![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমাদের এলাকায অলরেডি ওযাই ফাই চালু করেছি। এবং সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করেছি। কিন্তু যে রাউটার ব্যবহার করছি তার ক্ষমতা খুবই সীমিত।তাই আমি চাচ্ছি আরো দ্রুত ক্ষমতা সম্পন্ন এবং আরো বেশী এলাকা সহ ওয়াই-ফাই জোন করতে। ঢাকায় এক প্রতিষ্ঠানে কথা বললাম তারা জানায় যে সবোচ্র্চ এক হাজার মিটার বা এক কিলোমিটার এলাকা পর্যন্ত কাজ করবে এ রকম রাউটার আছে। কিন্তু আমি চাচ্ছি ৩০০০ মিটার বা ৫০০০ মিটার পর্যন্ত কাজ করুক। যদি সেটা বাংলাদেশে না পাওয়া যায় তাতেও সমস্যা নাই। কারণ আমার বড় ভাই আজই থাইল্যান্ডে যাবে। তাই থাইল্যান্ড বা চায়নায় যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার কারো জানা মতে থাকে। আমাকে লিঙ্ক দিলে বা তথ্য দিলে উপকৃত হব।
এটা যতটুকু আমার প্রয়োজন তার চেয়ে বেশী আমাদের এলাকার সবার জন্য প্রয়োজন।
আর ব্যাপারে যদি কোনো এক্সপার্ট থাকেন তাহলে একটু যোগাযোগ করলে উপকৃত হব।
২| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০০
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ভাই, সাধারন রাউটার দিয়ে ৩০০০ মিটার কাভার করতে পারবেননা। ৩০০০ মিটার কাভার করতে অনেক পাওয়ারফুল ট্রান্সমিটার লাগবে। কারন ২।৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেকটাই লাইন অব সাইটের মত কাজ করে বলে জানি। তাই পাওয়ার বেশি লাগে। আপনি একটা কাজ করতে পারেন। একটা রাউটারের বদলে ৪-৫ টা হাই রেঞ্জের রাউটার দিয়ে এরিয়া কাভার করতে পারেন। এজন্য অন্য রাউটারগুলোতে আপনার ওয়্যারলেস পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করে নিতে পারেন, কিংবা ফাইবার দিয়ে নেটওয়ার্কের বাকী রাউটারগুলোকে মেইন ব্যাকবোনের সাথে জুড়ে দিতে পারেন। টোটাল খরচ হবে ধরেন,
৫ টা হাই রেঞ্জ রাউটার = ৫০,০০০
৪ পেয়ার মিডিয়া কনভার্টার = ২০,০০০
সুইচ ১ টা ১,৫০০
ইউটিপি কেবল অল্প কিছু
ফাইবার ৮০০০ মিটার ১৬০০০০
এটা দিয়ে আপনি মোটামুটি সেন্টার থেকে ২-৩ কিমি রেডিয়াসের একটা এরিয়া কাভার করতে পারবেন। বেশি রেঞ্জের রাউটার কিনতে গেলে যে দাম পড়বে, সেটা এরচেয়ে অনেক বেশি হবে।
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৪
বিট বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২০
টানজিমা বলেছেন: আক্তা দিয়ে কোনভাবেই সম্ভব না।। মিনিমাম ৪টা লাগ্বে।
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৯
বিট বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬
দেবকুমার বলেছেন: ওয়াইম্যাক্স ব্যবহার করুন - ৫০ মাইল পর্যন্ত
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২০
বিট বলেছেন: কিন্তু ওয়াই ম্যাক্স কি ওয়াই ফাই এর কাজ দেয় ? দিলে কিভাবে দেয়। কারণ ওয়াই ম্যাক্স আর ওয়াই -ফাই এর মধ্যে আমার জানা মতে অনেক ডিফারেন্স।
৫| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৮
দেবকুমার বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২২
বিট বলেছেন: ভাই আমি জানিনা আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন। তবে এইটুকু বুঝি যে আমি এব্যপারে খুবই অজ্ঞ একজন নাদান। কিন্তু এর মাধ্যমে জন সাধারণকে বিনামূল্যে সেবা দেয়ার খুবই প্রকট ইচ্ছা পোষন করি।তাই সম্ভব হলে বিস্তারিত বলে উপকৃত করবেন বলে আশা করি।
৬| ২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৮
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২২
বিট বলেছেন: ধন্যবাদ।
৭| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২
দেবকুমার বলেছেন: Click This Link
৮| ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৬
দেবকুমার বলেছেন: Sorry
ওয়াই ম্যাক্স কি - google search
onek lekha paben
০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১
বিট বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৫
বাদ দেন বলেছেন: অসম্ভব