নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ জাগবেই

আবিদ হোসেন

জাগতে চাই ও জাগাতে চাই ।.

আবিদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নামের আগে "মোঃ" যুক্ত করাটা ঠিক না ।।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

আমাদের সমাজের
কথিত মূর্খরা নামের
আগে "মোঃ"
(মোহাম্মদ/MD)
যোগ করে বেশ
পুলকিত বোধ করে ।
ধরেন-
একজনের নাম
মোঃ হৃদয় ।
কিন্তু তার কাজ হচ্ছে
মেয়েদের স্তনের
বোঁটা কামড়িয়ে
ছিঁড়ে ফেলা ।
কর্মের সাথে নামের
তো মিল নাই উপরোন্ত
'মোঃ' যুক্ত করতে
মূর্খের দল ব্যস্ত ।
আরে 'মোঃ' শব্দের
অর্থ কী তা
কয়জন জানে?
'মোঃ' শব্দের অর্থ
যিনি
চরম প্রশংসিত ।
এখন মেয়েদের স্তনের
বোঁটা কামড়ানো হৃদয়
চরম প্রশংসিত হয়
কীভাবে সেটা কী
নামের আগে 'মোঃ' যুক্ত
করা পছন্দকারী
কেউ জানাবেন ?
কান খুলে শোনেন,
আমাদের নবী ছিলেন
সত্যিই প্রশংসা পাওয়ার
যোগ্য তাই আল্লাহ নিজ
ইচ্ছায় তার নাম
রেখেছিলেন 'মোঃ' যার
অর্থ চরম প্রশংসিত ।
মনে রাখবেন আমরা
প্রশংসিত হতে পারি
কিন্তু চরম প্রশংসিত নই ।
পৃথিবীর আর কোনো
দেশে নামের আগে
মোহাম্মদ যুক্ত করার
এ বিদআত নেই ।
একমাত্র হুযুগে বাঙালী
মুসলমানরা এ নিয়ে
ব্যস্ত থাকে ।

অতঃপর নামের আগে
"মোঃ" যুক্ত থেকে বিরত
থাকুন ।।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: যদিও বিষয়টা অনেক ভালো।
এটা নিয়ে আমার কখনো ভাবা হয়নি।
আজ অনেক ভাবনার মধ্যে পরে গেলাম।
কিন্তু তার চেয়েও বেশী ভাবাচ্ছে আপনার নোংরা উপস্থাপন ক্ষমতা।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

আবিদ হোসেন বলেছেন: নোংরাতেও ফুল থাকে ।
ফুটিয়ে তুলতে হয় ।
আমি ফুটিয়ে তুলতে সামান্য চেষ্টা করেছি ।তাই হয়তো খারাপ হয়েছে ।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: যার নাম সে তো রাখে না । নাম রাখা হয় শিশু থাকতে , শিশু পবিত্রই হয় ।

কিন্তু বেড়ে উঠে কে কি কর্ম করবে সেটা কি কেউ আগে থেকে জানে !

আপনি যেভাবেই বললেন , আপনার মাথায় নির্ঘাত সমস্যা আছে । রিভার্স খেলা আমাদের শিখাইয়েন না ।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

আবিদ হোসেন বলেছেন: হ্যা নাম অবশ্যই শিশুকালে
রাখা ।
কিন্তু আপনি তো বুঝেন ।
ধরেন আপনার ছেলে হলো ।
মোঃ শব্দের অর্থ জানা সত্বেও তার নামের আগে মোঃ জুড়ে
দিলেন ।
আপনার ছেলে বড় হয়ে
ডাক্তার হলো ।
তবুও কী সে চরম প্রশংসা
পাওয়ার যোগ্য ।
মূর্খের মতো না বুঝে
মন্তব্য থেকে বিরত
থাকুন ।
পোস্টের অন্তর্নিহিত
বক্তব্য বোঝার চেষ্টা
করুন ।
আমাদের নবীর মতো
আপনার সন্তান নিশ্চয়ই
চরম প্রশংসিত হবেনা ।।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: মোহাম্মদ নামের গুনে মানুষ আল্লাহর অলি হয় । ঐ নাম একবার পবিত্রতা নিয়ে পড়লে ১০ টি গুনাহ শরীর থেকে ঝরে পড়ে যায় । আর মিথ্যা ভ্রান্তি খুঁড়া যুক্তি না
দিয়ে হাদিস দলিল দিয়ে বুঝানো মুহাম্মাদ সাঁ এর বিশ্লেষণ তার নামের কদর বাড়াত , যে নোংরা যুক্তি দিলে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।।

না জেনে ভুল উপস্থাপন করা শরিয়তের বুকে কুড়াল মারার সমান ।
অনেক সাহাবাগনের সন্তানদের অধিকাংশ নামই মুহাম্মাদ রাখা হত ।।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

আবিদ হোসেন বলেছেন: নবীজীর নবুওয়্যাতের
পরে কোন সাহাবী তাঁর
ছেলের নামে মোঃ যুক্ত
করেছেন সেটা কী একটু
জানাবেন ???

