![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
কিছু কিছু মানুষ আছেন যারা আল্লাহর পক্ষ হতেই ভাল মানুষ হয়ে সবার হৃদয়ে স্থান করে নেওয়ার সৌভাগ্য নিয়ে আসেন । মানুষের মনে শ্রদ্ধনীয় হয়ে থাকেন অনন্তকাল । তাদের মহানুভবতা দেখে চোখে পানি চলে আসতে বাধ্য ।এমন কজন মানুষের ছবি শেয়ার করা হলো।
অসম্ভব রকমের শ্রদ্ধা আর কৃতজ্ঞতা অনুভব করছি এই মানুষটির জন্য
ড. মো. এনামুর রহমান
চেয়ারম্যান, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
তিনি সরকারের আশায় বসে থাকেন নি। নিজের সীমিত সাধ্য নিয়ে, ডাক্তার, স্টুডেন্ট, নার্স সহ তার সব স্টাফ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দরিদ্র শ্রমিকদের সেবায়। সশ্রদ্ধ অভিনন্দন আপনাকে।
এই দুটো লোকের কেউ মারা যায়নি, তবু তারা জানতেন গরীব গার্মেন্টস কর্মীদের অনেকেরই হয়তো ফোন করার প্রয়োজন হবে, তারা দাঁড়িয়ে ছিলেন সকাল থেকে সন্ধ্যা। স্যালুট এই দুজনকে
উনি সাভার দুর্গতদের জন্য ১ বোতল পানি, ১ প্যাকেট বিস্কুট আর ১ প্যাকেট স্যালাইন এনেছিলেন। লজ্জা পাচ্ছিলেন এত কম বলে।
কিন্তু আমার মনে হয়, তিনি আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতা আর সবচেয়ে ধনী ব্যক্তিদের চাইতে অনেক অনেক অনেক বেশী ধনী
আমাদের মন্ত্রী ও মুন্নি সাহাদের উনাদের থেকে মানবতা শিক্ষা নেওয়া উচিৎ।
পোস্ট ডেডিকেটেড টু ব্লগার মোস্তফা কামাল পলাশ ভাইয়াকে যিনি সাভার দূর্ঘটানায় আহত মানুষদের জন্য এপর্যন্ত সর্বমোট = ৪,৪৭৫ ডলার সংগ্রহ করেছেন ।
ছবি সংগ্রহ https://www.facebook.com/cafedoctors এখান থেকে ।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা সবসময় মানুষ । আমাদের দেশের নোংরা রাজনীতি ও সমাজ ব্যাবস্থা মাঝে মাঝে কিছু মানুষ্কে জানোয়ারে রুপান্তরিত করে মাত্র ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
রাইসুল সাগর বলেছেন: শ্রদ্ধা জানাই এসব মানুষদের যারা উদাহরন মানবতার জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট এই সব জাতীয় বীরদের।
সরকারের মনুষত্য না থাকলেও আমাদের আছে, সেটা প্রমান হল।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
s r jony বলেছেন:
স্যালুট এই সব জাতীয় বীরদের।
সরকারের মনুষত্য না থাকলেও আমাদের আছে, সেটা প্রমান হল।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট এই সব জাতীয় বীরদের।
সরকারের মনুষত্য না থাকলেও আমাদের আছে, সেটা প্রমান হল।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
বাংলার হাসান বলেছেন: স্যালুট ও শ্রদ্ধা জানাই এসব মানুষদের
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও স্যালুট ও শ্রদ্ধা জানাই ।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
এসএমফারুক৮৮ বলেছেন: শ্রদ্ধা জানাই এসব মানুষদের ....
