![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবুন তো,
আপনি,আমি হাল্কা এই
শীতে তাই
কম্বল গায়ে জড়িয়ে
আছি ।
আর প্রচন্ড শীতেও
যারা গায়ে জড়ানোর
জন্য এক টুকরো কাপড়
পায়না তাদের কী হয় !
কখনো কী ভেবেছেন ?
ভাবতে শিখুন ।
আপনার পুরানো
পোশাকগুলি আপনার
আশে পাশেই থাকা
হতদরিদ্রদের নিজের
হাতে দিন ।
মানবতার পতাকা
তুলে ধরুন ।
মনুষ্যত্ব অর্জন করুন ।
নেমকহারামী ও স্বার্থপরতা
মনোভাব ত্যাগ করুন ।
দেখবেন মানুষ হিসেবে
আপনি কতটা
স্বার্থক হয়েছেন ।।
©somewhere in net ltd.