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: মোহাম্মাদ সাঁ কে নিয়ে ভ্রান্তি ও নোংরা দ্বারা উপস্থাপন নবীজীর প্রতি চরম বেয়াদবি ।।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

আবিদ হোসেন বলেছেন: চরম প্রশংসা থেকে
চরম বেয়াদবি টেনে
আনছেন তাইনা ।
কিন্তু ভাই নবীজীর প্রতি
শ্রদ্ধা আপনার একার
না আমারো আছে ।
সব ধর্মের প্রতি শ্রদ্ধা
রাখি ।
আর আপনি যুক্তি ছাড়া
কথা বলছেন ।
যুক্তি দিয়ে পারলে বলুন
যে আপনি কেনো মোঃ
যুক্ত করবেন ?

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪

মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: ১০০ ভাগ সহমত @অপূর্ণ রায়হা ও @পরিবেশ বন্ধু...

৬| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯

জামান শেখ বলেছেন: ভাই আপনি আসলে মুসলিম না অন্য কিছু। মুসলিম হলে মোঃ নিয়ে কটুক্তি করতেন না। অনেক মান্যগন্য ব্যক্তি তাদের নামের পাশে মোঃ লিখেছেন। যেমনঃ ডঃ মোঃ শহীদুল্লাহ, লেখক মোঃ জাফর ইকবাল, ডঃ মোঃ ইউনুস। তারা অনেকে পাকা মুসলিম না হলেও ইহা নিয়ে কটুক্তি করেননি। আর আপনি কোথাকার কে? সব ছাগলের দল।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৯

আবিদ হোসেন বলেছেন: ছোট্ট একটা প্রশ্ন ,
আমাদের মোঃ জাফর
ইকবাল কে যাকে
চরম প্রশংসিত বলে
ডাকতে হবে ?
প্রশংসা করা যায় চরম
প্রশংসা না ।।

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩

ফারুক৭ বলেছেন: আমি প্রশংসিত হতে চাই, সবকিছুতেই, আর মোহামমদ নামটি আমি পছনদ করি

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

জেকলেট বলেছেন: আপনার বাপ ও মনে হয় মূর্খ ছিলেন আর না হয় আপনার নাম কি র আবিদ হোসেন রাখেন?????

৯| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: 1. It is stated in Tibrani that the Holy Prophet Sallallaho Alaihi wa Aalihi wa Sallam said, "Keep the names (of your children) on my name and not on my Kunniyat (Title)."

2. Ibn Asakir and Hussain Ibn Ahmad has stated that Sayyiduna Rasoolullah Sallallaho Alaihi wa Aalihi wa Sallam said, "If a son is born to you and out of love and respect for me and to obtain the blessings of my name, you keep the child's name 'Muhammad', then the father and child will both enter Jannah."

3. Hafidh Abu Tahir and Hafidh Ibn Bakeer narrates on the authority of Sayyiduna Anas Radi Allahu Ta'ala Anhu that Sayyiduna Rasoolullah Sallallaho Alaihi wa Aalihi wa Sallam said, "On the day of Qiyamah two persons will be summoned to the Court of ALLAH. The verdict would be - 'take them both to Jannah!' They would say, 'O Almighty ALLAH! We have performed no good deed to entitle us to enter Jannah!' ALLAH will command again, 'Take them to Jannah because I have taken an oath that I will not put any person in Jahannam (Hell) whose name is Ahmad or Muhammad.'"

http://www.alahazrat.net/islam/keeping-the-names-ahmad-and-muhammad.php

লিঙ্কে গিয়া পড়ো , আরও লেখা আছে , লাগলে আরও রেফারেন্স দিবো । শুধু একটা শব্দের অর্থ জেনে লাফালে তো এমন হবেই । অল্প জ্ঞানী ভয়ংকরী । আর রিভার্স খেলার যখন এতো শখ তাইলে মাল্টি দিয়া খেলো কেন , নিজের আসল নিকে দেও । আর যদি মাল্টি না হয় তাহলে ৫ দিনের ব্লগার হইয়া আমারে মূর্খ বলে নিজেই মূর্খতার পরিচয় দেওয়া হল না !