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শ্রদ্ধা জানাই এসব মানুষদের ।মানবিকতায় আমরাই সেরা আর একবার প্রমান করে দিয়েছেন তারা ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: আমার দেশের মানুষ। আমার অহংকার।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার দেশের মানুষ। আমার অহংকার ।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮
লাবনী আক্তার বলেছেন: বিনম্র শ্রদ্ধা এই মানুষগুলোকে।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বিনম্র শ্রদ্ধা এই মানুষগুলোকে
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই মানুষটাকে স্যালুট। তার মহানুভবতা কত গুলো মানুষের জীবন যে রক্ষা করেছে সেটা একমাত্র আল্লাই জানে।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তার মহানুভবতাকে সশ্রদ্ধ স্যালুট ।আপনাকেউ স্যালুট ভাইয়া । আপনিও কম করছেন না ।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
আমিনুর রহমান বলেছেন:
চোখে পানি চলে আসলো। এদের প্রতি রইল আমার লাখো সহস্র শ্রদ্ধা
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঐ চোখের পানিই আপনার আবেগ । আপনার মানবিকতা । আপনার দেশপ্রেম । যা আমাদের রাজনৈতিক নেতাদের বড়ই অভাব
১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
জাতির চাচা বলেছেন: হাজার সালাম আপনাদের।মানুষী এখনো আছে দেশে।ভাবতে ভালো লাগছে এরা আমার দেশের মানুষ।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাবতে ভালো লাগছে এবং গর্ব হচ্ছে এরা আমার দেশের মানুষ ।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
কাফের বলেছেন: সত্যি চোখে পানি চলে আসলো
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঐ চোখের পানিই আপনার আবেগ । আপনার মানবিকতা । আপনার দেশপ্রেম । যা আমাদের রাজনৈতিক নেতাদের বড়ই অভাব ।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
অহন_৮০ বলেছেন: চোখে পানি চলে আসলো
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঐ চোখের পানিই আপনার আবেগ । আপনার মানবিকতা । আপনার দেশপ্রেম । যা আমাদের রাজনৈতিক নেতাদের বড়ই অভাব
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
অহন_৮০ বলেছেন: সত্যি চোখে পানি চলে আসলো
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঐ চোখের পানিই আপনার আবেগ । আপনার মানবিকতা । আপনার দেশপ্রেম । যা আমাদের রাজনৈতিক নেতাদের বড়ই অভাব ।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
রাহাত হোসেন পল্লব বলেছেন: এসব মানুষদের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট এই সব জাতীয় বীরদের।
সরকারের মনুষত্য না থাকলেও আমাদের আছে, সেটা প্রমান হল।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমাদের মন্ত্রী ও মুন্নি সাহাদের উনাদের থেকে মানবতা শিক্ষা নেওয়া উচিৎ
উপহার আর সাহায্যের মুল্য জিনিসটার কেনা দামে হয়না। তার মূল্যায়ন মানবতায়, তার মূল্যায়ন মানসিকতায়, তার মূল্যায়ন অন্তর দিয়েই করা যায় কেবল। বৃদ্ধটির সাহায্য কোটি টাকা দিয়েও মুল্যায়ন করা যাবেনা।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপহার আর সাহায্যের মুল্য জিনিসটার কেনা দামে হয়না। তার মূল্যায়ন মানবতায়, তার মূল্যায়ন মানসিকতায়, তার মূল্যায়ন অন্তর দিয়েই করা যায় কেবল। বৃদ্ধটির সাহায্য কোটি টাকা দিয়েও মুল্যায়ন করা যাবেনা
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .
রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ঐ আইঞ্জীবির বিরুদ্ধে সবাইকে লিখতে হবে তখন ।
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
অনেকের মধ্যে একজন বলেছেন: বাংলাদেশে এখনও মানুষ নামের জাতিরা বাস করে এটা প্রমানিত হল। যদিও ভুলে গেছিলাম।
এদেরকে স্যালুট জানাই
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বলেছেন: বাংলাদেশে এখনও মানুষ নামের জাতিরা বাস করে এটা প্রমানিত হল। যদিও ভুলে গেছিলাম।
এদেরকে স্যালুট জানাই
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
ইখতামিন বলেছেন:
তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অজস্র শুভ কামনা
পোস্টে +
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইখতামনি । তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অজস্র শুভ কামনা ।
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
Rain_in_Sydney বলেছেন: শ্রদ্ধা জানাই এসব জাতীয় বীরদের...May ALLAH subhana wa ta'ala shower HIS countless blessing upon them..ameen!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: .May ALLAH subhana wa ta'ala shower HIS countless blessing upon them..ameen!
২০| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
নবীউল করিম বলেছেন: নিজেকে এতো ক্ষুদ্র মনে হচ্ছে এই মানুষগুলোর সাথে তুলনা করলে যে, লজ্জায়, অনুশোচনায় বার বার কুঁকড়ে যাচ্ছি............ তাঁদের ঔদার্যকে সাধুবাদ জানানোর মতো সামান্য ভদ্রতাও আজকে নেই বলে মনে হচ্ছে......... তার পোড়ও অন্তর থেকে তাঁদের জন্য দু’হাত তুলার শক্তি সঞ্চয় করছি.........
