করছে ।
অবাক হই দেশের
মানুষের
এ আহম্মকতা দেখে ।
ঘৃণায় থু থু দেই
জাতির প্রতি ।
মানুষের বিবেক কী
এতোটাই
অচল যে ভিন্ন কিছু
ভাবার ক্ষমতা নাই ।
নাকি দেখে শুনে ভুল
করাটা এদের পেশায়
পরিণত হয়েছে ।
অবশ্য পেশা বললে
ভুল হবেনা ।
দেশের সিংহভাগ মানুষই
এ পেশায় বেতন নেয় ।
দেশের বুদ্ধিজীবীরা
পর্যন্ত বেতন ন্যায় ।
একটি জাতির জন্য
এর থেকে লজ্জাজনক
আর কি হতে পারে ।
এর কী পরিবর্তন
হবেনা ?
মানুষের চিন্তা জগতের
রুদ্ধ দুয়ার কী
খুলবে না ?
কবে হুঁশ ফিরবেন
নিপীড়িত মানুষগুলির ?
কবে শাবল-কোদাল
নিয়ে রাজপথে
আসবে কৃষক ?
কেউ কি জানো ?
আমি জানিনা ।
শুধু জানি বাংলাদেশ
জাগবে,জাগতে হবে ।
একাত্তরের থেকেও
ভয়াভহরূপে জাগবে আর
তার পিছনের কারিগর
হতে কী আপনার ইচ্ছা
করেনা ।
হে যুবক,
অন্য ভাবে ভাবতে শেখো ।
জাতিকে কিছু দিতে
প্রতিজ্ঞাবদ্ধ হও ।
তোমার মুষ্টিবদ্ধ হাতই
পারে একটি পূর্ণাঙ্গ
স্বাধীন বাংলাদেশ গড়তে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

খেলাঘর বলেছেন:
"
অন্য ভাবে ভাবতে শেখো ।
জাতিকে কিছু দিতে
প্রতিজ্ঞাবদ্ধ হও ।
তোমার মুষ্টিবদ্ধ হাতই
পারে একটি পূর্ণাঙ্গ
স্বাধীন বাংলাদেশ গড়তে ।। "


-অন্যভাবে কি ভাবার কথা বলছেন?

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০১

আবিদ হোসেন বলেছেন: অন্যভাবে মানে কথিত
চিন্তা চেতনা থেকে
বের হয়ে আসার কথা ।
সমাজের শিঁকল ভাঙার
কথা ।
যে শিঁকলে আঁটকে আছি
সবাই ।
যে শিঁকল আমাদের
নিতে শিখিয়েছে,দিতে নয় ।
ব্যক্তিত্বকে উঁচু করতে
হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.