মোহাম্মাদ এর সংক্ষিপ্ত রুপ লেখা নিয়ে বিতর্ক থাকতে পারে । কিন্তু মোহাম্মাদ ব্যাবহার নিয়ে নয় ।

১০| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: যেখানে মোহাম্মাদ (সঃ) নিজেই বলে গিয়েছেন যে , উপাধিতে ( বংশ ) নয় বরঞ্চ তাঁর নামের উপরে সন্তানদের নাম রাখতে , সেখানে আপনি মহাজ্ঞানী কিসের ভিত্তিতে এই কথা বলেন !

নাম হিসেবে মোহাম্মাদ সারা পৃথিবীর ১৫০ মিলিয়ন এর বেশী মানুষ ব্যাবহার করছে এবং পৃথিবীর সবচেয়ে বেশী ব্যাবহৃত সারনেম এটা । আপনি মহাজ্ঞানী আর পৃথিবীর এই সব মানুষ মূর্খ !

১১| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: আচ্ছা শুধুমাত্র একটা নামের উদাহরণ দেই ( যেহেতু যুক্তির কথা বলছেন ) , Muhammad ibn Abu Bakr এর নাম শুনেছেন ? চিনেন ? না চিনলে শুনুন , ওনার বাবা আবু বকর ছিলেন মহানবী মোহাম্মাদ (সঃ) এর প্রথমদিকের সঙ্গী সাহাবী এবং ইসলামের প্রথম রাশিদুন খলিফা ও ইমাম । উনিও একজন বিখ্যাত সাহাবী ছিলেন । ওনার নামের শাব্দিক অর্থ করলে দাড়ায় ' মোহাম্মাদ , আবু বকরের পুত্র '

কি সব উল্টা পাল্টা হয়ে গেলো ? নবীজি (সঃ) এর আরও একটা জনপ্রিয় নাম ছিল আহমদ ( এলাকাভেদে উচ্চারণ তারতম্যে আহমেদ , আহমাদ ) , এটাও তো অনেক সাহাবী ব্যাবহার করেছেন ( এই মুহূর্তে আহমদ বিন হাফস্‌ (রাঃ) এর কথা মনে পড়ছে ) এটার অর্থও প্রায় মোহাম্মাদ শব্দটির অর্থের অনুরুপই । জানতেন নাকি ? আমরা তো এটাও ব্যাবহার করি ।

শিখুন , পড়ুন , জানার আছে অনেক কিছু ।

১২| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: যে কীট মোহাম্মাদ (সঃ) নামের ব্যাবহার ও তাৎপর্য বুঝাতে ( ভ্রান্ত আর সঠিক যে ধারনাই হোক না কেন ) স্তন , স্তনের বোটা ইত্যাদি শব্দসমূহ ও যুক্তি ( হাস্যকর ও ঘৃণ্য ) ব্যাবহার করে ( আল্লাহ্‌ মাফ করুন ) , সে হয় মুসলিম বিদ্বেষী না হয় এক নাম্বারের ইবলিশ ।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১১

আবিদ হোসেন বলেছেন: নানা ব্লগ ঘেটেঘুঁটে
অনেককিছুই দেখি
কালেক্ট করছেন ।
আমি শুধু বলবো
আপনার এ জ্ঞানটুকু
থাকা উচিত যে গুগুলে
সার্চ দিলে আমিও
আমার পক্ষে ব্লগপোস্ট
অথবা অন্য আর্টিকেল
পাবো ।
কিন্তু সত্য জিনিসের
পিছনে অতো প্রমাণ
লাগেনা ।
সত্য আপন আলোয়
উদ্ভাসিত হবে ।।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: সত্য গাছে ধরে না , প্রমাণ থাকে অবশ্যই ।

আমি হাদিস দিয়েছি , আপনি আপনার পক্ষের যুক্তি দিয়ে আমাকে ধন্য করুন , কিছু জানি , শিখি ।

যেহেতু ইসলামের বিষয় , কুরাআন হাদিস ব্যাতিত কোন ব্যাখ্যাই গ্রহণযোগ্য নয় । আর যদি না দিতে পারেন পোস্ট ড্রাফট করুন ।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

আবিদ হোসেন বলেছেন: দেখুন আপনাকে
আমি নবীর নবুওয়্যাত
লাভের পরের উদাহরণ
দিতে বলেছি যখন তিনি
রাসূল হিসেবে পূর্ণতা পেয়েছেন ।
গুগল ঘাঁটার দরকার
আমার পড়েনা ।
কারন আমি জানি,
আহম্মদ থাকলেও মোহাম্মদ খুঁজে পাবেন না ।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: আমি পেলাম কিভাবে ? যা পারেন না তা করতে যান কেন ? আশ্চর্য ! ৯ নাম্বার মন্তব্যের ২ ও ৩ অনুচ্ছেদ পড়ে দেখেন , অর্থ করতে পারবেন তো ?

