![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটি কোটি টাকা
খরচ করে ভারত
থেকে যে বিদ্যুত কেনা
হয় তা কই ?
বাংলাদেশ কি এতোটাই
সংকটে ডুবেছে যে
সারাদেশে বিদ্যুত
পৌছানোর মতো
ক্ষমতা দেশের নাই ।
আজ সকাল থেকেই
এক যোগ সারা
বাংলাদেশ বিদ্যুত
বিচ্ছিন্ন অবস্থায় আছে ।
কারন হিসেবে বিদ্যুত
বিভাগ জাতীয় গ্রিডে
বিদ্যুত সংকটের কথা
বলেছে ।
কিন্তু আমি তো রহস্যের
গন্ধ পাচ্ছি তা হলো-
সারাদেশের বিদ্যুত
কেন্দ্রগুলিতে আজ
উত্পাদিত বিদ্যুত
অন্য কোনো
দেশের কাছে বিক্রি করা
হচ্ছে নয় তো একসাথে
জাতীয় গ্রিডে এতো বড়
একটা সংকট কেমতে
হয় যে সমগ্র বাংলাদেশ
বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায়
থাকবে ।
অপশক্তির কালো থাবা
বোধহয় আবার বাংলা
মায়ের বুককে
ক্ষত-বিক্ষত করবে ।
সঙ্কিত আমি,
কি হবে দেশটার ?
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
খেলাঘর বলেছেন:
সবাই নেতা হলে যা হয়, কেউ কেউ টেকনোলোজী শিখেন।
মতিয়া চৌ, রব, মেনন, মায়া, এরা কেহ পড়ালেখা করেনি, নেতাগিরি করেছে; এরা সব সমস্যার মুল