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
২১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
মুহসিন বলেছেন: এঁরাই জাতীয় বীর। স্যালুট।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম এরাই সত্যিকারের বীর ।
২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এই আমি সেই আমি বলেছেন: এই দুই তরুণের ছবির কাছে কোটি টাকা খরচ করে মানবতার শ্লোগান ফেরি করা বেনিয়া মোবাইল ফোন কোম্পানির এ্যাড গুলি ম্লান হয়ে যায় ।
চোখে পানি এসে যায় । বাংলাদেশ টিকে আছে , বাংলাদেশ টিকে থাকবে ।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই দুই তরুণের ছবির কাছে কোটি টাকা খরচ করে মানবতার শ্লোগান ফেরি করা বেনিয়া মোবাইল ফোন কোম্পানির এ্যাড গুলি ম্লান হয়ে যায় ।
চোখে পানি এসে যায় । বাংলাদেশ টিকে আছে , বাংলাদেশ টিকে থাকবে ।
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
নিরীহ জন বলেছেন: এদের দিকে তাকিয়েই আজও আমরা নিজেদেরকে মানুষ বলার সাহস পাই।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এদের দিকে তাকিয়েই আজও আমরা নিজেদেরকে মানুষ বলার সাহস পাই
২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
ভাস্কর দে বলেছেন: হাজার স্যালুট..........
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার পক্ষ থেকেও
২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭
বিষাদ সময় বলেছেন: গভীর শ্রদ্ধা এই মানুষগুলোর প্রতি।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
শিপু ভাই বলেছেন:
ফ্রি মোবাইল কল এর জন্য দাঁড়ানো ২ জন ও ঐ ১ প্যাকেট বিস্কিট নিয়ে যাওয়া বৃদ্ধকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আর ভালোবাসা।
এই লেখাটা পড়তে পড়তে আপ্লুত হয়ে পরলাম!!!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ভাইয়া । এই লেখা পড়ে সবাই আপ্লুত হবে । ড. মো. এনামুর রহমান
চেয়ারম্যান, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল
তিনি সরকারের আশায় বসে থাকেন নি। নিজের সীমিত সাধ্য নিয়ে, ডাক্তার, স্টুডেন্ট, নার্স সহ তার সব স্টাফ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দরিদ্র শ্রমিকদের সেবায়। উনাকেউ একটা স্যালুট দেন ।
২৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
সিরাজ সাঁই বলেছেন: প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে রাখলাম। মানুষের উপরে চরম হতাশ হয়ে পড়লে, এই উজ্জ্বল মানুষদের ছবিগুলো দেখবো। আল্লাহ ইনাদের যথার্থ বিনিময় দান করুন।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ সিরাজ সাঁই । আল্লাহ ইনাদের যথার্থ বিনিময় দান করুন আমীন ।
২৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা ! তোমাদের কে দেওয়ার যোগ্য আর কিছুই নেই !
তোমরা আছো বলেই এখনও আমরা মানুষ !
তোমরা আছো বলেই কিছু পাতা এখনও সবুজ !
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা ! তোমাদের কে দেওয়ার যোগ্য আর কিছুই নেই !
তোমরা আছো বলেই এখনও আমরা মানুষ ! চমৎকার বলেছেন ।
২৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: স্যালুট এই মানুষটাকে!!
তার সাথে এই মেডিকেল এর সকল ডাক্তার ও কর্মচারীর প্রতি রইলো অজস্র শ্রদ্ধা!!!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
৩০| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
আশফাক সুমন বলেছেন: ফ্রি মোবাইল কল এর জন্য দাঁড়ানো ২ ব্যক্তি,
১ বোতল পানি, ১ প্যাকেট বিস্কুট আর ১ প্যাকেট স্যালাইন নিয়ে যাওয়া বিন্ম্র বৃদ্ধ ,
সাহসি স্বেচ্ছা সেবীরা যারা জীবন বাজি রেখে কাজ করছে,
ড. মো. এনামুর রহমান আর তার সহকর্মী/ ছাত্ররা- সবার জন্যই
অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। এরা কেওই কারও চেয়ে ছোটো নন
আল্লাহ এনাদের কে উত্তম প্রতিদান অবশ্যই দিবেন ইনশা আল্লাহ ।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আল্লাহ এনাদের কে উত্তম প্রতিদান অবশ্যই দিবেন ইনশা আল্লাহ।
৩১| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
এম হুসাইন বলেছেন: সহস্র স্যালুট ও শ্রদ্ধা এইসব মানুষদের!
সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সহস্র স্যালুট ও শ্রদ্ধা এইসব মানুষদের!
সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন
৩২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
জাহাঙ্গীর জান বলেছেন: রাজনীতিতে নেতা হওয়া যায় শক্তি এবং টাকার গরমে কিন্তু।মহৎ। হতে কিছুই লাগেনা সমাজ সেবাই যতেষ্ট,
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রাজনীতিতে নেতা হওয়া যায় শক্তি এবং টাকার গরমে কিন্তু।মহৎ। হতে কিছুই লাগেনা সমাজ সেবাই যতেষ্ট দারুন বলেছেন ।
৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট এই সব জাতীয় বীরদের।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও স্যালুট জানাই ।
৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এরাই বীর!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাদের পলিটিসিয়ানরা দেখে নিক আমরা তাদের কত সম্মান ও শ্রদ্ধা করি ।
৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ফজলে রাব্বী চিৎকার বলেছেন: আমি বিশ্বাস করি আমাদের মত করে আর কোন দেশের মানুষ ভালবাসতে পারে না!!
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও বিশ্বাস করি ।
৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
বিপদেআছি বলেছেন: যে দেশের এমন মানুষ আছে সেই দেশ চালায় হাসিনা, খালেদা, এরশাদ !!!???
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বড়ই দূর্ভাগ্য আমাদের হাহিনা খালেদা এরশাদ গোলাম আযমরা আমাদের দেশ চালায় ।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বড়ই দূর্ভাগ্য আমাদের হাহিনা খালেদা এরশাদ গোলাম আযমরা আমাদের দেশ চালায় ।
৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
আমি তুমি আমরা বলেছেন: এই মানুষগুলো আছে বলেই আমরা এখনো ভাল্লবাসায় বেচে আছি।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক ।
৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
হাসান মাহবুব বলেছেন: স্যার, আপনাকে স্যালুট।
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যার সহ সবাইকেই স্যালুট ।
৩৯| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:২৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: স্যালুট এই মানুষগুলোকে...
২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
৪০| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৮
বটের ফল বলেছেন: অনেক অনেক দিন পরে অনেক্ষন ধরে কাঁদলাম। প্রথমত, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই। দ্বিতীয়ত, এই সব মহান মানুষরা এখনো আছে বলেই আমরা এখনো নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারছি। ইনাদের সাথে আমি আরো যোগ করছি সেইসব মানুষদের কথা যারা মৃত্যুকে তুচ্ছ করে দুর্গতদের সাহায্যে ঝাপিয়ে পড়েছিলেন। এই সকল মহান মানুষদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
পোষ্টটি প্লাস সহকারে প্রিয়তে নিয়ে রাখলাম।
অনেক অনেক ভালো থাকবেন তাসনুভা সাখাওয়াত বিথি আর ভালো রাখবেন আপনার আশে পাশের সবাইকে- এই কামনা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ বটের ফল । খুব সুন্দর একটি মন্তব্য । জবাব দিতে দেরি হয়েছে বলে দুঃখ প্রকাশ করছি।
এই ছবি গুলো আসলেই মানুষকে ইমোসানাল করে দেয়। উনারাই তো সত্যিকারের মানুষ।
প্লাস এবং প্রিয়তে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: এই মহতী মানুষগুলোর প্রতি বিনম্র শ্রদ্ধা রইল
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দেখে যাও হে পৃথিবীর মানুষ আমরা বাঙ্গালীরা কতটা সেন্টিমেন্টাল এবং মানবিক !!
৪২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
শুটিং স্টার লষ্ট বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে সালাম ও শ্রদ্ধা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উনাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র সালাম এবং শ্রদ্ধা না জানানো টা অন্যায় হবে ।
৪৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
মায়াবী রূপকথা বলেছেন: +++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
পত্রদূত বলেছেন: আমরা এখনো মানুষ আছি এটাই তার বড় প্রমান