এই ফালতু পোষ্টে মন্তব্য করে আপনার হিট যথেষ্ট বাড়িয়েছি , আর না ।
আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন ।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @অপূর্ন রায়হান.. ভাই জ্ঞানীদের সাথে যুক্তিতে আনন্দ। মূর্খের সাথে আত্মহত্যার সামিল..

আপনার ১০ এবং ১১ নং কমেন্টের পর তারতো উচিত পোষ্ট ড্রাফট করে ফেলা যদি সে সত্যিই মোঃ সা: এর সম্মান রক্ষার চেস্টাকারী হয়। কিন্তুর তার উপস্থাপনা এবং প্রত্যুত্তর দুটোই তার পরিচয়কে প্রকাশ্য প্রকাশ করেছে।

সো - উলু(উই) বনে মুক্তা না ছড়িয়ে বরং উলু নিধনই শ্রেয়! নয় কি????

১৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: @বিদ্রোহী ভৃগু ভ্রাতা , আপনার মন্তব্য দেখে আবার আসলাম । এই পোষ্টে আর আসার ইচ্ছে ছিল না ।

মন্তব্যের জবাবের অপেক্ষায় ছিলাম । পেলাম । বুঝলাম । এখন নিধন শুরু করা যায় , কি বলেন ? :)

সুতরাং পোস্ট রিপোর্টেড ।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

আবিদ হোসেন বলেছেন: তারছেঁড়া পাবলিক সব ।
হুযুগে পাঞ্জাবীওয়ালা ।।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অপূর্ন রায়হানের সঙ্গত সব কথাকে উড়িয়ে দিলেন দেখে আমাকেও দুটো কথা বলতে হচ্ছে।

নাম দিয়ে কি সব হয়?, নামের অর্থ দিয়ে কি সব বিচার করা সম্ভব?তাহলে আপনার নামের অর্থ কি দাড়ায়? আবিদ বা আবেদ শব্দকে যদি আমি আরবি ভেবে বাংলায় অনুবাদ করতে যাই তাহলে তার মানে দাড়াবে "বন্ধক" হোসেন হলো পদবি।আপনি কি বন্ধক দেয়া বা নেয়ার ব্যবসা করেন? এমন অনেক নাম আছে যার মানে খুঁজতে গেলে যার কোন মানে হয়না, যেমন তারেক জামাল অনেক ব্যক্তির নাম হয়, তারেক মানে রাস্তা জামাল মানে উট, মানে রাস্তার উপরে উট ।হইলো কিছু?এইভাবে অনেক নাম আছে যার মানে খুজতে যাওয়া বোকামি।মোহাম্মদ শব্দটা আমাদের মুসলিম পদবি হিসেবেই বিবেচনা হয়, যদিও সব সময় তার মানের প্রভাব ব্যক্তি বহন করেনা বা প্রভাব পড়েনা।"মোহাম্মদ" নামের আগে থাকলে আমরা সহজেই বুঝতে পারি মানুষটা মুসলিম, সেটা কোন দোষের কিছুনা।

আপনি এই নাম নিয়ে একটা ফতোয়া বা মতামত দিয়েছেন সেটাও সমস্যার কিছুনা,কিন্তু যেভাবে স্তন বোটা নিয়ে উপমা দিয়েছেন তা কি একটা পবিত্র নাম নিয়ে আলোচনায় যায়? মোহাম্মদ নামের সন্মান রক্ষা করতে গিয়ে মনের খেয়াল খুশিতে কিছু কথা বলে ফেললেন যা উল্টো বিষয়ের সন্মানহানি হলো বলেই মনে হলো আমার।

আমাদের চিন্তা চেতনার স্বাধিনতা আছে কিন্তু সেটার একটা বিবেক ভদ্রতার দায় থাকা উচিৎ।অন্যথা অন্য সময় আরেকটা ভালো বিষয় নিয়ে যখন বলতে যাবেন তখন শ্রোতা মুখ ফিরিয়ে নিবে আপনার থেকে।তাই স্পর্শকাতর বিষয় নিয়ে বলতে গেলে সতর্কতা অবলম্বণ করা উচিৎ আমাদের। আশা করি পরবর্তিতে এমন এই দিকটায় নজর দিবেন।

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.